কথাট্রয়

মূর্তালা রামাত's picture
Submitted by murtala31 on Mon, 18/07/2016 - 8:17am
Categories:

কথা কিন্তু কথার নিচে মুখোশ পরা,
মিথ্যা হয়ে লুকিয়ে আছে ট্রয়ের ঘোড়া।

দরজা খুলে আনছো তাকে ভেতর বাড়ি,
মিষ্টি হেসে রাখছো যেন বন্ধু ভারি।

কথার পেটে লুকিয়ে যারা ছদ্মবেশে,
খেলনা হয়ে আত্মহারা তোমায় ঘেঁষে।

একটু পরে রাজপ্রাসাদে কথার সুরে,
চাঁদের মতো যখন তুমি আকাশ জুড়ে-

গুপ্ত খুনি ওই কথারা হঠাৎ এসে,
তোমার জিভে আলতো করে পড়বে বসে।

তখন তুমি নিজের কথা হারিয়ে তাতে,
নগর দেবে নিঃশর্তে তাদের হাতে।

কথা পেলেই তাই ভেবো না, আদর শিশু,
কথা শুধুই কথা নয়তো আরও কিছু!
..............
সিডনি, জুলাই: ২০১৬।


Comments

সোহেল ইমাম's picture

দারুন ভালো লিখেছেন। হাততালি

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

himisir's picture

হ্যা, কথা শুধু কথাই নয় আরো কিছু। স্বর চক্রে রিভিউ যন্ত্র থাকলে ভাল হতো, কী বলছি তা শুনে প্রকাশ করা যেত। এরম হলে নিশ্চয় অনেক বেফাঁস কথাবার্তার হাত থেকে রক্ষে পেতাম আমরা।

অতিথি লেখক's picture

পড়ে ভাল লেগেছে

অতিথি লেখক's picture

কথা পেলেই তাই ভেবো না, আদর শিশু,
কথা শুধুই কথা নয়তো আরও কিছু!
দারুন

ইসফানদিয়র

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.