যদু মামু, মডু মামু

সুজন চৌধুরী's picture
Submitted by sujan on Mon, 18/04/2011 - 1:47am
Categories:

Pater and Child
বন্যেরা বনে সুন্দর, শিশুরা পিতৃক্রোড়ে !
নাম আরো ছিলো .... মদন এ্যান্ড চাইল্ড (madonna and child)
নামের দোষ আমার না ঐটা সচলে শুদ্ধ বানানের পথিকৃৎ বেগম রোকেয়া নাস্তারানের দেয়া।
হেহেহহেহেহেহে........!


Comments

যাযাবর ব্যাকপ্যাকার (দৌড়ের উপ্রে)'s picture

হাসি

নাশতারান's picture

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

সুজন চৌধুরী's picture

হেহেহে ..... ডড়াও খেরে!!! ?

এস এম মাহবুব মুর্শেদ's picture

মাইর দিমু তোমারে মিয়া! দেঁতো হাসি

নাশতারান's picture

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অনার্য সঙ্গীত's picture

গুল্লি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অপছন্দনীয়'s picture

গড়াগড়ি দিয়া হাসি

বেগম 'রোকেয়া নাস্তারান' টা আবার কে? হাঁসাপাপু, চেয়ারের নিচে পালাচ্ছেন কেন - ওটা কি আপনি?

আব্দুর রহমান's picture

খুব সুন্দর।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

আয়নামতি1's picture

পিতাপুত্রের পরিচয় জানিনা যদিও, কিন্তু ক্যারিকেচারটা দারুণ হইছে চলুক

ধ্রুব বর্ণন's picture

ঝাক্কাস! ফাডাইলাইছেন।

এস এম মাহবুব মুর্শেদ's picture

মিয়া!!! দেঁতো হাসি খেইস হইব, খেইস!

পাগল মন's picture

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
সুজন্দা রকস...

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

নজমুল আলবাব's picture

ফাটায়া লাইছেরে

শুভাশীষ দাশ's picture

ছোড মামুর চুল সাদা কেনু?

এস এম মাহবুব মুর্শেদ's picture

কেনু কেনু কেনু? জবাব চাই দিতি হবি।

ইশতিয়াক রউফ's picture

বড় মামুর যন্ত্রণায় অতিষ্ট হয়ে ছোটো মামুর চুল সাদা হয়ে গেছে... দেঁতো হাসি

ইশতিয়াক রউফ's picture

ছবি দুইটা দারুণ, সুজন্দা... মডু মামুকে দেখতে পুরা ডার্থ ভেডারের মতো লাগছে... দেঁতো হাসি

সংসপ্তক's picture

হাহাহাহাহাহাহা!!!!! প্রভূখন্ড!!

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

ষষ্ঠ পাণ্ডব's picture

আচ্ছা সুজন্দা, যদু মামুর বয়স কতো? আমার আশি ভাগের একভাগও তো না। তাইলে আমার ক্যারিকেচার না কইরা হ্যারটা করলেন ক্যান? এতে কি order of precedence লঙ্ঘিত হৈলো না? খাড়ান, আপ্নার নামে জেলা দায়রা জজের আদালতে একটা মোকদ্দমা ঠুকতে হৈবো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

এস এম মাহবুব মুর্শেদ's picture

একেই বলে পোনাহিংসা!

রোমেল চৌধুরী's picture

অসাধারণ স্কেচ। মোনালিসার অনির্বচনীয় ভঙ্গিমা হাসি নাকি বিষাদ তা যেমন বুঝতে বিভ্রম হয়, তেমনি এই স্কেচে কে পোলা আর কে বাপ সেটিও বুঝতে বিভ্রম হয়। আর এখানেই স্কেচের অসাধারাণত্ব চোখ টিপি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

গৌতম's picture

সাদাকালো ও নির্বাকের বদলে রঙিন ও সবাক চিত্রের দাবি জানায়া গ্লাম।

বরাবরের মতোই দুর্দান্ত!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জি.এম.তানিম's picture

দাড়ুনৈছে!

আমাট্টা কো?

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দ্রোহী's picture

গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

বড় হয়ে সুজন চৌধুরি হমুই হমু!

সবুজ পাহাড়ের রাজা.'s picture

জোস.....

অমিত's picture

মদন অ্যান্ড চাইল্ড, নামটা কিন্তু সিরাম, ক্যারিকেচারটাওয়াও হাসি

এস এম মাহবুব মুর্শেদ's picture

এহহ্! তোমার নাম দিতে হবে মদন টুক টুক। তারপর বুঝবা কেমন লাগে। হাসি

আনোয়ার সাদাত শিমুল's picture

জব্বর...

ধৈবত(অতিথি)'s picture

পিচ্চিটা কি মা.মু ভাই নাকি? কিন্তু ওনার সব চুল পাকা কেন? ওনার চুল তো থাকবে- যৌবন ঝঞ্ঝার তোড়ে কালোকেশীর মত দিঘল কালো। চিন্তিত

প্রকৃতিপ্রেমিক's picture

ছোটবেলার সেই গল্পটার কথা মনে পড়ল-- একটা বনে ছিল তিনটা ভাল্লুক, বাবা ভাল্লুক, মা ভাল্লুক আর তাদের বাচ্চা ভাল্লুক। হে হে হে..

এস এম মাহবুব মুর্শেদ's picture

মিয়া!!!

সুজনদা আমারে পচায় ভুত করলেন। মনে রাইখেন কিন্তু কইলাম। দেঁতো হাসি

প্রকৃতিপ্রেমিক's picture

পচাইলাম কই চোখ টিপি

Golam Mostofa's picture

আপনার তুলিতে যাদু আছে!!

অকুতোভয় বিপ্লবী's picture

আহা ! কী সৌন্দর্য !! হাসি
সুজন্দা যথারীতি ফাডায়ালছেন দেঁতো হাসি

এইরাম যদি আঁক্তারতাম ! :-<

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

অকুতোভয় বিপ্লবী's picture

তবে হ্যাঁ, যদু মামু কিন্তু আসলেই একটা মাস্টারপিস ! হাসি

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

সুরঞ্জনা's picture

অসাধারণ অসাধারণ অসাধারণ দাদা!!!!
হ্যাটস অফ!!
গুল্লি

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

কৌস্তুভ's picture

ভাবছিলাম বলি, যে ছবি চরম হয়েছে, ক্যাপশনও, কিন্তু মডু মামুর ভয়ে চেপে গেলাম... দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

দুর্দান্তিস... ম্রাত্মক হইছে

______________________________________
পথই আমার পথের আড়াল

দময়ন্তী's picture

গড়াগড়ি দিয়া হাসি

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.