বাংলা ওয়েবসাইটের তালিকা

সন্দেশ's picture
Submitted by sondesh on Tue, 18/11/2008 - 10:41pm
Categories:

বাংলা ওয়েবসাইটের একটা তালিকা তৈরী করার চেষ্টা করছি। আপনার জানা ওয়েব সাইটটির ঠিকানা মন্তব্যে তুলে দিন।

বাংলা খবরের কাগজ
১। প্রথম আলো
২। সমকাল
৩। ইত্তেফাক
৪। বিডিনিউজ২৪
৫। আমাদের সময়
৬। যুগান্তর
৭। জনকণ্ঠ
৮। আজকের কাগজ
৯। যায়যায়দিন
১০। দ্যা এডিটর
১১। মাসিক কম্পিউটার জগত
১২। গ্রামান্তর

আন্তর্জাতিক বেতারগুলোর বাংলা খবরের পাতা
১। ডয়েচেভেলে জার্মান বেতার
২। বিবিসি
৩। এন.এইচ.কে (জাপান)
৪। চায়না রেডিও
৫। রেডিও তেহরান

বাংলা ব্লগ
১। সচলায়তন
২। সামহোয়্যারইন ব্লগ
৩। আমার ব্লগ
৪। প্রথম আলো ব্লগ
৫। নির্মান ব্লগ
৬। বিজ্ঞানী
৭। বিডিনিউজ২৪ বাংলা ব্লগ
৮। নিসর্গ
৯। টেকটিউনস
১০। না বলা কথা

বাংলা ফোরাম
১। আমাদের প্রযুক্তি
২। প্রজন্ম ফোরাম
৩। বাংলাকর্ড
৪। রংমহল

বাংলা অভিধান
১। সংসদ বাংলা অভিধান
২। বাংলা ভাষার অভিধান
৩। সংসদ বাংলা-English অভিধান

অনলাইন ম্যাগাজিন
১। বাংলালাইভ i পত্রিকা
২। গুরুচন্ডালী
৩। নতুন দিগন্ত
৪। বাংলামাটি
৫। বইপাড়া
৬। কালি ও কলম
৭। কৌরব
৮। পড়শী
৯। পরবাস
১০। পালকি
১১। শতরুপা
১২। মাধুকরী
১৩। সাতরং
১৪। আর্টস বিডি নিউজ২৪
১৫। বীক্ষণ
১৬। হাজারদুয়ারী
১৭। মুক্ত

অন্যান্য
১। বাংলা উইকিপিডিয়া

তুলনা-ম্যাট্রিক্স
ওয়েবসাইটগুলো তুলনা করার আগে তুলনা করার মানদন্ড ঠিক করা দরকার। তুলনা করার বিষয় গুলো আগে তালিকা ভুক্তি করি। তারপর তুলিকাভুক্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা তুলনা-ম্যাট্রিক্স তৈরী করা হবে। যেহেতু তথ্যগুলো আসতে সময় লাগবে এবং এগুলো পরিবর্তনশীল তাই যে কোন সময় এটি বদলে যেতে পারে।

তুলনার মানদন্ড
১। ধরণ [সংবাদপত্র, ব্লগ, ফোরাম, শব্দকোষ, বিশ্বকোষ, ম্যাগাজিন]
২। প্রকাশনা [ওয়েব, প্রিন্ট]
৩। প্রকাশনা ফ্রিকোয়েন্সী [তৎক্ষনাৎ, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক, বাৎসরিক, অনিয়মিত, প্রযোজ্য নয়]
৪। অর্থনৈতিক মডেল [ফ্রী, বিজ্ঞাপন, সদস্য ফী]
৫। বাংলা উপস্থাপনা [প্রচলিত (বিজয়, বংশী), ইউনিকোড]
৬। অনলাইনে কতদিন [মাস এককে]
৭। দৈনিক পাঠক সংখ্যা [উপযুক্ত তথ্যের অভাবে আলেক্সার ভিত্তিতে]

তুলনা মেট্রিক্স

সংবাদপত্র

নাম প্রকাশনা প্রকাশনা ফ্রিকোয়েন্সী অর্থনৈতিক মডেল বাংলা উপস্থাপনা অনলাইনে কতদিন দৈনিক পাঠক সংখ্যা
প্রথম আলো ওয়েব, প্রিন্ট দৈনিক বিজ্ঞাপন, সদস্য ফী বংশী - -
সমকাল ওয়েব, প্রিন্ট দৈনিক বিজ্ঞাপন প্রচলিত - -
ইত্তেফাক ওয়েব, প্রিন্ট দৈনিক বিজ্ঞাপন বিজয় - -
বিডিনিউজ২৪ ওয়েব তৎক্ষনাৎ বিজ্ঞাপন ইউনিকোড - -
আমাদের সময় ওয়েব, প্রিন্ট দৈনিক বিজ্ঞাপন প্রচলিত - -
যুগান্তর ওয়েব, প্রিন্ট দৈনিক বিজ্ঞাপন প্রচলিত - -
জনকণ্ঠ ওয়েব, প্রিন্ট দৈনিক বিজ্ঞাপন প্রচলিত - -
আজকের কাগজ ওয়েব, প্রিন্ট দৈনিক বিজ্ঞাপন প্রচলিত - -
যায়যায়দিন ওয়েব, প্রিন্ট দৈনিক বিজ্ঞাপন প্রচলিত - -
দ্যা এডিটর ওয়েব দৈনিক বিজ্ঞাপন ইউনিকোড - -
কম্পিউটার জগত ওয়েব, প্রিন্ট মাসিক বিজ্ঞাপন প্রচলিত - -
গ্রামান্তর ওয়েব, প্রিন্ট - - - - -

