"কয়েকজন" মানে কি !?

অনার্য সঙ্গীত's picture
Submitted by Anarjo Sangeet on Tue, 15/12/2009 - 2:54am
Categories:

‍‍‌‌"১৯৭১ সালের এই দিনে, স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ঠিক প্রাক্কালে, বেছে বেছে বাংলাদেশের কয়েকজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।"

বদ্দা'র (সুমন চৌধুরী) একটা লেখা থেকে সংগ্রামের সম্পাদকীয় পাতার লিঙ্কটি পেলাম। পাকজারজ অনেক কিছুই বলেছে। আমরা বোধহয় সভ্য হতে গিয়ে তাদের যা ইচ্ছা বলার অধিকার দিয়েছি। সবকিছু নিয়েই শোরগোল হোক।

আমি কেবল জানতে চাই "কয়েকজন" মানে কি ?! চার-পাঁচ জন?

শুওরের বাচ্চা আবুল আসাদ কি গুনতে জানেনা !?


Comments

অনার্য সঙ্গীত's picture

প্রিয় মডু, লেখায় "সংগ্রাম" বানাটি একটু ঠিক করে দেবেন? আগাম ধন্যবাদ দিয়ে রাখলাম। হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সাইফ তাহসিন's picture

গুনতে জানে, শুধু টাকা আর ...
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সাবিহ ওমর's picture

হ্যাহ, দোষ খালি আমার হুজুরের...

প্রকৃতিপ্রেমিক's picture

দেখেন এত বছর পরও এরা নত হয়না রেগে টং

নুরুজ্জামান মানিক's picture

শুয়রের বাচ্চাদের ভাষ্য তো এমনই হবে -এতে ক্ষুব্ধ হবার অবকাশ আছে কিন্তু বিস্ময়ের কিছুই নেই ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রায়হান আবীর's picture

এইসব পাকমন পেয়ারুরে লাইনে দাঁড় করায়ে থু মারতে পারলে খুব ভালো লাগতো

অবাঞ্ছিত's picture

হিমু ভাই বলেছেন -

"ছ্যাড়ছ্যাড় করে মুতে দেই ওদের আলোচনার মুখে।"

....

.. সেই সাথে

ছ্যাড়ছ্যাড় করে মুতে দেই ওদের পত্রিকা ও তার আর্টিকেলের মুখে।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

অনুপম ত্রিবেদি's picture

এরা তো এমন করবেই। যেই পাকি আব্বুদের রক্ত ঐ শুয়রের বাচ্চা আবুল আসাদের শরীরে প্রবাহিত সেই পাকিদের পক্ষেই তো শালার পো সাফাই গাইবে। আমার খটকা লাগলো অন্য জায়গায়। শালা বেজন্মাটা গোয়া মারা যুক্তি নিয়ে আসছে ইতিহাস বদল করতে। এবার চলুন প্রথম আলো'র ১৪ ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত জনাব মাফিদুল হকের লেখা 'বুদ্ধিজীবী হত্যা: পাকিস্তানি জবান' থেকে কিছু লাইন পড়ি -

"যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের কারণ অনুসন্ধানের জন্য গঠিত হামুদুর রহমান কমিশন প্রতিবেদন থেকে স্পষ্ট হয়ে ওঠে ৯ অথবা ১০ ডিসেম্বর জেনারেল নিয়াজি, মেজর জেনারেল রাও ফরমান আলী এবং ১৪ ডিভিশনের প্রধান মেজর জেনারেল জামশেদ বুদ্ধিজীবী প্রসঙ্গ নিয়ে বিশেষ সভা করেছিলেন। এই সভার কথা স্বীকার করেও সবাই যাঁর যাঁর সাফাই গেয়েছেন। কমিশনের ভাষ্য অনুযায়ী ফরমান আলীর বক্তব্য ছিল এমন: 'সন্ধ্যার সময় তিনি ফোন পান ঢাকা বিভাগের উপসামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জামশেদের কাছ থেকে এবং তিনি পিলখানায় তাঁর হেডকোয়ার্টারে আসতে বলেন। সেখানে পৌঁছে তিনি দেখতে পান, বিপুলসংখ্যক গাড়ি দাঁড় করানো আছে। মেজর জেনারেল জামশেদ তখন গাড়িতে উঠছিলেন এবং তিনি মেজর জেনারেল ফরমান আলীকে গাড়িতে উঠতে বলেন। তাঁরা উভয়ে মিলে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারে জেনারেল নিয়াজির সঙ্গে দেখা করতে যান। পথে ফরমান আলীকে জামশেদ জানান যে তাঁরা কিছু লোককে গ্রেপ্তারের কথা ভাবছেন। ফরমান আলী এর বিপক্ষে মত দেন। লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির দপ্তরে গিয়েও ফরমান আলী একই মত পুনরায় ব্যক্ত করেন। তখন লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ও মেজর জেনারেল জামশেদ উভয়ে চুপ করে ছিলেন।’
মেজর জেনারেল ফরমান আলীর এই ভাষ্য থেকে স্বীকারোক্তি মেলে বুদ্ধিজীবীদের আটক করবার জন্য গাড়ি প্রস্তুত ছিল এবং গ্রেপ্তারের সিদ্ধান্তও গৃহীত হয়েছিল। অনুমান করা যায়, যেসব গাড়ি প্রস্তুত ছিল তা বেসামরিক যান, আর তাই পিলখানার ভেতর এসব গাড়ি ফরমানের বিশেষভাবে নজরে পড়েছিল। গ্রেপ্তারের সিদ্ধান্ত যখন হয়েছে, এর অর্থ একটি তালিকাও নিশ্চয় তৈরি হয়েছিল। এই তালিকা প্রসঙ্গে যে প্রশ্ন হামুদুর রহমান কমিশন করেনি, তা হলো, কেন মেজর জেনারেল ফরমান আলীর ডেস্ক ক্যালেন্ডারে বুদ্ধিজীবীদের নাম তাঁর নিজের হাতে লেখা ছিল। বোঝা যায় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্তি ছিল রাও ফরমান আলী ও মেজর জেনারেল জামশেদের। উল্লেখ্য, রাজাকার বাহিনী গঠিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে অর্ডিন্যান্স জারি করে এবং বেসামরিক প্রশাসন এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। অন্যদিকে ঘাতক আল-বদর বাহিনী গঠন করা হয়েছিল রাজনৈতিক নেতৃত্ব দ্বারা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ছিলেন গভর্নর নয়, গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী। বুদ্ধিজীবী হত্যার জন্য তিনি নিয়োগ করেছিলেন ফ্যাসিস্টদের স্টর্ম ট্রুপার বা এসএস বাহিনীর মতো রাজনৈতিক দীক্ষাপ্রাপ্ত ইসলামী ছাত্রসংঘের পরীক্ষিত নেতাদের। আর এই কাজের লজিস্টিক সমর্থন প্রদান করেন মেজর জেনারেল জামশেদ। বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের জন্য তাই প্রত্যক্ষভাবে দায়ী ইস্টার্ন কম্যান্ডের নেতৃবর্গ এবং তাদের এ-দেশীয় দোসর ইসলামী ছাত্রসংঘের নেতৃত্ব।"

ঐ শুয়রের বাচ্চা কি অর আব্বুগো দেয়া জবানবন্দিও পাল্টানোর ধান্দা করতেছে??? শালারা কত্ত খারাপ, নিজের সুবিধার জন্য পাকি আব্বুদের কথারও ধার ধারতেছেনা।

একেই বলে জামাত-শিবির !!!!!!!!!!!!

==================================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

সাইফ তাহসিন's picture

চলুক
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

জুয়েইরিযাহ মউ's picture

এইসব বরাহনন্দনদের সংখ্যা ভয়াবহভাবে বাড়ছে।
আমরা কিছুই করতে পারছিনা।
জামাত-শিবির নতুন প্রজন্মের মধ্যে তাদের ছানাপিনাদের সংখ্যা বাড়াচ্ছে ক্রমশ।
ইতরশ্রেণী একবারেই অনেক বাচ্চা প্রসব করে।

-------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

এনকিদু's picture

Quote:
জামাত-শিবির নতুন প্রজন্মের মধ্যে তাদের ছানাপিনাদের সংখ্যা বাড়াচ্ছে ক্রমশ।

আর আমরা কেন ছানাপোনা জন্মদেয়া বাদ দিয়ে বসে আছি ? যৌনরোগের ভয়ে ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

অনার্য সঙ্গীত's picture

নারে, আমাগো সবাই তো পুরুষ না। যারা পুরুষ তাদের কষ্ট হয়...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সংসপ্তক's picture

এদেরকে মত প্রকাশের স্বাধীনতা দেয়া কি খুবই জরুরী?

যুদ্ধাপরাধের প্রতিশোধ : এই এক ব্যাপারে ইযরাইলের কাছ থেকে শেখার অনেক কিছু আছে।
.........
আমাদের দূর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

তিথীডোর's picture

"কয়েকজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।"

কেবল জানতে চাই "কয়েকজন" মানে কি ?! চার-পাঁচ জন?

নির্বাক.................

--------------------------------------------------
"সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ভণ্ড_মানব's picture

আবুল আসাদের পেছন দিয়ে সংগ্রাম রোল কইরা ভরতে পারলে ভালো লাগতো।

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.