না ফেরা

হাসান মোরশেদ's picture
Submitted by hasan_murshed on Wed, 28/11/2007 - 3:33pm
Categories:

যদি আজ রাতে ফিরি না বাড়ী?
খুব কি ব্যাকুল হবে,ভুল করে লুটাবে শাড়ী?
শোকে ও শংকায় চোখের পাতায় আঁকবেনা আলপনা?
তবে তাই হোক-আজ রাতে বাড়ী ফিরবোনা ।

আপিস শেষে যদি না যাই রেঁস্তোরায়?
দৈনিকী কালিঝুলি মাখা ক্লান্ত আড্ডায়?
একটি চায়ের কাপে কি এতটুকু বিষাদ জমবেনা?
তবে তাই হোক-আজ সন্ধ্যায় আড্ডায় ফিরবোনা ।

কাল রাতে নিয়মমতো রমণশেষে তুমি
পাশ ফিরে শুয়েছিলে আর জানালার ওপাশে
আমাকে ডেকেছিলো সে ।
ভুলেছিলাম বহুদিন,আরো বহুদিন দেখা হয়না
আজ তার কাছে যাবো-আজ কোথাও ফিরবোনা ।।

নভেম্বর আটাশ । দুহাজার সাত
সকাল সাড়ে নয় । বিলেতবেলা ।


Comments

শেখ জলিল's picture

হাহাহা!
যেতে চায় সবাই, তবু
না ফিরে উপায় কি?

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

হাসান মোরশেদ's picture

পৌনঃপুনিকতার একঘেয়েমিতে যাওয়াগুলোই একসময় ফেরা হয়ে যায় । নতুন করে যাওয়ার বাসনা জাগে । নিয়মমতো সেই বাসনা ও ফেরার মতো ক্লান্তিকর হয়ে যায় ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুজিব মেহদী's picture

আজ তার কাছে যাবো-আজ কোথাও ফিরবোনা ।।

...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হাসান মোরশেদ's picture

হাসি
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ's picture

এই কবিতাটা আবৃত্তি করব ভাবলাম। সময় হলেই করব।
আচ্ছা কবিরা ডুয়েট আবৃত্তির উপযোগী কবিতা লেখে না কেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হাসান মোরশেদ's picture

আজকালকার কবিদের রোমাঞ্চ কমে গেছে মনে হয় মন খারাপ

'যেতে যেতে পথে পুর্নিমা রাতে চাঁদ উঠেছিলো গগনে'- আচ্ছা কেউ বলতে পারেন, পুর্নিমা রাতে চাঁদ উঠে নাকি চাঁদ উঠার পরই রাত পুর্নিমা হয়?
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল's picture

নদীর থেকে দূরে, পাশে কামিনী কুল গাছ/নদীর জলে ছায়া, তাতে নীরব চোখে মাছ।

হাসান মোরশেদ's picture

বয়স হলো মাছের তাও ঘাই মারেনা মোটেও/পথে নামার পথ কতো গৃহে এসে জোটে
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মৃন্ময় আহমেদ's picture

ফিরতে তো হবেই! আজ হোক কাল হোক। everyone has a given unknown date..

______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নজমুল আলবাব's picture

এইটা কি বই হবে? আমি খালি তোমার বই স্বপ্নে দেখি মামু... এইটা বাস্তব হবেনা?

ভুল সময়ের মর্মাহত বাউল

হাসান মোরশেদ's picture

মামুদের হোক আগে । ভাগ্নেরা তবে সাহস পাই হাসি
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল's picture

আগামী বইমেলায় মামা-ভাগ্নে দু'জনেরই বই চাই।

আমরা তৃষ্ণার্ত পাঠক অধীর অপেক্ষায় আছি।

???'s picture

বাহ! এক্কেবারে তাজা ধোঁয়া-ওঠা কবিতা! ফুঁ দিয়ে দিয়ে খেতে হল রীতিমত!
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

শ্যাজা's picture

ভালো লাগলো...


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

সুবিনয় মুস্তফী's picture

ভাল লাগলো। তৃতীয় প্যারাটা বাস্তবের সাথে বেশী মিলা গেলো।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সুমন চৌধুরী's picture

উত্তম হইছে।

Quote:
যৌবনের প্রেম শেষ প্রবীণের কামে
টাইপ.......



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ঝরাপাতা's picture

আমিও জানতে চাই- বই হবে কবে? প্রিয় লেখক, প্রিয় মানুষের লেখাগুলি কাগজের মোড়েকে, ছাপার অক্ষরে দেখতে বড় বেশি লোভ হয়। সেই সাথে আরো একটা গোপন ইচ্ছে আছে। সেটা প্রাইভেট ম্যাসেজে জানাচ্ছি।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

rini's picture

hai!! sob kichu borobeshi ekgheye ekshomoi..............

হাসান মোরশেদ's picture

অগোচরে জমা হলো ১৪ আনা-খেয়ালই করিনি আগে
দেরীতে হলে ও তাই কৃতজ্ঞতা সকলে ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.