নতুন ধাঁচের সুসংবাদ

হিমু's picture
Submitted by himu on Tue, 18/09/2007 - 2:57am
Categories:

নিউ জার্সির কীন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আরিফ ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিলেন। সে সময়ে ডিজিটাল গল্পকথন শীর্ষক একটি কনফারেন্সে তিনি তাঁর নিজের ডিজিটাল গল্পটি উপস্থাপন করেন যা অনেকের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়। আরিফের ডিজিটাল গল্পটি ছিলো ১৯৭১ সালে বাংলাদেশে ঘটে যাওয়া ইতিহাসের নৃশংসতম মানবহত্যা নিয়ে।

আরিফের ডিজিটাল গল্পটি দেখে তাঁর সাথে যোগাযোগ করেন কীন বিশ্ববিদ্যালয়ের হলোকাস্ট অ্যান্ড জেনোসাইড স্টাডিজ বিভাগের এককালীন সভাপতি বার্নার্ড ভাইনশ্টাইন। তিনি এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে আরো জানতে নিজের আগ্রহ প্রকাশ করেন। আরিফ তাঁকে কিছু গুরুত্বপূর্ণ দলিল ও সামান্য কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেন।

প্রাথমিক সে সব উপকরণ দেখে শোকস্তব্ধ ভাইনশ্টাইন সিদ্ধান্ত নিয়েছেন, ১৯৭১ এর এই হত্যাযজ্ঞের ওপর একটি কোর্স তিনি কীন বিশ্ববিদ্যালয়ে চালু করবেন। সম্ভবত এটি হবে পৃথিবীতে প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে আমাদের একাত্তরের হত্যাযজ্ঞ নিয়ে পূর্ণাঙ্গ স্নাতকোত্তর কোর্স।

আমরা গান গাই, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। কিন্তু নিজের দেশের ইতিহাসের এত বড় একটা ঘটনাকে নিজেদের পাঠ্যসূচীতে সুশিক্ষার ব্যবস্থা করতে পারি না, রাজাকারআলবদরশিয়ালকুকুর এসে তা নোংরা করে রেখে যায়, ভাইনশ্টাইনেরা কয়েকটা দলিল আর কিছু ভিডিও ফুটেজ দেখে চোখ মুছে একটা মাস্টার্স কোর্স শুরু করার উদ্যোগ নেয় অন্য দেশে, অন্য সমাজে, অন্য বিশ্ববিদ্যালয়ে।

হায়।


Comments

দ্রোহী's picture

অসাধারণ সুখবর। শুনেই ভালো লাগছে, আবার খারাপও লাগছে আমাদের দেশের অবস্থা ভেবে।


কি মাঝি? ডরাইলা?

মুহম্মদ জুবায়ের's picture

আমরা কম কীসে? এসব ভোলানোর ব্যবস্থা তো আমাদের ক্ষমতাবানরা করে যাচ্ছে নিরন্তর!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ইশতিয়াক রউফ's picture

আসলেই সুখবর।

হযবরল's picture

খবরটা দেবার জন্য ব্লগে ঢুকে দেখি হিমু বেল্লিক আমার আগেই দিয়ে দিয়েছে। নচ্ছার।
যাউক গা, কোর্সের প্যামফ্লেট দিলাম।

auto

আড্ডাবাজ's picture

সবাই অনেক কিছু দিল। ঠিকাছে আমি লিংকটা দিয়ে দিই: সেমিনার অন জেনোসাইড। হিমু আর হযবরলকে ধন্যবাদ।

অমিত's picture

ভাইনশ্টাইন !!! হুমম নিশছই ইসলাম বিদ্বেষী, ইহুদিদের দালাল, আই মিন খোদ ইহুদি। গোলমালের সময় নিয়ে কোর্স খোলার কি আছে !!!

______ ____________________
suspended animation...

এস এম মাহবুব মুর্শেদ's picture

বাহ দারুন দারুন!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক's picture

ভালো লাগল।

সুমন চৌধুরী's picture

হুম
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মাশীদ's picture

বাহ্‍!
জটিল সুসংবাদ!
ডাংকে বেটা ডাংকে!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

আনোয়ার সাদাত শিমুল's picture

গর্ব করার মতো খবর।

আমার ধারণা - নিউ জেনারেশনের রাজাকারআলবদরশিয়ালকুকুররা ইতিহাস নিয়ে ঘাঁটাঘাটি করছে, কারণ - তত্বের ঝলকে ম্যানিপুলেশনই ওদের অ্যাসাইনমেন্ট ও লক্ষ্য।

হিমু's picture

এ প্রসঙ্গে সচলদের কাছ থেকে আরো আলোচনা আশা করছি।


হাঁটুপানির জলদস্যু

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.