ব্লগ

নাম প্রকাশনা প্রকাশনা ফ্রিকোয়েন্সী অর্থনৈতিক মডেল বাংলা উপস্থাপনা অনলাইনে কতদিন দৈনিক পাঠক সংখ্যা
সচলায়তন ওয়েব তৎক্ষনাৎ ফ্রী ইউনিকোড - -
সামহোয়্যারইন ব্লগ ওয়েব তৎক্ষনাৎ বিজ্ঞাপন ইউনিকোড - -
আমার ব্লগ ওয়েব তৎক্ষনাৎ ফ্রী ইউনিকোড - -
প্রথম আলো ব্লগ ওয়েব তৎক্ষনাৎ বিজ্ঞাপন ইউনিকোড - -
নির্মান ব্লগ ওয়েব তৎক্ষনাৎ ফ্রী ইউনিকোড - -
বিজ্ঞানী ওয়েব তৎক্ষনাৎ ফ্রী ইউনিকোড - -
বিডিনিউজ২৪ ব্লগ ওয়েব তৎক্ষনাৎ ফ্রী ইউনিকোড - -
নিসর্গ ওয়েব তৎক্ষনাৎ ফ্রী ইউনিকোড - -
টেকটিউনস ওয়েব তৎক্ষনাৎ ফ্রী ইউনিকোড - -
না বলা কথা ওয়েব তৎক্ষনাৎ ফ্রী ইউনিকোড - -


Comments

এস এম মাহবুব মুর্শেদ's picture

ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

যুধিষ্ঠির's picture

বাংলা ব্লগ লেখার সময় এই অনলাইন ডিকশনারীগুলো আমার খুব কাজে লাগে। সবগুলোতেই বাংলা ইউনিকোড ব্যবহার করে শব্দ খোঁজা যায়।

সংসদ বাংলা অভিধান
বাংলা ভাষার অভিধান
Samsad Bengali-English dictionary

এস এম মাহবুব মুর্শেদ's picture

গ্রেট!!! ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

shahaziz's picture

ভাল তথ্য দিলেন , খুবই উপকারী ।। ধন্যবাদ

এস এম মাহবুব মুর্শেদ's picture

ভবিষ্যতে ব্যবহারের জন্য এটা বাম দিকের সাহায্য মেন্যুতে জুড়ে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক's picture

বাংলা ইউকিপিডিয়া কি দেয়া যায়?
http://bn.wikipedia.org/

এস এম মাহবুব মুর্শেদ's picture

দিলাম। তুলনা ম্যাট্রিক্সের ক্রাইটেরিয়া গুলো একটু দেখুন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল's picture

অনলাইন ম্যাগাজিনঃ

বাংলালাইভ i পত্রিকা http://banglalive.com/ipatrikaa/ipatrikaahome.asp
গুরুচন্ডালী http://guruchandali.com/
নতুন দিগন্ত http://www.natun-diganta.com/
বাংলামাটি http://www.banglamati.net/
বইপাড়া http://www.boipara.com/
কালি ও কলম http://www.kaliokalam.com/
কৌরব http://kaurab.tripod.com/
পড়শী http://www.porshi.com/
পরবাস http://www.parabaas.com/
পালকি http://calcuttans.com/palki/
শতরুপা http://www.shatorupa.com/
মাধুকরী http://www.maadhukari.com/
সাতরং http://www.satrong.org/
আর্টস বিডি নিউজ২৪ http://arts.bdnews24.com/
সাতরং http://www.satrong.org/
বীক্ষণ http://beekkhan.com/
হাজারদুয়ারী http://www.hajarduari.com/

(অনেকগুলো অনিয়মিত)

হিমু's picture

সাতরং দুইবার চলে আসায় একে চৌদ্দরং হিসেবে ভুক্তির জোর দাবি জানাই।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ's picture

ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফরিদ's picture

বইমেলাকে কি ঢোকানো যায়? ইংরেজীর ছড়াছড়ি হলেও ইউনিকোডে বাংলা বইয়ের নাম ধরে খুঁজলে ঝট করে চলে আসবে।

