ফুটোস্কোপিক গল্প ০৫

হিমু's picture
Submitted by himu on Tue, 01/01/2008 - 10:40pm
Categories:

ফুটোস্কোপিক গল্প হচ্ছে ফুটোস্কোপ দিয়ে দেখা কোন গল্প। সামান্যই দেখা যায়।

১৮ই পৌষ, ১৪১৪
জোড়াসাঁকো, কলিকাতা।

স্নেহভাষনেষু মডারেটর,

অনেক চিন্তাভাবনা করিয়াও মডারেটর শব্দটির বাংলা পরিভাষার সন্ধান না পাইয়া তোমাকে মডারেটর বলিয়াই সম্বোধন করিতেছি।

তুমি এক আশ্চর্য জীব, জন্তু বলিলেও অত্যুক্তি হয় না। আমার রচিত নাটকের প্যারডি করিয়া তোমার এই অলীক সম্মিলনস্থলের নাম রাখিয়াছ সচলায়তন, অথচ আমাকে এই স্থলে সচল করিয়া দু'এক ছত্র লিখিবার সুযোগদানে তোমার এত কার্পণ্য কেন? বহু অকৃতজ্ঞ দেখিয়াছি জীবনে, কিন্তু তোমার মত চর্মকার এই চর্মচক্ষে পড়ে নাই। তোমাকে চশমখোর বলিলে পৃথিবীর তাবৎ চশমখোর আর আমার কচি নাতনিটি, যে কিনা চশমা হস্তগত হইলেই মুখস্থ করিতে থাকে, তাহার অপমান।

অর্ধবর্ষ কাটিয়া গেলো নিবন্ধনের পর, আজও সচল হইবার কোন লক্ষণ দেখিতেছি না। পত্রপাঠ জানাও, আমাকে কি আদৌ সচল করা হইবে, নাকি আমার নাটকখানির নাম লইয়া ফচকেমো করার দায়ে তোমার নামে মোক্তার ডাকিয়া মকদ্দমা রুজু করাইবো।

ইতি
শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর।

১ জানুয়ারি, ২০০৮
কাসেল, জার্মানী

প্রিয় রবীন্দ্রনাথ,

ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানবেন। জোড়াসাঁকোয় কেমন কাটালেন থার্টিফার্স্ট? শুনলাম, অনেক হুল্লোড় হয়েছে। ঢাকায় থাকলে বাটে পড়তেন, পুলিশের জ্বালায় পার্টিটাই মাটি হতো। বৃটিশ নাই, কিন্তু পুলিশ রয়ে গেছে। হায়।

যাই হোক, সচলে আপনি নিবন্ধন করেছেন দেখলাম, কিন্তু আজ পর্যন্ত আপনাকে লিখতে বা মন্তব্য করতে দেখিনি। আশা করি অতিথি লেখক হিসেবে আপনার সুলিখিত পোস্ট আর সুচিন্তিত মন্তব্য দিয়ে সচলে আমাদের পাঠের সময়টুকু আরো আনন্দময় করবেন। অ্যাকাউন্ট guest_writer আর পাসওয়ার্ড guest। ভুলে গেলে অমিয়কে বলুন নোট করে রাখতে। কিছুদিন অতিথি হিসেবে আমাদের সাথে কাটান, একে অন্যের লেখার সাথে পরিচিত হই, তারপর না হয় সচলীকরণ নিয়ে দেখা যাবে। ধৈর্যহারা হবেন না। দুঃখ পেয়ে থাকলে আপনার ব্যথিত চিত্তে আর সান্ত্বনা দিলাম না, আপনি দুঃখকে জয় করুন, এই কামনা করি।

আপনার অন্যান্য নাতনিরা আশা করি ভালো আছে। এমএসএনে আমাকে যোগ করতে বলবেন, আলাপ করে ভাল্লাগবে।

