ট্রয় নগরীতে আজ দুপুরের এক হালি ছবি

তারেক অণু's picture
Submitted by tareqanu on Wed, 22/10/2014 - 9:49pm
Categories:

IMG_6210

অবশেষে ট্রয় নগরীতে পৌঁছানো গেল আজ দুপুরে। সেই ঘোড়াও নেই, সেই হেলেনও নেই! তবুও ট্রয় আছে! ছবিগুলো সবই সহ-সচল বন্দনার ক্যামেরায় তোলা, এমনকি শেষেরটিও যেখানে আমরা দুজনেই উপস্থিত। বাকী গল্প পরে আসিতেছে, সকলকে শুভেচ্ছা।

IMG_6216

IMG_6218

IMG_6226


Comments

সুলতানা সাদিয়া's picture

দারুণ! আপনারা খুব লাকি। সুন্দর সব জায়গা। ভাল থাকুন। ঘুরতে থাকুন। আমরা দেখে চোখ জুড়োই।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

তারেক অণু's picture

শুভেচ্ছা

অতিথি লেখক's picture

গল্পের অপেক্ষায়; ছবিরও।

গোঁসাইবাবু

তারেক অণু's picture
সাক্ষী সত্যানন্দ's picture

কথা-বার্তা নাই খালি কয়ডা নির্জলা ছবি দিয়া কই গেলেন। ইয়ে, মানে...
প্যারিস, থুক্কু, হেলেনের লগে ইটিস পিটিস করেন নাকি? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু's picture
স্বপ্নের ফেরিওয়ালা 's picture

সব জায়গা আপনি একাই ঘুরে ফেললে আমরা যামু কই ওঁয়া ওঁয়া
গল্পের অপেক্ষায় রইলাম পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

তারেক অণু's picture

ঘুরেন, ঘুরেন

নজমুল আলবাব's picture

এইডাতো ফাঁকিবাজি হয়ে গেলো ভ্রাতো।

স্যাম's picture

নাহ! এই লোক হতাশ করবেনা - এটা ইশারা মাত্র হাসি

সাক্ষী সত্যানন্দ's picture

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম সবাই খালি চা-চু খাইতে যায়... মক্সুদ দুনিয়া** ওঁয়া ওঁয়া

[ ** মতিকন্ঠের *া*ুদ দুনিয়া এর সুশীল সংস্করণ চোখ টিপি ]

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু's picture

তারেক অণু's picture

মিয়াঁ ভাই, ভিসুভিয়াস ঘুরে এসে এক ছবির পোস্টে দিছিলেন ২২৫ কমেন্ট! এখন তো ৪ডা দিলাম_

ইয়াসির আরাফাত's picture

আরও আসুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

তারেক অণু's picture
মেঘলা মানুষ's picture

ট্রেলার দেখলাম, সিনেমা তাড়াতাড়ি রিলিজ করুন।

আর, সবাই অণু ভাইয়ের ছবি/লেখার জন্য হাহুতাশ করলেও বন্দনা দিদি কে বলছি: আপনার ক্যামেরাও ছবি ভালো তুলেছে হাসি

তারেক অণু's picture

শান্ত's picture

বিশাল ফাকিবাজী হয়ে গেলো অনু ভাই। সকাল বেলা এই রকম হতাশ করানো মানি না মানবো না।

__________
সুপ্রিয় দেব শান্ত

তারেক অণু's picture

তিষ্ঠ ক্ষণকাল

আব্দুল্লাহ এ.এম.'s picture

চলুক

তারেক অণু's picture
রংতুলি's picture

এই ঘোড়ার ভেতরে কি ছিল, স্যুভেনির ছোট ঘোড়া?

তারেক অণু's picture

ফাকা, ফাপা।

ধুসর গোধূলি's picture

প্রথম ছবিটা দেখে মনে হচ্ছে, কোবি আনু পারেখ ঘোড়াকে সচলায়তন থেকে স্বরচিত কোবতে পড়ে শোনাচ্ছে।

সাক্ষী সত্যানন্দ's picture

গড়াগড়ি দিয়া হাসি কোনটা? ঐ লুঙ্গী-বাঙ্গী কোবতেটা?? হো হো হো

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

তারেক অণু's picture

যার মনে যা !

সাক্ষী সত্যানন্দ's picture

কি বুইলছে গো? ঘোড়ার মধ্যে কারো শালী-সম্বুন্ধী আছিল নাকি? চিন্তিত

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

অনেক অনেক সুন্দর।

দীপংকর চন্দ

আয়নামতি's picture

ট্রয়নগরে কী সচলের নতুন শাখা খোলা হচ্ছে? নাকি দুই সচল দ্বারা উক্ত নগরী দখল করা হইল খাইছে
ঘটমা জান্তে চাই। আসুক গল্প

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.