দাদৈতিহাসিক একটি কমিক স্ট্রিপ, যা শুধু সচলায়তনে প্রকাশিত। দাদৈতিহাসিকের সকল স্বত্ব এর চিত্রকর সুজন চৌধুরী কর্তৃক সংরক্ষিত,এবং সচলায়তন ছাড়া অন্য কোন মাধ্যমে দাদৈতিহাসিকের প্রকাশের জন্য চিত্রকরের অনুমতি অবশ্যপ্রয়োজন।
দাদৈতিহাসিকের প্রতিটি চরিত্র কাল্পনিক, বাস্তব কোন চরিত্রের সাথে সাদৃশ্য নিতান্ত কাকতালীয়, এবং এই সাদৃশ্যের জন্য চিত্রকর, লেখক বা সচলায়তন কর্তৃপক্ষ কোনভাবে দায়ী থাকবেন না।
ধন্যবাদ।
Comments
সহে না দেরী। তাড়াতাড়ি বস।
লে হালুয়া।
_______________________________________
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
এতদিন অপেক্ষায় রাখা ঠিক না। "উগাবুগার কসম, ঠাডা পড়বো, ঠাডা!"
_______ ____________________
suspended animation...
সবুরে জাঝা ফলে। চিত্রকর চরম দৌড়ের উপর থাকেন, ফাঁকেফোকে দাদুদের আঁকেন। আপাতত হপ্তায় একটা দাদুবার থাকবে, পরবর্তীতে সড়গড় হয়ে গেলে হপ্তায় দুটো দাদুবার খোলা হতে পারে, জানিয়েছেন চিত্রকর সুজঞ্চৌ।
হাঁটুপানির জলদস্যু
হাঁটুপানির জলদস্যু
নামাও মিয়া তাড়াতাড়ি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সহে না তর আর!
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
সহে না যাতনা, দাদুর আশায় বসিয়া
মানে না মন আমার কিছুতেই
যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে।
দিন গেল দাদুর পথ চাহিয়া।
__________
কি মাঝি? ডরাইলা?
তাড়াতাড়ি দেখতে চাই ।
Post new comment