ফিডব্যাক ফর্ম

সন্দেশ's picture
Submitted by sondesh on Wed, 23/01/2013 - 5:52am
Categories:

প্রিয় পাঠকবৃন্দ,

সচলায়তন পড়তে গিয়ে, কিংবা মন্তব্য এবং/অথবা পোস্টের মাধ্যমে অংশগ্রহণ করতে গিয়ে আপনারা মাঝে মাঝে কিছু সমস্যার সম্মুখীন হন। জনবলের অভাবে এ সমস্যাগুলোর তাৎক্ষণিক সমাধান দেওয়া আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না। এ সমস্যাগুলো আরো ভালোমতো বোঝার এবং বিশ্লেষণ করার জন্যে সমস্যা রিপোর্টিঙের একটি সুসজ্জিত রূপ হিসেবে আমরা একটি ফিডব্যাক ফর্ম প্রণয়ন করেছি।

এ ছাড়াও আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি, সচলায়তনে বিপুল সংখ্যক নীরব পাঠক নিজে অংশগ্রহণ থেকে বিরত থেকে কিছু প্রত্যাশাকে লালন করেন, যা তাদের ফিডব্যাকের অভাবে অপূর্ণই থেকে যায়। বিভিন্ন সময়ে নীরব পাঠকদের কিছু মতামত আমাদের কাছে পরোক্ষভাবে এসে পৌঁছেছে, যা আমরা বিবেচনা করে দেখেছি এবং সার্বিকভাবে সচলায়তনের জন্য ইতিবাচক বলে মনে করেছি। এই ধারার নীরব পাঠকদের পরামর্শ গ্রহণের জন্যেও আমরা একটি ফিডব্যাক ফর্ম তৈরি করেছি।

আমরা আশা করছি, আপনারা এই ফর্ম দুটিকে ব্যবহার করবেন এবং সচলায়তনকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন। ফর্ম দুটি ভবিষ্যতে পরিবর্তিত ও পরিবর্ধিত হতে পারে, সেজন্যে আপনাদের পরামর্শ কাম্য।

সুদীর্ঘ সময় ধরে সচলায়তন আপনাদের পাশে পেয়েছে, সেজন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ।


Comments

অতিথি লেখক's picture

উদ্যোগটি অবশ্যই প্রসংশার, অনেকের কাজে দেবে।

তুহিন সরকার

অনার্য সঙ্গীত's picture

যাদের লেখা পড়তে চাই" অংশটার আর কী দরকার ছিল! আমি তো প্রায়ই লিখতেছি! চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জোহরা ফেরদৌসী's picture

এইটা একটা কাজের জিনিষ হ’ল ।

Quote:
সচলায়তনে বিপুল সংখ্যক নীরব পাঠক নিজে অংশগ্রহণ থেকে বিরত থেকে কিছু প্রত্যাশাকে লালন করেন, যা তাদের ফিডব্যাকের অভাবে অপূর্ণই থেকে যায়।

চলুক

নীরব পাঠকের সংখ্যা আসলেই অনেক । যারা জীবনেও মন্তব্য করবেন না, কিন্তু পড়ছেন দিনের পর দিন । তাদের কথাটা কান পেতে শুনতে পেলে ভালই হবে ।

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

অচল's picture

চলুক

ষষ্ঠ পাণ্ডব's picture

অনেক চেষ্টা করেও ফর্মদুটো দেখতে পেলাম না। সম্ভব হলে লিঙ্ক যোগ করে দিন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

হিমু's picture

রিফ্রেশ করে দেখুন। লোড হতে একটু সময় নেয়।

ষষ্ঠ পাণ্ডব's picture

রিফ্রেশ করলাম, অনেকক্ষণ অপেক্ষা করলাম, আবার চেষ্টা করলাম, stealthy এনেবল করেও চেষ্টা করলাম। কিছুতেই কিছু হলো না। সমস্যাটি কী ধরতে পারছি না। আমি ফায়ারফক্স 18.0.1 ব্যবহার করি।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ত্রিমাত্রিক কবি's picture

পাণ্ডব্দা, অপেরায় চেষ্টা করে দেখেন। ফায়ারফক্সে আমারও সমস্যা হচ্ছিল। অপেরায় ঠিকঠাক।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ম্যাক্স ইথার 's picture

অনেক লেখাতেই মন্তব্য করতে গিয়ে দেখি কেপচা চায়, কিন্তু কেপচার দেখাতো পাইনা। তাই আর মন্তব্য করা হয়ে উঠেনা।

পথিক পরাণ's picture

মন্তব্য করতে গেলে কি একটা http error দেখায় যেন মাঝে মাঝে। তখন মন্তব্যটা মডারেশনে জমা হয় না। নতুন করে মন্তব্যও করা যায় না। কেবল এরর দেখাতে থাকে কিছুক্ষণ। (ঠিক জানিনা। হতে পারে নেটওয়ার্ক দুর্বল হবার কারণে এমনটি ঘটে কিনা।)

সামিয়া's picture

মন্তব্য করতে গিয়ে ইমেইলের বাক্সে ইংরেজী লেখা যায় না। তখন আরেক জায়গা থেকে কপি পেস্ট করে আনতে হয়। ঝামেলার ব্যাপার, এটা কি সল্ভ করা যায়?