১। বাংলা উপস্থাপনাঃ ইউনিকোড
২। ধরণ [তথ্যসম্ভার+বিকিকিনি]
৩। প্রকাশনা [ওয়েব]
৪। প্রকাশনা ফ্রিকোয়েন্সী [নতুন বইয়ের লিস্ট হাতে পেলে+ মুড উঠলে, ফেব্রুয়ারী পরবর্তী মাসগুলোতে ঘনঘন]
৫। অনলাইনে কতদিন [৭৯ মাস]
৬। দৈনিক পাঠক সংখ্যা [বট বাদ দিলে দিনে ২০০-৩০০ উনিক]
৭। অর্থনৈতিক মডেল [তথ্য ফ্রী, বাকিটা কিনে পড়লে খুশী হই, এডসেন্স আছে]

[url=http://www.boi-mela.com ]বইমেলা[/url]

হিমু's picture

সম্ভবত অলাভজনক উদ্যোগগুলিকে নিয়ে কাজ হচ্ছে।


হাঁটুপানির জলদস্যু

ফরিদ's picture

বাংলা বই বেচার লাভজনক সাইট মনে হয় এখন পর্যন্ত নাই। ওভারহেড হিসেব করলে ব্লগসাইটগুলোর মতই ভাঙ্গা নৌকা

এস এম মাহবুব মুর্শেদ's picture

প্রকাশনার ভিত্তিতে ধরতে চাচ্ছিলাম। যে কারনে ব্যক্তিগত ব্লগ ধরতে চাচ্ছি না, গানের ওয়েবসাইট ধরতে চাচ্ছি না। উইকিপিডিয়া পড়ে গেছে মাঝখানে। আপনার উৎসাহের জন্য ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রেজওয়ান's picture

বেশ আগে তালিকাটি করেছিলাম। আপডেট দরকার। আপনি করলে ভালই হবে। এরকম কিছু একটা করলে মন্দ হয় না।

auto

নিচের ব্লগের লিন্কগুলো আমার ইংরেজী ব্লগে আছে

এখানে কপি পেস্ট করলাম কিছু:

বাংলাদেশী ব্লগ:
* না বলা কথা
* উত্স সন্ধানে
* …করি বাংলায় চিত্কার…
* ছেঁড়া পাতায় কথামালা
* আসিফ আহমেদ অনীকের বাংলা ব্লগ
* অমি আজাদ
* সসংকোচ প্রকাশের দুরন্ত সাহস
* আমি এবং আমার পৃথিবী
* পুড়ে ছাই ধ্বংসস্তুপ থেকে বেঁচে উঠি পুর্ণবার
* রয়েসয়ে
* নিরিখ বান্ধিলাম দুই নয়নে……
* বিবর্ণ আকাশ এবং আমি….
* ভয়েস অফ বাংলাদেশী ব্লগারস
* এইটা তোমার গান
* প্রাত্যহিক ভ্যাজর ভ্যাজর
* কবিয়াল
* অজ্ঞাতবাস
* ধৃসর গোধুলী
* সাধক শন্কু
* বলো গো
* মোকাবেলা
* খিচুড়ী ব্লগ
* আড্ডা
* ভালবাসা
* হাজার বর্ষা রাত………
* কাকশ্য পরিবেদনা!
* আধুলি জমানোর ম্যাচবক্স
* কীন ব্রীজে গোধুলি এল অন্তরালে কালান্তর ভোর
* দিল কা লাড্ডু
* অনন্ত ন্বপ্ন
* ..খেরোখাতা..
* যাপিত জীবন
* বাংলা ভাষী
* বাংলা ভাষা
* সুহ্রদ সরকার
* সম্ভাবনার মৃত্যু ঘটুক … নতুন সম্ভাবনার তাগিদে
* সীমাহীন সংলাপ
* যূথচারী
* আলী মাহমেদের ব্লগিং
* মাহবুব সুমন ও তার অগাবগা বচন
* শুভ্র প্রকাশ পালের ব্লগ
* অলস বিকেলের শেষ রোদ
* শেঁকড়ের সন্ধানে
* টকিজ
* খসড়া কবির খসড়া কবিতা
* আমার ভাঙা পথের রাঙা ধূলা
* স্বপ্নলোক
* হিডেন হার্ট
* ত্রসরেণু অরণ্যে
* গ্লোবাল মিডিয়া
* আমাদের কথা -নারী জীবন বাংলা ব্লগ
* আলোকধেনু
* জিকোবাজি
* কাপালিকানা
* আবজাব
* মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ

ভারতীয় ব্লগ:
* স্লোগান দিতে গিয়ে
* আমার কিছু বক্কা
* খোলা জানালা
* মনের পাতা
* ট্রিভিয়াল বাইটস
* ধূসর ফিনিক্স …এবং কোমল গান্ধার
* বিবর্ণ কবিতা
* জীবনানন্দ দাশের কবিতা

বাংলায় বিবিধ টুলস:

