হাজিরা খাতায় আগন্তুক ঈদ...

কাজী আফসিন শিরাজী's picture
Submitted by nuhinkas [Guest] on Sun, 20/09/2009 - 8:13pm
Categories:

পকেটের আরামী খুপরীতে মোবাইলখানা নড়ে চড়ে উঠল, বুঝলাম কেউ একজন মোবাইল হাতে নিয়ে ওপাশে অপেক্ষায় আছে। মোবাইল স্ক্রীনে কোন নম্বর নেই। কানের কাছে ধরে বললাম - “হ্যালো”...

ম্যাটেরিয়ালিস্টিক সময়ের ঈদের নতুন সংযোজন “অপেন হাউস”। ক্যানবেরার বাঙ্গালীরা ওয়েবসাইটে ঈদের দিন(বা ঈদের তিন দিনের মধ্যে) তাদের বাসায় বেড়াতে আসার জন্য নির্দিষ্ট দুই ঘন্টা সময় দিয়ে দেন। একেক পরিবার সুবিধাজনক দুই ঘন্টা বেছে নেন। শুধুমাত্র ঐ সময় সবাই তাদের বাসায় বেড়াতে যান। এর ফলে কেউ কারো বাসায় গিয়ে না পেয়ে ফেরত আসেন না। সবাই নিজেদের বাসায় মাত্র দুই ঘন্টা থাকেন আর বাকি সময়টা লিস্ট ধরে বিভিন্ন বাড়ি ঘুরে বেড়ান।

কলিকালের এই ঈদে কেবল চকচকে মুখোশের ইমোটিকনে “স্মাইলিং ফেইস” দেখি, বাড়ি বাড়ি গিয়ে এটা সেটা খাই, একে ওকে তাকে দেখি। এইতো আমার এক আত্মীয়র বাসার দেয়ালে দেখি একটা প্রজাপতির ছবি- উরু পেতে আছে মৃদু আলোতে, সঙ্খ নীল বিষাদময় জোছনার আলো লেপে আছে প্রজাপতির বর্ণিল ডানায়, ছবিটার পাশে দাঁড়িয়ে কিছু মানুষ হো হো করে হাসছে, ছবিটাতে প্রজাপতিটাতো হাসছে না! এই তো ছবির নিয়ম, প্রাণবন্ত কাচা রংগুলো একদিন ছবির কারাগারে আটকে যায় স্থির ফ্রেমে ভেতর। যেন কারাগার ভেঙ্গেদিলে ওরা আবার চলতে পারবে।

“বাবা কেমন আছ,” ফোনের ওপাশ থেকে আমার মা।

আগের প্যারাতে আর কিছু লিখতে পারলাম না। “আমার মা” শব্দটা কী খুব বেশি ছুঁয়ে দিল নাকি? ঈদের এই অর্পিত আনন্দের কালচারে আমার খোমার ইমোটিকনে আজ শুধু সাগর পাড়ে পড়ে থাকা একটা স্টার ফিশের ছবি, জলের অপেক্ষায় সাগরমুখী স্বপ্নে কাতর। আমিও আজ ফটো ছবির মত আটকে আছি অতীতের একটা স্বীমিত ট্র্যাকে। বায়তুল মুকাররম, নতুন পাঞ্জাবী, ভাইয়ের সাথে গপ সপ, টিভি নাটক, বন্ধু, আড্ডা আর আমার মা- সবই আজ ছবিবন্দি হয়ে আছে খুব প্রিয় অতীতের এপিটাফে...

সকলের ঈদ ভালো কাটুক। শুভ হোক ও সুখে থাকুক যত পরানের পাপেট।


Comments

উদ্ভ্রান্ত পথিক's picture

ঈদের শুভেচ্ছা আপনাকে হাসি
------------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

কাজী আফসিন শিরাজী's picture

আপনাকেও ঈদের শুভেচ্ছা।
____________________
জ্বলছে জলজ মূর্খ ফুল...

দুষ্ট বালিকা's picture

ভাই, তোকে পরের ঈদে পাঞ্জাবী পাঠাবো, মন খারাপ করিস না! হাসি

---------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দ্রোহী's picture

আমি কী "দুষ" কর্লাম?

কাজী আফসিন শিরাজী's picture

আমারে একটা নাল পাঞ্জাবি দিবার হইব কইলাম।
____________________
জ্বলছে জলজ মূর্খ ফুল...

সুহান রিজওয়ান's picture

ঈদের শুভেচ্ছা নুহিন !! ভালো থাকো...
------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

কাজী আফসিন শিরাজী's picture

জলে ভিজছে তোমাদের শহর, সেই বর্ষাস্নাত দিনে তোমাকেও শান্ত ও মায়াবী ঈদের শুভেচ্ছা।
____________________
জ্বলছে জলজ মূর্খ ফুল...

দ্রোহী's picture

কাইন্দেন না বস। একটা টিস্যু ন্যান। চোখটা মুইছ্যা ফালান। বিদেশে একটু-আধটু এইরকম হবেই!

এক বস্তা ঈদের শুভেচ্ছা ন্যান।

কাজী আফসিন শিরাজী's picture

বস্তা ভইরা খালি শুভেচ্ছা দিলে হইবেক? শিমাই কই?
____________________
জ্বলছে জলজ মূর্খ ফুল...

অতন্দ্র প্রহরী's picture

ঈদ মোবারক, নুহিন। ভালো দিন কাটান, মন খারাপ ভাবটা যেন কেটে যায় তাড়াতাড়ি... হাসি

কাজী আফসিন শিরাজী's picture

ঠিক আছে। এক, দুই, তিন...

এইতো তাড়িয়ে দিলাম সব দুঃখ... হাসি

আপনাকেও প্রাচ্যের বাহারি ঈদের শুভেচ্ছা, গার্মেন্টসের মেয়েরা যে দুনিয়ার পাউডার দিয়ে লাল, সাদা, গোলাপী ইত্যাদি রকমারী কাপড় পরে ঘুরে, তাদের কাছে ঈদের যে আনন্দ, সেই আনন্দে আমাদের ভাগ নাই। ওদের হাসি ছড়িয়ে পড়ুক ঢাকার রাস্তায় রাস্তায়...

শুভ হোক! শান্তি।
____________________
জ্বলছে জলজ মূর্খ ফুল...

তানবীরা's picture

ঈদ মুবারাক। বালিকা আমারে একটা ঈদের শাড়ি পাঠাইও, আমারো না মন খ্রাপ।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.