ণূড়া তুষাঁড় দিচ্ছে ডাক, নাস্তিক ঈদে রোস্ট না খাক !

সুজন চৌধুরী's picture
Submitted by sujan on Tue, 29/07/2014 - 4:47am
Categories:

আজ ঈদ। মদিনার ঘরে ঘরে আনন্দ। বাতাসে আতর গোলাপের সুগন্ধ। পথের ধারে দাঁড়িয়ে একটি নাস্তিক কাঁদছে। জিজ্ঞাসা করতেই সে বললো, ণূড়ায় কইছে আইজকা আমি রোস্ট খাইবার পারুম না।


Comments

টিউলিপ's picture

লা জবাব সুজন্দা!

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

চরম উদাস's picture

হো হো হো

সত্যপীর's picture

হ রীতিমত তাকবির দিয়ে পালন্নাকর্লে ঈদ করা নূরাহুজুরের নিষেধাছে শয়তানী হাসি

..................................................................
#Banshibir.

টিউলিপ's picture

ইয়ে মানে মেয়েদের ক্ষেত্রে তাহলে বিধান কী? দেশে তো জানি মেয়েরা ঈদের জামাতে যায় না।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সত্যপীর's picture

কথা হইল তাকবির দিয়া ফিতর আদায় করতেছেন কিনা। বাকিটা নূরাহুজুররে জিগান আমি এটুকই বুচ্ছি।

..................................................................
#Banshibir.

কৌস্তুভ's picture

ইস্কিন শট দিয়ে রাখা ভাল, মানীরা বলেছেন পোমান ছাড়া কথা বলতে নেই।

এক লহমা's picture

ইস্কিন শট দিয়ে রাখাটা খুব ভাল হৈছে! হো হো হো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

মন মাঝি's picture

এইডা কোন ণূড়া? ছবি দেখে তো আমি বাংলাদেশের যে মিডিয়াধন্য বদ্যিবাবুর কথা ভাবছি তার মত লাগছে না। উনি এত শুক্‌না-পটকা না! একই নামের অন্য কেউ নাকি? চিন্তিত

****************************************

হিমু's picture

কতো বড়ো বলদ হলে একটা লোক বলতে পারে, Believers share the same God.

সত্যপীর's picture

ভায়ে ভায়ে এত স্নেহ কোথা গেলে পাবে কেহ।

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ's picture

আমাগো না জানায়া গডের ভাগাভাগি হৈয়া গেল? অ্যাঁ
শেয়ার বাজারে এইবার হালাল শেয়ার না আইসা পড়ে! চিন্তিত

ফ্যাম্পায়ারগিরি করতে করতে উনি বোধহয় শেয়ার ছাড়া কিছু ভাবতেই পারেন না। চোখ টিপি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ত্রিমাত্রিক কবি's picture

পরের চিপায় পইড়া আগেরটা ডিলিট মাইরা এইটা দিছে

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক's picture

এটা অপেক্ষাকৃত নিরাপদ স্ট্যান্স হাততালি যদিও মূল বক্তব্য আগের মতই।

--সুবীর

হাসিব's picture

ণূড়ার বুদ্ধি কম্পিউটারের চাইতেও প্রখর।

মরুদ্যান's picture

ওরে ফ‌্যাম্পায়ার ইন এ‌্যকশন শয়তানী হাসি

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

অতিথি লেখক's picture

আল্লামা তুষারকে তেতুল বাবার হেফাজতে ইসলামে নওয়াবে আমীর হিসেবে নিয়োগ দেওয়া হোক হো হো হো

মাসুদ সজীব

অতিথি লেখক's picture

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

তুষার(নাকি ষাঁড়) বলেছেন

Quote:
Believers share the same GOD

অ্যাঁ
নতুন জাকির নায়েকের আবির্ভাব শুনতে পাইতেছি। জোকার নায়েকও ডাক্তার আর তুষার সাহেবও ডাক্তার। শুভেচ্ছা অনুষ্ঠান করে লোক হাসানোর তামিলও নেয়া আছে।