বিনয়কাতরেষু,

ভবদীয়
হিমু।


বিশেষ দ্রষ্টব্যঃ এই গল্পটি সম্পূর্ণই অবাস্তব, দু'টি বাদে সব চরিত্র কাল্পনিক, আর সচলায়তনের সদস্য গ্রহণ পদ্ধতির সাথে এর কোন সম্পর্ক নেই। বছরের প্রথম পোস্টে সবাইকে জানাই শুভেচ্ছা।


Comments

ফারুক হাসান's picture

জট্টিল মজা পাইলাম গুরু...
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

আনোয়ার সাদাত শিমুল's picture

মজা পাইলাম খুব।
এইসব মডুরাম অতিশয় তীক্ষ্ন। কথার তীর ধনুক এফোঁড় থেকে ওফোঁড় করে ফেলে।
হৃদয়ের কথা বলিতে ব্যাকুল - - -

গুল্লি

মুহম্মদ জুবায়ের's picture

ঠাকুরবাবার এই দুর্দশা? সে তুলনায় আমি তো ভালোই আছি দেখি! চোখ টিপি

পুনশ্চ: অতিথি সচল করার পদ্ধতি বাতলানোর তরিকাটা অভিনব। উত্তম হয়েছে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুজন চৌধুরী's picture

জবর
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

প্রকৃতিপ্রেমিক's picture

তাহলে তো বলতেই হয় আমি রবীন্দ্রনাথের চেয়ে বড় রবীন্দ্রনাথ, কারণ আমি সচল হতে পেরেছি হাসি

অথবা উল্টোভাবে বললে.. ... থাক তাতে আমার সচলাবস্থা রোহিত হতে পারে।

বিপ্লব রহমান's picture

জাঝা গল্প ফেঁদেছেন বটে!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুমন চৌধুরী's picture




ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

আড্ডাবাজ's picture

রবি ঠাকুর গতরাত প্রমাদ গুণলেন ব্লগসন্ত্রাসীদের আচরণে। এদের কঠোর বাক্যের খোৎচায় তিনি নড়েচড়ে বসলেন। বাইরে তাকিয়ে অসহায় দৃস্টিতে লেখার কলমটি ছুড়ে ফেলে কী বোর্ডে হাত বুলাতে লাগলেন....

নজমুল আলবাব's picture
সবজান্তা's picture

দেঁতো হাসি

অসাধারণ হয়েছে। ঝি কে মেরে বৌকে শেখানো কিংবা আরো ঠিক ভাবে বললে, রবিকে মেরে অচল কে শেখানোর তরিকাতে বিপ্লব।

হিমু ভাই, আচ্ছা আমরা কি কেও ফুটোস্কপিক গল্প লিখতে পারি ? মানে ইয়ে, আইডিয়া আমার খুব পছন্দ হয়েছে। যদি কপিরাইট সংক্রান্ত কোন ঝামেলা না থাকে, আর আপনি একটু অভয় দেন তো, অধমও একটু লেখার দুঃসাহস দেখাতাম।
----------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

হিমু's picture

কপিরাইট সংক্রান্ত ঝামেলা আছে বৈকি! তবে এরচেয়ে শাণিত কোন ফরম্যাটে আপনার লেখার অপেক্ষায় রইলাম।


হাঁটুপানির জলদস্যু

সৌরভ's picture

আপনার জবাব নেই। গড়াগড়ি দিয়া হাসি
গুরু, এইটা একপাশে স্টিকি করে দেয়া হউক।


আবার লিখবো হয়তো কোন দিন

হিমু's picture

সবাইকে ধন্যবাদ, আর নতুন বছরের আঁটি আঁটি শুভেচ্ছা।


হাঁটুপানির জলদস্যু

farlin's picture

ভালই লাগলো এটা জেনে যে, কবিগুরুও আমার দুঃখের সাথী। ( মজার পোষ্ট ! )

জি.এম.তানিম's picture

চরম বস, চরম।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মানুষ's picture

হতাস হইলাম।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.