* অংকুর বাংলা প্রজেক্ট
* অনলাইন বাংলা অভিধান -অভিধান
* অনলাইন বাংলা অভিধান -সিসটেক
* অনলাইন বাংলা উচ্চারন অভিধান
* অনলাইন বাংলা বানান পরীক্ষক
* অনুবাদক অনলাইন - ইংরেজী থেকে বাংলা
* অপনা বানান পরীক্ষক- ওয়ার্ডের জন্যে
* অভ্র কিবোর্ড - বাংলা লেখার সফ্টওয়্যার
* একুশে - স্বাধীন বাংলা ওপেন সোর্স কম্পিউটিং
* গুগল বাংলা - বাংলাদেশ
* গুগল বাংলা - ভারত
* নিসর্গ: বাংলায় প্রকৃতি
* প্রজন্ম ফোরাম
* প্রজন্ম বাংলা চ্যাট
* প্রজেক্ট বর্ণমালা- বাংলা সাহিত্যের আর্কাইভ
* প্রযুক্তি ফোরাম
* বই মেলা - বাংলা বইয়ের অনলাইন বাজার
* বইপাড়া
* বাংলা অক্ষরমালা
* বাংলা অক্ষরমালা - যুক্তবর্ণের তালিকা
* বাংলা ইউনিকোড ফন্ট
* বাংলা ইউনিকোড কনভার্টার - দি হাঙ্গার প্রজেক্ট
* বাংলা ইমেইল সার্ভিস
* বাংলা উইকিপিডিয়া
* বাংলা একাডেমী
* বাংলা এমপিথ্রি সংগ্রহ
* বাংলা এসএমএস সফ্টওয়্যার
* বাংলা ওয়ার্ড রাইটার
* বাংলা ওয়ার্ডপ্রেস প্রকল্প
* বাংলা টাইপিং প্রশিক্ষক
* বাংলা প্রবাদ
* বাংলা ভার্চুয়াল কিবোর্ড
* বাংলা মেইলার
* বাংলা লাইব্রেরী
* বাংলায় ওপেন অফিস
* বাংলায় কোরান শরিফ অনলাইন
* বাংলায় মজিলা ফায়ারফক্স
* বাংলায় সম্প্রচার সংগ্রহ
* ভার্চুয়াল বাংলা ফন্ট
* মাইক্রোসফ্ট উইন্ডোজ এক্সপি বাংলা প্যাক

এবং অবশ্যই
গ্লোবাল ভয়েসেস বাংলা সংস্করন

এস এম মাহবুব মুর্শেদ's picture

আপনি তো পুরা গুপ্তধনের ঝাপি খুলে ধরলেন! ইয়ে, মানে...

আপাতত ব্যক্তিগত ব্লগ বাইরে রাখি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দেবোত্তম দাশ's picture

এটা একটা খুব ভালো প্রচেষ্টা
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

আলমগীর's picture

আসল কামের কী খবর?
সাইটের লিস্ট আরো অনেকে বানাইছে কিন্তু।

এস এম মাহবুব মুর্শেদ's picture

নো ওরিস। সময় কম, তারমধ্যে সবি তো এট্টু করতে হবে না কি কন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ভূঁতের বাচ্চা's picture

ভাল উদ্যোগ !

--------------------------------------------------------

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

এইটারে কোথায় রাখবো ভাবতেছি। ডেস্কটপে এইটার একটা লিঙ্ক রাখতে পারলে মজা হইতো।

খুবই উপকারী (আমার জন্য) একটা কাজের জন্য ধন্যবাদ অসংখ্য।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

এস এম মাহবুব মুর্শেদ's picture

সচলায়তনের বাম দিকের মেন্যুতে সাহায্যের নীচে জুড়ে দিয়েছি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শামীম's picture

ব্লগ ক্যাটাগরিতে:
টেকটিউনস (http://techtunes.com.bd/)
না বলা কথা (http://www.drishtipat.org/bangla/) ... সুবিনয় মুস্তফী ভাইয়ের

অনলাইন ম্যাগাজিন:
মুক্ত (http://www.mukto.org/)

ফোরাম ক্যাটাগরিতে:
বাংলাকর্ড (http://www.banglachord.com/) ... আলমগীর ভাইয়ের
রংমহল (http://www.rongmohol.info)

? ক্যাটাগরি?
http://www.mobile4desi.com/mobile4desi/

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এস এম মাহবুব মুর্শেদ's picture

ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শামীম's picture

ফোরাম:
টেকবাংলা.নেট (http://techbangla.net/)

চাকুরীর সাইটগুলোর তালিকা যোগ করলে কেমন হয়?

এছাড়া উপকারী আরও কিছু বাংলা ওয়েবসাইট আছে, উইকিপিডিয়া এর মধ্যে অন্যতম। এরকম অন্য সাইটগুলো রাখা যায় না?