এগিয়ে যাও তুষার ভাই ,
পিস টিভির রেহাই নাই। বাঘের বাচ্চা

-----------------------------
আশফাক(অধম)

এক লহমা's picture

ফাটাফাটি হৈচ্চে! শয়তানী হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সুবোধ অবোধ's picture
রকিবুল ইসলাম কমল's picture

চলুক

হাসিব's picture

নাস্তিকদের দাঁত ভেঙ্গে দেয়া হোক, যাতে তারা সেমাই খেতে না পারে!

ত্রিমাত্রিক কবি's picture

সুজন্দা আপনে অদ্ভুত!

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

হিমু's picture

মহীন পর্যন্ত ঘুম থেকে উঠে এসে একটা গান নামায় ফেলছে।

রকিবুল ইসলাম কমল's picture

হা হা হা হা হা হা! গুল্লি

মিজান, পিষে ফ্যালো

ল্যাবের মধ্যে হেড ফোনে এই গান শুনে ঠা ঠা কইরা হেসে উঠছি! পিছনে চাইয়া দেখি আমার সুপারভাইজার অবাক চোখে আমার দিকে তাকাইয়া রইছে!!!

এক লহমা's picture

গুল্লি
লাঞ্চে বাড়ি এসে এই গান শুনে গিয়ে বাকি সময়টা মাথার মধ্যে গানটা ঘুরপাক খেতে থাকল! পারেনও আপনি! হো হো হো

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সুবোধ অবোধ's picture

ঘুমাইতে গেছিল নাকি চা খাইতে?? চিন্তিত
খাইছে

সুবোধ অবোধ's picture

ঘুম থেকে উঠে এসে নাকি চা খাওয়া ফেলে?? চিন্তিত
খাইছে

অতিথি লেখক's picture

শফি বলে, নাস্তিকরা এই দেশে থাকতে পারবে না!
ড্রোনমাস্টার তুষার বলে, নাস্তিকরা ঈদ পালন করতে পারবে না!

এটিএন বাংলার নায়েবে আমীর আল্লামা মাহফুজুর রহমান ঘোষনা করছেন, এটিএন ইসলামী টিভি চালু হবে!
ইনশাল্লাহ সেখানে ড্রোনমাস্টার ণূড়াকে ইসলামী সাওয়াল জবাবের হোস্ট করা হবে।
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
-সুষুপ্ত পাঠক

রিসালাত বারী's picture

ণূঢ়া তুষাড় একটি বিনোদনমূলক ফেনোমেনা। সে দুইটা স্ট্যাটাস দিয়ে পাবলিকের চাপ খেয়ে সেগুলা ডিলিট মেরে ভাব ধরে যে, "আমি কিন্তু আমার বক্তব্যে অবিচল"। বক্তব্যে অবিচল হইলে স্ট্যাটাস ডিলিট মারলি ক্যান? ড্রোন সংক্রান্ত স্ট্যাটাসটাও সে ডিলিট মারছিল। পরে আবার স্ট্যাটাস দিয়া কয় যে বক্তব্য থেকে সরে আসে নাই। সে হর-হামেশাই স্ট্যাটাস দিয়া সেই চাপ সহ্য করতে না পাইরা ডিলিট মারে। এরপর আবার একটা সাপোর্টিং স্ট্যাটাস মারে। অপার বিনোদনের ভান্ডার।

শেহাব's picture

তুষার তো দেখি মহাগাধা!

