স্থানাংক

রায়হান আবীর's picture
Submitted by raihan abir on Mon, 22/08/2022 - 3:15am
Categories:

যখন ব্যস্ত ফুলের দল মুহূর্ত গুণে
চেনা রাস্তায় ঘরে ফিরে
তখন মেরুন সন্ধ্যালোকে
কোলাহলে আড়াল তোর আমার গুঞ্জন

নিয়ন অন্ধকারে মুখোশ খুলে
তোর সুরে চিৎকারে
দৃষ্টির কামনায় মমতার ছন্দ
বাধার অরণ্যে তোর ঘ্রান
একমাত্র নিশ্চিত স্থানাংক

ভাঙনের খবরে ঘুম ভাঙে
অচেনা ঘরে কম্পিত শব্দে
সতন্ত্র সাহসীর ভয়ার্ত চিৎকারে
হঠাৎ খুন হয়েছে
স্বপ্ন মোড়া আমার বিষণ্নতার একমাত্র ঠিকানা

তখন করুণ শূণ্যশোকে
জীবন থমকে নিখোঁজ কুলে
অপেক্ষার প্রহর পেরিয়ে যায়
অক্টোবরের সন্ধ্যায়

সে অন্ধলোক স্তব্ধ তখনও
নেই কোলাহল গোপন গুঞ্জনো
আশাহীন এবার শোনে অবশেষে
চেনা সুরের অপরিচিত মানে।


Comments

Rahman Faruk's picture

খুব সুন্দর লিখছেন। বিশেষ করে “ ভাঙনের খবরে ঘুম ভাঙে, অচেনা ঘরে কম্পিত শব্দ --------- স্বপ্ন মোড়া আমার বিষণ্নতার একমাত্র ঠিকানা” লাইনগুলা আমার খুব ভালো লেগেছে।

রায়হান আবীর's picture

ধন্যবাদ।

স্পর্শ's picture

সুন্দর


ইচ্ছার আগুনে জ্বলছি...

রায়হান আবীর's picture

আপনার কথা অনেক ভাবি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

ওডিন's picture

কলম চলুক, কমরেড।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.