যেমন:
মুর্শেদের ইউনিকোড লেখনী ও পরিবর্তক (আপনার হাসি )
অমিক্রণল্যাব (অভ্র কীবোর্ডের জন্য)
একুশে (উইন্ডোজের জন্য দারুন সব সিস্টেম কী-বোর্ড)
উবুন্টু বাংলাদেশ

বাংলাতে সরকারী তথ্যমূলক সাইটগুলোকেও তুলনায় আনলে ভাল। যদি হর্তাকর্তারা এর থেকে ফীডব্যাককে উন্নয়নের কাজে লাগায় সেই আশায়।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এস এম মাহবুব মুর্শেদ's picture

দৈনিক আপডেট/প্রকাশিত হয় এই রকম একটা তালিকার কথা মাথায় রেখে শুরু করেছিলাম। সবার ইনপুট থেকে মনে হচ্ছে বাংলা ওয়েবসাইটের একটা ডিরেক্টরী করলে হয়। কি বলেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শামীম's picture

হুঁ.... দরকারী এবং হোমপেজ হওয়ার মত পৃষ্ঠা হবে তাহলে। হাসি

ডিরেক্টরির সাথে রিভিউ/তুলনা মেট্রিক্সের পৃষ্ঠা (ইউজারদের ফীডব্যাক দেয়ার রেডিও বাটন থাকতে পারে)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

শামীম's picture

ব্লগ:
কম্পিউটার এন্ড ইলেক্ট্রনিক্স

আরও কিছু বাংলা অনলাইন পত্রিকা

http://www.the-editor.net/bangla/index.php
মাসিক কম্পিউটার জগত (http://www.comjagat.com/)
গ্রামান্তর (http://www.gramantor.com/) .... কুড়িগ্রামের পত্রিকা

আন্তর্জাতিক বেতারগুলোর বাংলা খবরের পাতা
ডয়েচেভেলে... জার্মান বেতার
বিবিসি
এন.এইচ.কে. (জাপান)
চায়না রেডিও
রেডিও তেহরান

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

নির্বাক's picture

শুভ উদ্যোগ চলুক, চালিয়ে যান।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

সবজান্তা's picture

কমিনিউটি ব্লগিং এর মধ্যে ক্যাডেটকলেজ ব্লগকে ঢোকানো যায় না ?


অলমিতি বিস্তারেণ

রায়হান আবীর's picture

ওয়াও চাল্লু

=============================

পলাশ দত্ত's picture

সাপ্তাহিক ২০০০ : www.shaptahik2000.com.bd

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

স্পর্শ's picture

ফোরাম:
যৌবনযাত্রা
www.joubonjatra.com
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

স্পর্শ's picture

বিজ্ঞানী ডট কম
http://biggani.com/
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

কনফুসিয়াস's picture

এইখানে একবার উঁকি দিয়ে দেখতে পারেন-
http://www.magazinebd.com/
-----------------------------------
তুমি যা জিনিস গুরু আমি জানি, আর কেউ জানে না

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আরিফ জেবতিক's picture

একটা ভালো কাজ করেছেন @ মুর্শেদ ।
ধইন্যা আপনারে ।

Mri nmoy's picture

যেহেতু বাংলা, সুতরাং পশ্চিমবঙ্গের সংবাদপত্র গুলো ও অন্তভূক্ত হওয়া প্রয়োজন | যেমন আনন্দবাজার বা আজকাল |

অতন্দ্র প্রহরী's picture

সাধু উদ্যোগ চলুক

দময়ন্তী's picture

আরিব্বাস! কত্ত নাম একসাথে৷ দারুণ৷
আমি দুটো নাম যোগ করি ম্যাগাজিনের মধ্যে
"সৃষ্টি' - http://www.sristi.co.in/
"চর্চা' - http://www.charchaonubad.org/

এইবারে দুখানা কথা৷
১) গুরুচন্ডা৯ একটি ম্যাগাজিন বটে, তবে গুরুচন্ডা৯ সাইটটি মূলত: কমিউনিটি ফোরাম৷ এতে এই সাময়িকী ছাড়াও "হরিদাসের বুলবুলভাজা' বিভাগটি প্রতি রবিবার আপডেট হয়, যাতে প্রধানত: রাজনৈতিক প্রতর্ক ও কিছু খবরাখবর ইত্যাদি থাকে৷ আবার এতে অনলাইন আড্ডা ও আলোচনার দুটি বিভাগও আছে , যেদুটি আবার সম্পাদনার কাঁচির বাইরে৷ কাজেই একে শুধু অনলাইন ম্যাগাজিন ক্যাটেগরীতে ফেলাটা বোধহয় ঠিক হবে না৷
২) যদি শুধু অলাভজনক উদ্যোগগুলিকে নথিবদ্ধ করতে চান, তাহলে বাংলালাইভ আই-পত্রিকা বাদ যাবে৷ কারণ এটি বিখ্যাত কর্পোরেট সংস্থা দ্বারা চালিত৷ নিয়মিত বেতনভুল কর্মীরা পত্রিকা প্রকাশের জন্য (এবং অন্যান্য বিভাগগুলির জন্যও ) দায়িত্বপ্রাপ্ত৷

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

দময়ন্তী's picture

সংশোধনী: "নিয়মিত বেতনভুক' হবে৷

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

ইশতিয়াক রউফ's picture

কোন ক্যাটেগরিতে যাবে জানি না...

