দ্বীপবাসী দিন ৫

ফারুক হাসান's picture
Submitted by faha on Wed, 01/10/2008 - 11:30pm
Categories:

প্রথমত ব্যস্ত থাকি ইদানিং, দ্বিতীয়ত ব্লগাব্লগির ব্যাডপ্যাচ চলছে, তৃতীয়ত মন খারাপ, ইত্যাদি ইত্যাদি নিয়ে এইসব-দিন-রাত্রি। মাথার মধ্যে মৌমাছির মত ভনভন করে এক বা একাধিক ব্লগ, কিন্তু লিখি না, কত কিছুই তো এ জগতে হবার কথা থাকে কিন্তু হয় না আর। তার চেয়ে বরং এই ভালো, একটা ফালতু প্যারা লিখে ছেড়ে দেই কীবোর্ড, তারপর ডুবে যাই রাত্রির গভীর নিস্তব্ধতার ধ্যানে ... মৌনতাই হোক প্রেম, শোক, স্তব্ধ ভালোবাসা। বিষাদের সাথে হোক আরোহণ, নীল রঙ্গনের মত কিছু কথার গুচ্ছ থাকুক ঘোমটার ওপারে মেঘেদের দেশ হয়ে, সুখী হই মাঝে মাঝে কথাদেরকেও খুন করতে পারি জেনে।


Comments

জুলিয়ান সিদ্দিকী's picture

সুখী হই মাঝে মাঝে কথাদেরকেও খুন করতে পারি জেনে।

- লক্ষণ ভালো তো না। পরে না ইচ্ছে জাগে স্বপ্নদের খুন করার। চিন্তিত
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ফারুক হাসান's picture

পরে না ইচ্ছে জাগে স্বপ্নদের খুন করার।

ফারুক হাসান's picture

তারপর, মার্গারিটা খাইতে স্বাদ হয় হাসি

ফারুক হাসান's picture

Quote:
স্বাদ বাকি রাখতে নাই..
গুরু গুরু

দেবোত্তম দাশ's picture

কি কি বাকি রাখতে হয় ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

ফারুক হাসান's picture

চিন্তিত
মনে হয়, লীলেন ভাই ভালো বলতে পারবে।
@ লীলেন ভাই: SOS

মাহবুব লীলেন's picture

এসওএস গ্রহণ করা যাচেছ না বলে দুঃখিত
সিগন্যালের নয়েজ ক্লিয়ারিংয়ে আমরা ব্যস্ত
অবস্থার উন্নতি হলে আপনার সাথে যোগাযোগ করা হবে

(ততক্ষণ পর্যন্ত নিজ দায়িত্বে বেঁচে থাকুন)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

মার্গারিটা ভালো না...
আঙ্গুর ফল টক...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী's picture

Quote:
সুখী হই মাঝে মাঝে কথাদেরকেও খুন করতে পারি জেনে।

সচল পুলিশ যখন এসে হাতকড়া পড়াবে হাতে, তখনো কি 'সুখী' বোধ করবেন? চোখ টিপি

ফারুক হাসান's picture

আজ ঈদ, মদীনার ঘরে ঘরে আনন্দ। ঈদ উপলক্ষ্যে স্পেশাল কনসেশনে আবার হাতকড়া খুলে দেবে। মুহাহা।

রণদীপম বসু's picture

প্রহরী ঠিকই ধরে ফেলেছে। কথাদেরকে খুন করার দায়ে তীব্র প্রতিবাদ জানানো হলো। শীঘ্র এর প্রতিকার চাই।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ফারুক হাসান's picture

সারছে

তানবীরা's picture

মাথার মধ্যে মৌমাছির মত ভনভন করে এক বা একাধিক ব্লগ, কিন্তু লিখি না, কত কিছুই তো এ জগতে হবার কথা থাকে কিন্তু হয় না আর।
এই ভাবনা তাহলে শুধু আমার একার না।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ফারুক হাসান's picture

আপনারও একই অবস্থা?

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.