লোকটা চলে গেল--

অনিকেত's picture
Submitted by Aah on Wed, 24/05/2017 - 9:09pm
Categories:

এই বার লোকটা সত্যিই নির্বাসনে গেল
এই বার লোকটা এত দূরেই চলে গেল যে
তোমাদের কারো কোন ডাক আর তার কাছে পৌঁছাবে না
তোমাদের আর কোন আকুল প্রার্থনায়,
অথবা কোন কঠোর তপস্যায়
সে আর মুখ ফেরাবে না ।
এতদিন হয়ত অভিমান করেছিল,
চোখের পাপড়িতে তুষারের মত জমে ছিল অনন্ত বিষাদ
আজ সে কপাল থেকে
এলোমেলো চুলের মতন সরিয়ে দিয়েছে তোমাদের নাম
আমাদের নাম
দেশ ছেড়ে এসেছিল অনেক আগে
আজ সকল মহাদেশ আর চাঁদটাও পেরিয়ে গেল।
এবার সে সত্যিই নির্বাসনে গেল--

ভাল থাকবেন সন্ন্যাসী'দা
হয়ত অন্য কোন ভুবনে্র সংসারে
সংসারী না হোক, শুকসারী বেশেই দেখা হয়ে যাবে আমাদের সবার।


Comments

রোমেল চৌধুরী's picture

বিদায়, সন্ন্যাসী! এবার হয়ত সন্ন্যাসবৃতের জুটবে অফুরন্ত অবসর!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সত্যপীর's picture

ছোট্ট গোল রুটি। চলছি গুটি গুটি। গমের ধামা চেঁছে, ময়দার টিন মুছে। ময়ান দিয়ে ঠেসে, ঘি দিয়ে ভেজে। জুড়োতে দিল যেই, পালিয়ে এলাম সেই।

বিদায়, সন্ন্যাসী।

..................................................................
#Banshibir.

মুস্তাফিজ's picture

বিদায় সন্ন্যাসী'দা

...........................
Every Picture Tells a Story

আয়নামতি's picture

বিদায় সন্ন্যাসী ভাই!

এক লহমা's picture

শ্রদ্ধা

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সোহেল ইমাম's picture

শ্রদ্ধা

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

তিথীডোর's picture

বিদায় সন্ন্যাসী'দা...
শ্রদ্ধা

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

বোকা মেঘ's picture

শ্রদ্ধা

অতন্দ্র প্রহরী's picture

...

দেবদ্যুতি's picture

শ্রদ্ধা

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.