প্রিয়-ডট-কম

মফিজুল হক [অতিথি]'s picture

এই একটা বাংলা ওয়েব সাইট ডিরেক্টরিঃ www.banglaweb.co.cc

ওয়েবসাইটটি দেখে আসতে পারেন ।

অভ্রনীল's picture

এই সাইটটা তো কাজ করছেনা...
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

অভ্রনীল's picture

এইটাও দিতে পারেন... সাইটের এড্রেস হল http://bdbloggerz.blogspot.com
বাংলা ব্লগের বিশাল সমারোহ
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

রণদীপম বসু's picture

সম্ভবত এগুলো বাদ পড়ে গেছে-

মুক্তমনা: ( http://www.mukto-mona.com/ ) ..ফ্রি থিংকার্স ফোরাম।
মুক্তমনা বাংলা ব্লগ: ( http://mukto-mona.com/banga_blog/?page_id=196 )..ব্লগ
বাংলা ইউনিকোড ব্লগ: ( http://banglaunicode.blogspot.com/ ) .. বাংলা ব্লগ-সঞ্চালক
খবর ডট কম: ( http://www.khabor.com/ ) ..ওয়াশিংটন থেকে প্রকাশিত বাংলা অনলাইন পত্রিকা
বাসভূমি: ( http://www.basbhumi.com/ ).. অষ্ট্রেলিয়া থেকে প্রকাশিত বাংলা ম্যাগাজিন

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অযান্ত্রিক [অতিথি]'s picture

তালিকাটি বেশ।

আমাদের কম্যুনিটি ব্লগটি আপনাদের তালিকায় রাখতে পারেন?

ঠিকানা: বাঙালনামা (http://bangalnama.wordpress.com)

আগাম ধন্যবাদ। হাসি

অতিথি লেখক's picture

আমরা সবাই সত্য কথা বলি। ন্যায্য কথা বলতে পিছু পা হয় না। এমন কথা মাঝে মাঝে অনেকের মুখে শোনা যায়। কিন্তু আদৌ কি তারা ন্যায্য কথা বলে। প্রশ্ন করলে বলবে আমরা ঠিক কথা বলেছি। কিন্তু খোজ নিয়ে দেখবেন তারা কখনই ঠিক কথা বলেনি। আসল কথাটা তারা কিছুই জানে না। বিশেষ করে সত্য মিথ্যা ভেদাভেদ করা শেখেনি। সত্যি বলতে এরা তর্কে জেতার জন্য এই মিথ্যার আশ্রয় নিয়ে। কিন্তু তারা কখনই ভাবে না যে সামান্য প্রতিযোগীতাই জিতে কত বড় পরাজিতের মালা পরালো সমাযের গায়ে। সমাজ নতুন একটা ভুলকে লালন পালন শুরু করল। ভবিষ্যতে সেই ত্রুটি সমাজকে কুড়ে কুড়ে খাবে। এটাতো সতর্ক বানি। সত্যি বলতে সবাই এমন কাজ করে ছিল এখন করছে। সে কারনে আমরা মানুষ জাতী ক্রমে অন্ধকারে নেমে যাচ্ছি। বোঝার উপায় দেখবেন না কারণ পানির মোধ্যে ডুব দিয়ে যেমন পানি দেখতে পাবেন না তেমনি বাতাসে থেকে বাতাস দেখা যায় না। শুধুই অনুভব করা যায়। সেরুপ অবস্থায় এই অন্ধকার। প্রতিকারের কথা বলবেন কিন্তু প্রতিকার করবেন না তারও কারণ আপনার সুবিধা নষ্ট হবে। সেজন্য আমাদের সকলের উচিত্ কথা শুনে বিশ্লেষণ করে তার পর বলার চেষ্টা করি। মঙ্গল এখন না হলেও ভবিষ্যতে ভাল কিছু আশা করতে পারি।

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি]'s picture

খাইছেরে...

