রাজাকার বধাবলী - ১৯

স্বপ্নাহত's picture
Submitted by lonelycloud on Wed, 29/07/2015 - 11:17am
Categories:

ফকা বলে সাকা রে
ডিসিশন পাকা রে!
রায়ে ভুল নেই কোন
দাঁড়ি, কমা, আকারে!

সাকা বলে ফকা রে
আমি বড় বোকা রে!
কত আশা করেছিনু
খেয়ে গেছি ধোঁকা রে!

গিকা বলে সাকা রে
মাথাখানি ঝাকা রে!
দ্যাখ ঠিকই যাবো বেঁচে
দুই ব্রাদা'ফাকারে!

সাকা বলে গিকা রে
ছবি টাঙা ফ্লিকারে!
মুক্তির দাবী নিয়ে
মার শুধু চিকা রে!

ফকা সাকা গিকা রে
কে যে কয় কী কারে!
শুনে হাসে মিটিমিটি
মাননীয় স্পীকারে!


Comments

স্যাম's picture

মিজান, পিষে ফ্যালো জয় বাংলা

তাহসিন রেজা's picture

জয় বাংলা

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

স্পর্শ's picture

গুল্লি উত্তম জাঝা!


ইচ্ছার আগুনে জ্বলছি...

সজল's picture

গুল্লি

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

সো's picture

দেঁতো হাসি

তিথীডোর's picture

গুল্লি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

মিজান, পিষে ফ্যালো

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক's picture

মিজান, পিষে ফ্যালো গুল্লি

-উদ্দেশ্যহীন

অতিথি লেখক's picture

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি হো হো হো

দেবদ্যুতি

শাব্দিক's picture

চলুক চলুক চলুক
গুল্লি

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

প্রোফেসর হিজিবিজবিজ's picture

দুর্দান্ত!!

____________________________

হিমু's picture

গুরু গুরু

নজমুল আলবাব's picture
মিষ্টার জিরো's picture

আহারে আহারে

কল্যাণ's picture

ইয়েস বাঘ মামা, ইয়েস!!!

_______________
আমার নামের মধ্যে ১৩

টিউলিপ's picture

গুরু গুরু

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

অতিথি লেখক's picture

অনেক দিন পর আবার মচমচে ছড়া! গোগ্রাসেই গিলতে হল, স্বপ্নাহত ভাই!

Quote:
কত আশা করেছিনু
খেয়ে গেছি ধোঁকা রে!

কোথায় ওআইসির মহাসচিব হয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াবে, তা না, বরং শেষমেষ যে কূলে তরী ভিড়িয়েছিল, তারাও কোন উচ্চবাচ্য করছে না!

Quote:
দ্যাখ ঠিকই যাবো বেঁচে
দুই ব্রাদা'ফাকারে!

সর্বাধিক জটিল!

রাজাকার বধের পদ্য চলুক!
।।।।।।।।।।।।।।
অনিত্র

সাক্ষী সত্যানন্দ's picture

মিজান, পিষে ফ্যালো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

রকিবুল ইসলাম কমল's picture

মাননীয় স্পিকার, তাহলে সাকাচৌ কি আবারও চো_না হয়ে গেল?
চিন্তিত

রানা মেহের's picture

এই ফাজিল দুদিন পরপর এইসব জিনিস নিয়ে আসে
আর হাসিতে ৩২টা দাঁত বের হয়ে যায়। দেঁতো হাসি

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

এক লহমা's picture

গুরু গুরু

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অনিকেত's picture

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অতন্দ্র প্রহরী's picture

চলুক

গৌতম হালদার's picture

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.