পরীবাগে অঘ্রাজম, গোলযোগ

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Sat, 30/03/2024 - 10:59am
Categories:

পরীবাগ স্থপতি মজলিষ (উরফে পস্থম) হতে কিছুদিন আগে
ফোন দিয়া ডেকেছিল মোরে
স্থপতি বন্ধু মুলফাজ পেন্ডেলবন্দি, বলেছিল, খেলায়েত পস্থমে আয়।
স্বরচিত কবিতা কিসু যা শুনিয়ে। ...টাকা কি বিরিক্ষে ধরে? চা-সমুচা
-চানাচুর পাবি।

খুশি মনে বাছা বাছা বনেদি কবিতা কিছু ফল্ডারে ভরে
চলে যাই পরীবাগে। ছুটকালে একটি স্থপতিনী হাবিবি মম কানে
কানে কয়েছিল, স্থপতির মোন
সহস্র বর্ষের, কবি, সাধনার ধন। তাই আমি সংসারের নানা কষ্ট
অভাব-দারিদ্র্য-ক্ষুধা বিবি-হাবিবির মাইনফিল্ড কচুঘেচু বাদ দিয়া
বেছে লই জলবায়ু বিষয়ে হাইফান্ডা কবিতা কতডি।

মাইক পেয়ে "হাবিবির গ্লোব" কবিতাখানি পড়ি কাশি দিয়া,
"একটি হাবিবি এক কাকডাকা সাঁঝে
চিকেন চাবানি ফেলে ছলছল মুরগির নীড়ের মত চক্ষু মেলে মোরে কন
খেলায়েত বেবি, অঘ্রাজম আগের মত হয় না এখন।
তোমরা কবিরা যারা আছ, বাল ফেলে বান্ডিল বান্ধায় যতি দিয়া, কিছু একটা কর।
এ ধরণী থেকে অঘ্রাজম যদি যায় উঠে
কম্বল-জাম্পার যদি আর কভু রইদে নাহি ফুটে
যদি বেডমিন্টন খেলনের জলবায়ু নাহি থাকে টিকে
সুখশান্তি সবই হবে ফিকে।" ...

এদ্দুর পড়তে না পড়তে একজন মুরুব্বি স্থপতি
ফাল দিয়া চিক্কুরিয়া বলে, থাম থাম। অঘ্রাজম মানে কি বল।
বিরক্ত ও ভীত হয়ে বলি তারে বুঝাইয়া, অঘ্রানের কম্পনকে বলে অঘ্রাজম।
অঘ্রান মাসের শীত অতীতে কেমন ছিল, গ্লোবাল ওয়ারমিঙ্গে বর্তমানে কি বা আছে
ভবিষ্যতে আছে নাকি নাই, এডি লয়ে বিস্তারে বক্তিমা দেই তারে।

কিন্তু তার রাগ নাহি পড়ে। মাটিতে জুতার গোড়া ঠুকে বেটা বলে গরজিয়া,
আষ্টশ টাকা চান্দা দিয়া আজ কবিতা শুনিতে
এলুম অথচ তুমি হাবিবির জলবায়ু প্রভৃতি ফিজুল বিষয়ে
বকিতেছ। আরে বেটা এডাল্ট কবিতা কিছু লিখেছ তো শুনা।
রবীন্দ্রনাথের হাতে শাড়ি-বেলাউজ কিংবা লালন যে আদতে একটি ফালতু বাউল
ইত্যাদি বিষয়ে কি লিখছস, বল।

ভয়ে যেন মম
তিনফুট বাই ছয়ফুট ঝুলবারান্দা দুটির একখানি
ঢুকে পড়ে উপরতলার চৈদ্দ ফুট বাই পন্র ফুট আটিঞ্চি ডাইনীঙ্গ রুমে।
আমতা আমতা করি, তখন এক চেংড়া স্থপতি
রাগের চুডে কাপতে কাপতে কয়,
এই কবি অমর্ত্য সেনের নোবেলে বিশ্বাস করে নির্ঘাত নিশ্চয়।
অমনি যেন ঘূর্ণিঝড়-ভূমিকম্প-জলোচ্ছ্বাস শুরু হয় পরীবাগে
কতিপয় গুণ্ডা স্থপতি ড্রয়িঙ্গের চঙ্গা, ড্রাফটিঙ্গের লাকড়ি আর একটি মডেল টাওয়ার বাগাইয়া
তেড়ে আসে মোর পানে। বন্ধু-কলংক মুলফাজ
নীরবে ঘরের কোণে মবাইল টিপিতে থাকে, সাহায্য না করে।
চা-সমুচা-চানাচুর? থাক না সে কথা!

নানা অঙ্গে কালসিটা লয়ে
ফিরি কবি আপন আলয়ে। নাকে খত দিয়া করি পণ
হাবিবির গ্লোব লয়ে কুন কাব্য আর নাহি করিব রচন।

===========================================

নামঃ খেলায়েত
পেশাঃ কবি


Comments

হাসিব's picture

সমোস্কিতি বিকাশ ঠেকে বিকাশ করুন।

ওডিন's picture

পরিবাগের কথা পড়েই কেনো জানি হাসিব ভাইয়ের কথা মনে হচ্ছিলো

সৈয়দ আখতারুজ্জামান's picture

বাহ! চলুক।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.