কালো কাক's picture

আহা ! কী জ্ঞানী জ্ঞানী কথা ! তবে এই জ্ঞানী জ্ঞানী কথাগুলো কি এখানেই বলতে চেয়েছিলো লেখক নাকি অন্য কোথাও আর জানা যাবেনা হয়তো মন খারাপ

... [অতিথি]'s picture

চিন্তিত

রণদীপম বসু's picture

মুর্শেদ ভাই, এই ডিরেক্টরী তৈরির কাজটা কি চাপা পড়ে গেছে...!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক's picture

শুভ ভাবনা আর শুভ উদ্যোগ। কাজটা এগিয়ে গেলে ভালো হয়।
ইমন রেজা

অতিথি লেখক's picture

ভালো উদ্যোগ।

রেনেসাঁ

মং হ্লা প্রু পিন্টু [অতিথি]'s picture

গোছানো এবং দৃষ্টিনন্দন।

বর্ষা's picture

মুর্শেদ, খুব ভালো উদ্যোগ। পছন্দের পোস্টে যুক্ত করে রাখলাম , অনেক কাজের এই পোস্টটা।ধন্যবাদ

****************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

সৈকত চৌধুরী [অতিথি]'s picture

খুবই কাজে লাগবে। ধন্যবাদ

রূপা জামান's picture

মুর্শেদ ভাই,
সচল সহ অনেক ব্লগেই ভুল বাংলা বানান দেখে খুব খারাপ লাগে৷ আমার মনে হয় বাংলা বানান পরীক্ষার সেরা অভিধান হচ্ছেঃ http://www.bdwebguide.com/bengalidictionary.php

এটা আসলে বাংলা একাডেমীর অভিধানের স্ক্যান করা কপি, তাই বানান যে ১০০% ঠিক সেই সম্পর্কে নিশ্চিত হয়ে ব্যবহার করা যায়৷ আর এটা যেহেতু স্ক্যান করা ছবি/ইমেজ দেখায় তাই যাদের কম্পিউটারে বাংলা ফন্ট নিয়ে সমস্যা আছে তারাও এই অভিধানটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন৷

এটা কি আপনার অভিধানের তালিকায় যুক্ত করা যায়?

শুভ কামনা রইলো!

তন্ময় বীর's picture
অতিথি লেখক's picture

দৌড়

এক ছুট
আরও এক ছুট
আরও আরও ছুট
শেষে দলছুট |

ছুটছি
আরও ছুটছি
শুধু ছুটছি
মাথা কুটছি |

তবু ছোটা চাই
জোরে ছোটা চাই
সব শেষে তাই
থাকে পোড়া ছাই |

ব্যস, এইটাই ?
আর কিছু নাই ?
(তাই) শুধু ভেবে যাই
যদি খুঁজে পাই !

উত্তরণ, ২০০৯ |

নিউজ বাংলা's picture

ওয়াশিংটন ডিসি মেট্রো থেকে প্রকাশিত অন-লাইন বাংলা দৈনিক নিউজ বাংলাকে www.news-bangla.com যোগ করলে বাধিত হব। আমরা ইউনিকোডে ফেব্রুয়ারীর ২১, ২০০৮, থেকে বাংলা পত্রিকা প্রকাশ করছি। মূলত: ডিসি মেট্রোর বাংলাদেশীদের খবর ও প্রবাসীদের খবর ও লেখালেখিকে প্রাধান্য দেওয়া হয়। ধন্যবাদ।

Nazmul Karim's picture

[img=auto]http://www.clcbd.orgauto
এখানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলার বিবরনী ও রায় গুলো পাওয়া যায়।
এটি এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ইন্টারনেটভিত্তিক আইন বিষয়ক পুর্নাঙ্গ ওয়েব সাইট।
আমরা আমাদের সর্বোচ্চ্য চেস্টা করেছি এটা তৈরি করতে এবং নিভূল করতে তবু যদি কোন ভূল আপনার চোখে পড়ে তবে আমাদের জানাবেন।
বাংলাদেশের গর্ব হিসেবে এই সাইটটি কে প্রতিস্ঠিত করতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদ

অতিথি লেখক's picture

উদ্যোগ আর বাস্তবায়নের মধ্যে বিরহটা কি নিয়ে চলছে????????

অর্জুন [অতিথি]'s picture

কবিতা সংগ্রহের জন্য এই সাইট টা দেখতে পারেন www.rashal.com/blog/

Nazmul Karim's picture

http://www.clcbd.org/

এখানে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মামলার বিবরনী ও রায় গুলো পাওয়া যায়।
এটি এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ইন্টারনেটভিত্তিক আইন বিষয়ক পুর্নাঙ্গ ওয়েব সাইট।
আমরা আমাদের সর্বোচ্চ্য চেস্টা করেছি এটা তৈরি করতে এবং নিভূল করতে তবু যদি কোন
ভূল আপনার চোখে পড়ে তবে আমাদের জানাবেন।
বাংলাদেশের গর্ব হিসেবে এই সাইটটি কে প্রতিস্ঠিত করতে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি

ধন্যবাদ

lrelufdsez's picture

eqrhxrhxeqqbrdjpxnac, iuzcruhhth

রণদীপম বসু's picture

ডিরেক্টরির কাজটা মনে হয় থেমে আছে !
আমি ব্যক্তিগতভাবে একটা ডিরেক্টরি করে রেখেছি এখানে। নাম দিয়েছি 'লিংকশনারি'। কাজে লাগলেও লাগতে পারে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

