অনাহুত

মাহবুব লীলেন's picture
Submitted by leelen on Fri, 22/10/2010 - 7:43pm
Categories:

ট্রেন ছেড়ে গেলে একটা টিকিট দেখিয়ে রেললাইনকে বলি- যাও তাকে পিছু এসে আমাকে নিয়ে যেতে বলো। শরীরে রোদ টেনে রেললাইন ঝিলিক দিয়ে হাসে- ট্রেন পিছু আসে না বাপু। ট্রেন শুধু ফিরে আসতে জানে। কিন্তু তখন তোমাকে অন্য টিকিট কাটতে হবে; অন্য তারিখের- অন্য সময়ের- অন্য সিটের- এমনকি হয়ত অন্য কোনো কামরার। তবে তুমি ইচ্ছা করলে তোমার গন্তব্য একই রাখতে পারো যদি তখনও তোমার মনে হয় যার কাছে যাবে সে একই জায়গায় তোমার জন্য বসে থাকতে পারে...

 

ট্রেনের শব্দ মিলিয়ে গেলে কাউন্টারে ফিরে এসে টিকিট বিক্রেতাকে বলি- এ টিকিট বদলে আমাকে অন্য ট্রেনের টিকিট দাও যে ট্রেন আমি আসার আগে কখনও প্লাটফর্ম ছেড়ে যায় না। টিকিট বিক্রেতা চশমা ঘষে টিকিটি উল্টেপাল্টে দেখে- ট্রেন ছেড়ে গেলে টিকিটের মূল্য শূন্যের কোঠায় নেমে আসে তাই শূন্যমূল্যের বিনিমিয়ে আমরা ছেড়ে না যাওয়া ট্রেনের মূল্যবান টিকিট দিতে অপারগ জনাব। আর জনাব; আমাদের নিয়মে শুধু যাত্রীদেরই বলার নিয়ম আছে ট্রেন ছেড়ে যাবার আগে স্টেশনে পৌঁছাতে; ট্রেনকে আমরা বলতে পারি না সব যাত্রী নিয়ে যাবার কথা...

 

আমার কিনে রাখা সিট হয়ত শূন্য হয়ত বা কোনো টিকিটবিহীন যাত্রীকে দিয়ে ট্রেনটা কতদূর গেলো দেখার জন্য রেললাইনে কান পেতে ট্রেনের শব্দ অনুমান করার জন্য নুয়ে পড়লে ফেলে দেয়া টিকিট হাতে পিঠে টোকা দিয়ে পুষ্পিতা আমাকে ফেরান- টিকিটটা পকেটে রেখে দাও। দুহাজার বছর পরে তুমি এই অব্যবহৃত টিকিট নিলামে তুলে শুক্রবারিবাজার থেকে অন্তর্গলি যাবার একটি নিজস্ব রেললাইনসহ গোটা একটা ট্রেন কিনে ফেলতে পারবে। যে ট্রেন হয়ত তোমাকে দেখেই মেলাবে তার শুভযাত্রার সময়...

২০১০.১০.২২ শুক্রবার


Comments

সাইফ তাহসিন's picture

প্রথমে মনে করছিলাম আপনে এইকাল আর ঐকালের মাঝের ট্রেন স্টেশনে খারায় আছেন, পরে বুঝলাম না, এখনো এই পারেই আছেন, অনেকদিন পর আপনার লেখা পড়লাম। ধাক্কা দিয়া ঘুম ভাঙ্গাইলো কেডা?

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

মাহবুব লীলেন's picture

ট্রেন স্টেশন না। খাড়াইয়া আছি রেল লাইনের ফাঁকে

০২

Quote:

ধাক্কা দিয়া ঘুম ভাঙ্গাইলো কেডা?

ধাক্কা না। কামড় দিয়া ঘুম ভাঙাইল মশা

সাইফ তাহসিন's picture

ট্রেন লাইনে খাড়াইলে কইলাম ২টা অসুবিধা, এক লম্বরে ট্রেন আপনারে ধাক্কা দিতাম পারে। আর ২লম্বর হাঁটতে হাঁটতে যদি কোন ক্রসিংএ আইসা পড়েন (যেমন মগবাজার বা খিলগাঁও রেলক্রসিং) তাইলে বাস ধাক্কা দিবার পারে। তয় ১ লম্বরের লাইগা আবার ঐ জুকটা খাটে। এক ব্যাডায় সুইসাইড খাইবার গেছে, লগে টিফিন কেরিয়ারে খাওন লইয়া গেছে, আরেক ব্যাডা হেরে দেইখা কয়, কিরে, মরবি যখন, খাওন লইয়া আইছস ক্যালা, ঐ ব্যাডায় কয়, আরে মরতে আইছি বইলা কি খিদায় কষ্ট পামু নাকি? বাংলাদেশে ট্রেনের টাইমের কুনু ঠিক আছে?

আর মশা জিন্দাবাদ, মশার কামড়ে ঘুম ভাঙ্গব জানলে ভাবীরে কইতাম ৫-১০ টা মশা আপনার মশারীতে ঢুকায়া দিতে, তাইলে লেখাটা অনেক আগেই পাইতাম দেঁতো হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

অতিথি লেখক's picture

আপনার লেখা পড়ি আর হিংসাই।
কবে এরকম লিখতে পারবো, কবে?

---আশফাক আহমেদ

মাহবুব লীলেন's picture

যেদিন লেখালেখি ভুলে যাবেন। সেদিন

এস এম মাহবুব মুর্শেদ's picture

জোস্!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন's picture

হয়

ধুসর গোধূলি's picture

আপনার লেখা পড়লে লীলেন্দা, মাথাটা ঝিম মাইরা থাকে। সামনেও যায় না, পিছেও না। ডাইনেও না, বামেও না। একটা পেরেশানি আরকি!

