লিখুন বই নিয়ে

সন্দেশ's picture
Submitted by sondesh on Fri, 28/12/2018 - 5:40pm
Categories:

প্রিয় সচল, অতিথি লেখক, ও পাঠকবৃন্দ,

২০১৮ সালে পড়া বইগুলো নিয়ে নতুন বছরে আপনাদের ভাবনা বাকিদের সাথে ভাগ করে নিন নতুন সব লেখায়। নতুন যে সব বই আপনাকে চমকে দিয়েছে, ভাবিয়েছে, আবেগগ্রস্ত করেছে, সেগুলোর সাথে সচলায়তনের পাঠকদের পরিচয় করিয়ে দিন। স্বল্পপ্রচারিত লেখক, যাঁর লেখার সাথে আরো অনেকের পরিচয় ঘটা উচিত বলে আপনি মনে করেন, আপনার কলমে তাঁর অবয়ব আমাদের সামনে তুলে ধরুন। কথা বলুন এমন সব প্রচ্ছদ নিয়ে, যেগুলো আপনাকে চমৎকৃত করেছে। সজ্জা ও অলংকরণের গুণে যেসব বই আরো আদরণীয় হয়ে উঠেছে আপনার চোখে, লিখুন সেসব নিয়েও। সম্ভব হলে বই নিয়ে আঁকুন ছবি, তুলুন আলোকচিত্র, কাদা-কাঠ-পাথর যে কোনো মাধ্যমে ফুটিয়ে তুলুন আপনার হৃদয় স্পর্শ করেছে, এমন কোনো বই থেকে ছেঁকে তোলা দৃশ্য। লিখুন গান, তাতে সুর দিন, কণ্ঠে ঢেলে নিয়ে আমাদের কানপাত্র উছলে তুলুন। বই নিয়ে হোক অত্যল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, হোক তুমুল তর্ক-বিতর্ক, এক বইয়ের পাতার ঝাপটায় ছড়িয়ে পড়ুক আরেক বইয়ের জন্মের সম্ভাবনা।

সচলায়তনে নতুন বছর শুরু হোক সদ্যবিগত বছরের বইগুলোর দৃশ্যে-স্পর্শে-শব্দে-ঘ্রাণে-স্বাদে।

সবাইকে আগাম ধন্যবাদ।


পোস্টারশিল্পী: গ্র্যান্ট স্নাইডার, ইনসিডেন্টালকমিকসডটকম


Comments

আয়নামতি's picture

সন্দেশের সাঁকো নাড়ানিতে আশকারা পাইয়া গত বছর পড়া একখানা বইয়ের পাঠ প্রতিক্রিয়া দেবো আজকে। বইটা পড়ে যতটা মুগ্ধ হবার, তারচে বেশি ক্ষুব্ধ ব্যথিত হইছি। ভালোলাগা, আনন্দ পাওয়ার পাশাপাশি বিপরীত অনুভূতিগুলো নিয়েও তো লেখা যেতে পারে- ঠিক না! এ বছরটা সবার দারুণ কাটুক। সচল পরিবারের সবার জন্য শুভকামনা। হাসি

সাক্ষী সত্যানন্দ's picture

আশা করি, আগামী মাসে...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.