সত্যপীর's picture

কিবোর্ডে এস্কেপ বাটন চাপ দিয়ে বাংলা/ইংরেজি টগল করা যায়। আমি এইমাত্র টেস্ট করে দেখলাম ইমেইল ফিল্ডে, কাজ হয়।

..................................................................
#Banshibir.

ashim's picture

সচলে আজ রেজিষ্ট্রার করতে গেলাম কয় আমি/ আমার ইমেইল নাকি রেজিষ্টার্ড

The e-mail address ***********@gmail.com is already registered

তখন পাসোয়ার্ড উদ্ধার এ দিলাম, নতুন পাসোয়ার্ড আসে না
বলে

Sorry, ************@gmail.com is not recognized as a user name or an e-mail address.

এখন এই সমস্যায় কিভাবে কতৃপক্ষকে জানাব বা কোথায় মেইল দিব বুঝতেছি না
কন্টাক আস বা অথরেটির মেইলও খুঁজে পেলাম না sad

প্রকৃতিপ্রেমিক's picture
অতিথি মন্তব্যকারি's picture

পোস্টের তারিখ ফরম্যাট <০১/০৭/২০১৩> না হয়ে <১ জুলাই, ২০১৩> হলে তারিখটা চট করে ধরে ফেলা যায়।

অতিথি লেখক's picture

অপেক্ষমান আমি, সদস্য হওয়ার

অতঃপর মরিচিকা মামুন,

অতিথি লেখক's picture

অতিথি লেখক ইন্দ্রনীর হিসাবে দুখানা কবিতা দিলাম | প্রথমটা কোথায় হারিয়ে গেল | দ্বিতীয়টা 2 October দিয়ে ব্লগের তালিকায় দেখলাম | এখন কয়েক ঘন্টা পরে সেটাও সচলগ এ দেখা যাচ্ছে না | সমস্ত কর্মকলাপ অদ্ভুত লাগছে | কোথায় কী ভুল করছি বুঝতে পারছি না | দুটো মেইল ও দিয়েছি

shahaziz's picture

প্রবেশের ব্যাপারটিকে সহজ করুন । ক্যাপচা উঠিয়ে দিন কারন এটি খুব বিরক্তিকর এবং সময় নষ্ট করে। বরং ওখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যোগ করতে বলুন । পাসওয়ার্ড হারান লেখকদের জাতিগত অভ্যাস। ঠিক তখন মোবাইলে নতুন পাসওয়ার্ড পাঠিয়ে দেবেন।

অতিথি লেখক's picture

এমন কি কোন নিয়ম রয়েছে যে অতিথি লেখকদের লেখা মাসে একটার বেশি প্রকাশ পাবেনা?

সত্যপীর's picture

এরকম কোন নিয়ম নেই। আমি সপ্তাহে একটা লেখা দিতাম অতিথি লেখক অ্যাকাউন্ট থেকে। মাঝে মাঝে সপ্তাহে দুই/তিনটাও দিয়ে দিতাম।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক's picture

ধন্যবাদ সত্যপীর। এতো দ্রুত জবাব আমি আশা করিনি।

অতিথি লেখক's picture

আমার ক্ষেত্রে এমনটি ঘটছেনা, সত্যপীর। আমার লেখা প্রায়শই অতিথির কীর্তিকলাপে ঝুলে থাকে দীর্ঘ সময় ধরে। কখনো প্রকাশিত হয়, কখনো হয়না। কেন যে ঝুলে থাকে, কেনই বা প্রকাশিত হয়না বুঝতে পারিনা। অপ্রকাশিত লেখাগুলো আবার পাঠিয়ে দেখেছি, কোন এক মন্ত্রবলে তাঁরা প্রকাশ পেয়ে যায়! আমার প্রায় প্রতিটি লেখার ক্ষেত্রেই এমনটি ঘটেছে। পৃথিবী বড়ই গোলমেলে! এই মুহূর্তে ঝুলে আছে আমার একটি লেখা। দেখা যাক কী হয়, প্রতীক্ষায় আছি।
----মোখলেস হোসেন।

সত্যপীর's picture

লাইগা থাকেন। হক মওলা।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক's picture

লেগে থাকলে হয়তো লেখা প্রকাশ হবে। কিন্তু তাতে বিভ্রান্তি কাটবে কি সত্যপীর? মউলা যে কে আর হক সাহেবই যে কোথায় থাকেন! সময় নিয়ে জবাব দিয়েছেন বলে কৃতজ্ঞতা জানাচ্ছি।
--মোখলেস হোসেন।

মন মাঝি's picture

আমার সচলায়তনের সাথে এসোসিয়েটেড ইমেলটা বহু আগেই ইনএ্যাক্সেসিবল হয়ে গেছে। সচলে এই ইমেল এ্যাড্রেসটা কি করে পাল্টাবো??

****************************************

হিমু's picture

আমি এ সমস্যায় পড়লে সন্দেশকে বার্তায় আমার নতুন ইমেইল ঠিকানাটা জানিয়ে দিয়ে হালনাগাদ করার অনুরোধ করতাম।

মন মাঝি's picture

আপনি এই সমস্যায় পড়লে সন্দেশই মনে হয় দৌড়ে আপনার কাছে চলে আসতো হো হো হো , তবে আপনার কথা মত আমি সন্দেশকে এক প্যাকেট সন্দেশ পাঠিয়ে দিলাম!!

****************************************

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.