সেদিন খোনাখান্তা ঝাড়াঝাড়ি করতে গিয়া দেখলাম প্রায় ছয় বছর আগের ট্রেনের টিকেটও আছে আমার জিম্মায়। ব্যাপারটা নিয়া আমি বড়ই চিন্তিত। চিন্তিত



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

মাহবুব লীলেন's picture

মাথা সামনে পেছনে ডাইনে বামে না গেলে তো আপনে পুরা একটা রেল লাইন

বাউলিয়ানা's picture

নীলকান্ত's picture

পুষ্পিতা.........


অলস সময়

মাহবুব লীলেন's picture

আমিন's picture

ফেলে দেয়া টিকিট হাতে পিঠে টোকা দিয়ে পুষ্পিতা আমাকে ফেরান-

চমৎকার দৃশ্য কল্প!

আপনারে উনি ললিপপ বুঝাইতেছেন, হাসি দুই হাজার পর আপনি হয়তো কোনো না কোনো ভাবে থাকবেন, কিন্তু রেল লাইন হয়তো থাকবে না। লেখা যথারিতী হয়েছে

-আমিন

মাহবুব লীলেন's picture

দু হাজার বছর পর রেল লাইন থাকবে না বলেই তো রেলটিকিট নিলামে বিক্রি করার সুবিধা

আমিন's picture

হ। তাইতো!

আবারো প্রমাণ হলো আপনার লেখা পড়তে গেলেও পুরোটা আদায় করে নেয়। এখানে তাড়াহুড়োর কোনো সুযোগ থাকে না

খেকশিয়াল's picture

নমস্কার লীলেনদা

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মাহবুব লীলেন's picture

নমস্কার

স্পর্শ's picture

১)
অসাধারণ! এমন লেখা বার বার ফিরে এসে পড়া যায়।

২)
প্রথম প্যারাতেই কিন্তু পুরোটা হয়ে গেছে। চিন্তিত


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

মাহবুব লীলেন's picture

Quote:
প্রথম প্যারাতেই কিন্তু পুরোটা হয়ে গেছে।

আমারও তাই ধারণা
দেখি। পরের অংশ কাইট্টা দিমুনে

দ্রোহী's picture

লীলেন্দা আপনে কী খান?


কাকস্য পরিবেদনা

মাহবুব লীলেন's picture

খাইতে তো সবই চাই কিন্তু শেষ পর্যন্ত কপালে জোটে খালি ধুগোর প্রেসক্রিপশন

সুলতানা পারভীন শিমুল's picture

অনেকদিন পর এই লেখাটা অনেক বেশি ভাল্লাগলো।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মাহবুব লীলেন's picture

ধন্যবাদ ভালো লাগার জন্য

সুহান রিজওয়ান's picture

চমৎকার। ...

_________________________________________

সেরিওজা

মাহবুব লীলেন's picture

আইচ্ছা

রানা মেহের's picture

লীলেন ভাই
আমি লেখার কিছু বুঝলাম না কেন?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মাহবুব লীলেন's picture

সফল মানুষদের এইখানে বোঝার কিছু নাই

দুষ্ট বালিকা's picture

অনেকদিন পর!

তব্দা খাওয়ার অনুভূতি ঝালাই করলাম! হাসি

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মাহবুব লীলেন's picture

বেশি তব্দা ভালু না

অতিথি লেখক's picture

লীলেন ভাই, লেখাটা খুব ভালো লেগেছে তা বিশ্লেষণ নিষ্প্রয়োজন।

পুরোনো প্রায় সবকিছুই তো দারুন। পুরোনো লুঙ্গি পরতে আরাম, পুরোনো কাঁথা গায়ে দিতে আরাম, পুরোনো চামড়ার ঢোল-তবলা ভালো বাজে, পুরোনো কর্মচারি অতি বিশ্বাসী, ইত্যাদি।

পুরোনে ঘি দামে ভারী আর পুরোনো মদও বেশি দামি, আর পুরোনো গাড়ির আভিজাত্যের কথা আর কি'ই বা বলি।

ইউরোপে যখন অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছিলো তখন অনেকেই পুরোনো ট্রেনের টিকেট, লন্ড্রির স্লিপ, গ্রোসারি বিল, ইত্যাদি দাখিল করা শুরু করেছিলো তারা কত পুরোনো অভিবাসী তা প্রমাণের জন্যে। কাজও হতো তাতে।

সে হিসেবে দু'হাজার বছরের পুরোনো ট্রেনের টিকেট তো ............... নিজেই একটা ইতিহাস। আয়ু যেন ততোটা হয়।

রাতঃস্মরণীয়

মাহবুব লীলেন's picture

Quote:
আয়ু যেন ততোটা হয়।

হইব না মানে?
আমি কি আয়ু ভিক্ষা কইরা খাই যে টানাটানি কর্তে হইব?

মাহবুব রানা's picture

'অসাধারন', শুধু এইটুকু বলার জন্যই লগইন করলাম।

মাহবুব লীলেন's picture

ধন্যবাদ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

স্যালুট
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন's picture

স্যালুট

শুভাশীষ দাশ's picture

লীলেন্দা যে জীবিত মনেই আছিল না। দেঁতো হাসি

---------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

মাহবুব লীলেন's picture

চিন্তার কারণ নাই
শোকবার্তা লেখাই আছে
মরার আগে পোস্টাইয়া যাব

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.