KMTipu's picture

আমার একটি ওয়েব সাইট পাঠাগার আছে, সেখান থেকে সংগ্রহ করে আপনার সাইটে ব্যবহার করতে পারেন।
http://ppprubd.blogspot.com
ধন্যবাদ

এবিএম মহসিন's picture

ফিশারীজ বিষয় বাংলা ওয়েবসাইট:
BdFISH Bangla

মুক্তিযোদ্ধা 's picture

উদ্দুগটা মোটামুটি ভাল। এগিয়ে যান। সকলে মিলে সহযোগিতা করুন। বিন্দু বিন্দু বৃষ্টিতে সাগর পূর্ন হয়।

মাসুম's picture

আরও তিনটা ব্লগ এড করতে পারেন

http://www.ontornama.com/

http://www.choturmatrik.com/

muktoblog.net

bashir_ctg's picture

গ্রেট!!! ধন্যবাদ।

কালো কাক's picture

দৌড়াইতে দৌড়াইতে ভুল জায়গায় ল্যান্ড করেছে কবি

কালো কাক's picture

হা হা হা এটা মজার হয়েছে । দৌড় কবিতার কমেন্ট ভুল জায়গায় বসে গেছে। খাইছে

শুভপ্রসাদ's picture

বাংলা ভাষা ও সংস্কৃতির তৃতীয় ভূখণ্ড ভারতের বরাক উপত্যকার ভাষাসংগ্রাম ভূগোল ইতিহাস সাহিত্য সংস্কৃতি ও রাজনীতি বিষয়ক ওয়েবসাইট www.unishemay.org এর ঠিকানা আপনাদের তালিকায় যুক্ত করলে খুবই ভালো হয়। একুশ ও উনিশের মধ্যে সেতুবন্ধনের ক্ষেত্রে এ এক উল্লেখযোগ্য পদক্ষেপ হবে।

তমাল's picture

এখানের অনেক লিংকগুলোই বন্ধ হয়ে গিয়েছে। এগুলোকে আপডেট বা লিস্টটা থেকে বাদ দিয়ে দিলে ভালো হয়। উদাহরণ হিসেবে এই লিংকটা কাজ করছে নাঃ http://banglalive.com/ipatrikaa/ipatrikaahome.asp

আরো কিছু আছে। সেগুলোকে বাদ দিয়ে বা আপডেট করে দিলে ভালো হয়।

আবদুল্লাহ আল মাহমুদ's picture

http://zero2inf.com/

জিরো টু ইনফিনিটি
একটি মাসিক বিজ্ঞান সাময়িকী।

প্রিতম বসু's picture

bigganschool.org
বিজ্ঞান স্কুল
একটি বাংলা বিজ্ঞান ব্লগ সাইট, পছন্দ হলে আপনার তালিকায় যুক্ত করতে পারেন।।।।।। লইজ্জা লাগে লইজ্জা লাগে

জুনায়েদ আহমেদ জুনাইদ's picture

lekhboporbo.com

themecheap.net

jogbiyog.com

ইমন রেজা's picture

এই তালিকাটার আপডেট দেখার প্রত্যাশা করছি।

অতিথি লেখক's picture

বাংলা ব্লগ ক্যাটাগরিতে নাগরিক ব্লগের নাম নেই!

অতিথি লেখক's picture

আমি অনেক দিন ধরে এমনই একটি তালিকা খুঁজছিলাম। ধন্যবাদ লেখকে।

এফ রহমান।

bonhdu mahal's picture

লিস্টটা পেয়ে খুশি হলাম , কিন্তু islamicnews24.net এর নাম নেই ।

MuNnA's picture

ব্লগের তালিকায় আরো ২ টা নাম যুক্ত হবেঃ
বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ - লেখাপড়া বিডি
বিশ্বের প্রথম ক্রিকেট বিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ সাইট - ক্রিকটিউনস

শিক্ষানবিস's picture

এখানে বাংলাপিডিয়া যোগ করা উচিত। মূল সাইটটা এবং সম্প্রতি মিডিয়াউইকি দিয়ে নতুন সাইটটা, দুইটাই:
http://www.banglapedia.org
http://bn.banglapedia.org

অতিথি লেখক's picture

যেকোনো স্থান থেকে কোনো প্রকার সফটওয়্যার ও এ্যাপস ছাড়াই বাংলা লেখার ওয়েবসাইট https://www.avro.im এটাও যোগ করে রাখতে পারেন। সাদাখাতা এবং অভ্র ইনপুট মেথড প্রায় একই হলেও সাদাখাতার চাইতে অভ্র আই এম একটু বেশি ভাললাগে। সাদাখাতাও এ্যাড করা যায়। sadakhata.com এগুলা কোনোটাই ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং ওপেনসোর্স। হাসি
আব্দুল মুহাইমিন - অতিথি লেখক - muhaymin

Munju's picture

আপনার কালেকশন খুব সুন্দর। এখান থেকে অনেকে উপকৃত হবে। অনেক অনেক ধন্যবাদ।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.