Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

উর্দিবাণী - ০২

সংসারে এক সন্ন্যাসী's picture
Submitted by real-nowhere-man on Tue, 05/05/2009 - 2:28am
Categories:

হিমুর ব্লাডি কৌতুকমালা থেকে অনুপ্রাণিত।

রুশ ভাষায় সামরিক কৌতুকের জনপ্রিয় একটি ধারা থেকে সংগৃহীত কিছু বাক্যের অনুবাদ-সংকলন এই সিরিজ। বাক্যগুলো সামরিক মুখগহ্বর নিঃসৃত বলে প্রচলিত ধারণাটি সঠিক কি না, নিশ্চিত নই।


১১.
সামরিক বাহিনীতে সবাই স্বেচ্ছাসেবক হতে বাধ্য।


১২.
কর্নেল স্যারের নির্দেশ অনুযায়ী আগামী সোমবার থেকে শীতকাল শুরু হবে।


১৩.
যুদ্ধের সময় গুলি ফুরিয়ে গেলেও গুলি চালিয়ে যেতে হবে শত্রুপক্ষকে “কনফিউজ” করতে।


১৪.
আমার পদবী – মেজর ইভানভ।


১৫.
জলদি জলদি রাস্তা থেকে বরফ পরিষ্কার করো। দেখছো না, গলে যাচ্ছে!


১৬.
সামরিক বাহিনীর অনেক ব্যাপার-স্যাপার অর্থহীন বটে, তবে সেগুলো সঠিক।


১৭.
আবার তোমার গালে খোঁচা-খোঁচা দাড়ি? হঠাৎ এখন যদি যুদ্ধ শুরু হয়? তুমি এই অবস্থায় যুদ্ধে যাবে?


১৮.
“এক” বলার সাথে সাথে মাটি থেকে লাফ দিয়ে ওপরে উঠবে। “দুই” বললে নামবে।


১৯.
যে-কোনও বিষয়ে থাকতে পারে দু’টি মতামত: একটি ভুল, দ্বিতীয়টি আমার।


২০.
তোমাদেরকে মাথা দেয়া হয়েছে চিন্তা করার জন্যে নয়, “ইয়েস, স্যার” বলার জন্যে।


Comments

প্রকৃতিপ্রেমিক's picture

১৮ নাম্বারটা গুল্লি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

এইগুলা বান্ধায়া রাখতে হইবো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

প্রথম মাল্যবান's picture

সন্ন্যাসীদাদা, আপনার "সোভিয়েতস্কি কৌতুকভ" থেকে কিছু ছাড়ুন নাG

নজমুল আলবাব's picture

Quote:
৩ | নজরুল ইসলাম | মঙ্গল, ২০০৯-০৫-০৫ ০৪:১৭

এইগুলা বান্ধায়া রাখতে হইবো

এইটাই ঠিক কমেন্ট।

কোনটা রেখে কোনটার কথা বলবো?

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

নুরুজ্জামান মানিক's picture

১২, ১৭,১৮,১৯,২০ নং

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নীড় সন্ধানী's picture

‍‌

Quote:
“এক” বলার সাথে সাথে মাটি থেকে লাফ দিয়ে ওপরে উঠবে। “দুই” বললে নামবে।

পেটে খিল ধরে গেল এইটা পড়ে

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সিরাত's picture

হা: হা:। দারুন!!

অতন্দ্র প্রহরী's picture

সবগুলাই খুব মজারু দেঁতো হাসি

মামুন হক's picture

ভাই বিলাই কেম্নে দেয়? আমি হাজার খানেক দিতে চাইছিলাম রাস্তা পাইলাম না। বিলাই লইয়া লন সন্ন্যাসীদা।

রেনেট's picture

ওরেরেরেরে......
আজকের সবগুলোই চরম!!!!!
সন্ন্যাসীদা রেগুলার এরকম চমৎকার জিনিস ছাড়েন কোত্থেকে অ্যাঁ
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

লুৎফুল আরেফীন's picture

(বিলাই)

কঠ্ঠিন হইছে রে ভাই!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

রেনেট's picture

আপ্নের বিলাই আসে নাই হো হো হো
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা's picture

গড়াগড়ি দিয়া হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা's picture

হাসতে হাসতে পেট ফাটার জোগাড়!

ওরে বিলাই গুলি চালা !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সাইফুল আকবর খান's picture

হাসতে হাসতে পেট ফাটলো তো বটে!
তাড়াতাড়ি পরের কিস্তি দেন, পেটটা জোড়া লাগাই! চোখ টিপি
আর, বান্ধায়াও রাখতে হৈবো এইগুলা, আসোলেই।
বেশি জট্টিল! হা ঈশ্বর!!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

বিপ্লব রহমান's picture

ওরে!.... হো হো হো


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হাসিব জামান's picture

মজাক মজাক হাসি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

রানা মেহের's picture

চরম
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল's picture

সবগুলা সেইরম। গুল্লি

সবজান্তা's picture

খারাপ হয়ে থাকা মেজাজটা কিছুটা ঠিক হলো...


অলমিতি বিস্তারেণ

রায়হান আবীর's picture

auto

পান্থ রহমান রেজা's picture

সবগুলাই দুর্দান্ত হইছে।

দময়ন্তী's picture

আমার এক বন্ধু মিলিটারিতে আছে৷ দায়িত্ব নিয়ে ওকে এই সিরিজের লিঙ্ক ফরোয়ার্ড করে দেবো৷ হাসি
---------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আলাভোলা's picture

এই পোস্টে সন্ন্যাসীজী একটা কমেন্টেরও জবাব দেন নাই। খুবই আনলাইকলি।

সন্ন্যাসীজী, আপনি কোথায় ?

অন্তু [অতিথি]'s picture

মজা লাগলো। আগের গুলো কোথায় পাওয়া যাবে?

...অসমাপ্ত [অতিথি]'s picture

Quote:
যে-কোনও বিষয়ে থাকতে পারে দু’টি মতামত: একটি ভুল, দ্বিতীয়টি আমার।

দেঁতো হাসি

বর্ষা's picture

অসাধারণ... নমস্য।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

বাপ্পীহা‌য়াত's picture

মাসুদ ভাইরে মিস্করি মন খারাপ

রকিবুল ইসলাম কমল's picture

দারুণ। এত মজার রম্য বহুদিন পড়ি নাই।

আপনার লেখা এখন আর দেখিনা কেন?

হাসিব's picture

রিয়াল নোহয়ার ম্যান নোহয়ারে চলে গেলেন!

মন মাঝি's picture

?

****************************************

হাসিব's picture

একটু আগে জানলাম উনি আমাদের মাঝে নেই। ম্যাসিভ হার্ট এ্যাটাক। ইউক্রেনে।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.