সাক্ষী সত্যানন্দ's picture

গড়াগড়ি দিয়া হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

হিমু's picture

আরেকটা ণূঢ়াসঙ্গীত নেমে গেলো:

এক লহমা's picture

দেঁতো হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক's picture

গানগুলো শুনে আব্বু আম্মু সবাই মিলে অনেক হাসলাম হো হো হো

ফাহিমা দিলশাদ

মন মাঝি's picture

একাত্তর টেলিভিশন চ্যানেল মনে হয় সোশাল মিডিয়ার বিতর্কগুলি বেশ ক্লোজলি অনুসরন করে। মাঝে মধ্যেই টিভিতে তুলে আনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, সরাসরি বা আকারে-ইঙ্গিতে। এইমুহূর্তে "একাত্তর সংযোগ" টকশোর রিপিট ব্রডকাস্টটা দেখছি (২৯ তারিখের রাত ৮টার মূল শো-টার)। এই পর্বে থ্রি স্টুজেস - ক্যাচেলর হারুকী, বদ্যিমামু তুষাঁড় আর পাগ্লা মাকসুদ ঠাকুর আমাদের বিনোদনে হাজির। বলাই বাহুল্য, যথারীতি সোশাল মিডিয়াকে বেশ একহাত নিলেন বদ্যিমামু। এখানে কেউ কাউকে সম্মান করে না বলে তার সেকি রাগ! ঈদের রাতে ভালই এন্টারটেনমেন্ট হল। দেঁতো হাসি

****************************************

হিমু's picture

এই ভিডিও দেখার উপায় কী? বহুদিন থ্রি স্টুজেস দেখি না। ঘোলের স্বাদ দুধে মেটানো যাবে মনে হচ্ছে।

সাক্ষী সত্যানন্দ's picture

হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মন মাঝি's picture

নেটে কোথায় পাওয়া যাবে ঠিক জানি না। এইখানে একাত্তর টিভি লাইভ পেতে পারেন (অফিশিয়াল) - http://www.ekattor.tv/LiveTv.php । বাংলাদেশ সময় ৩০ জুলাই (আজ) আর কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ ভোর ৪-৫-৬টার দিকে, বা নিদেনপক্ষে ৪টা থেকে সকাল ৯-১০টার মধ্যে "একাত্তর সংযোগ" আরেকবার রিপিট হবে মনে হয়। পুরো নিশ্চিত না। রিপিট হলে পাবেন এখানে। তাছাড়া এই আর্কাইভেও নজর রাখতে পারেন (পরে কোন সময় ওরা আপ্লোড করলেও করতে পারে, নাও পারে) - https://www.facebook.com/media/set/?set=vb.332656306807004&type=2 । এছাড়া প্রিয়.কমেও মাঝেমধ্যে একাত্তর সংযোগ-এর কিছু কিছু ধারণকৃত পর্ব থাকে মনে হয়।

একাত্তরের ওয়েবসাইট - http://www.ekattor.tv/ (আপডেট করা হয় বলে মনে হয় না!)
ফেইসবুক - https://www.facebook.com/ekattor.tv
লাইভ ভায়া জাগোবিডি - http://www.jagobd.com/ekattortv.html

****************************************

মন মাঝি's picture

এই মুহূর্তে লাইভের সাইটে দেখেন। তনা ম্যাডাম হাজির। হাসি

****************************************

মেঘলা মানুষ's picture

তার মনে হয় পারভেইচ্চার* মত তওবা করে বল খেলা‌ ফেসবুক ছাড়ার সময় চলে এসেছে।

শুভেচ্ছা হাসি

*পারভেইচ্চাকে চিনতে হলে উদাসদার কোন এক পোস্টের, "পারভেইচ্চারেএএএ, বল খেলা‌ডা তওবা কইরা ছাড়" নামের গান শুনতে হবে।

এক লহমা's picture

ওঃ পারভেইচ্চা! অসাধারণ ছিল! এইখানে চরম উদাসের লিঙ্কটা।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

ধ্রুব আলম's picture

নতুন বক্তব্য প্রসব করেছেন একটু আগে।

মুস্তাফিজ's picture

মিজান, পিষে ফ্যালো

...........................
Every Picture Tells a Story

ধ্রুব আলম's picture

স্ট্রাইকস এগেন!

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.