পানপর্ব ও অন্যান্য কবিতা

হাসান মোরশেদ's picture
Submitted by hasan_murshed on Mon, 08/10/2007 - 7:56am
Categories:

আমি ।
আমি নই ।
হয়তো আমিই ।
এইসব গ্রাফীতি । লিখেরাখারাখি । মানে নেই । মানে আছে অথবা নেই ।
কিছু ছিলো । ছিলো না কখনো । কেউ আছে । কেউ কি ছিলো?
নিঃশ্বাস । নিঃশ্বাসের কষ্ট । ফুসফুসে রংগীন হাওয়া । গল্প বলা । লাক্কাতুরা চা বাগান । কুলী বস্তির চুয়াগন্ধ । জ্যোছনা থই থই হাড়িয়া । চল মামা জ্যারিকেন ভরে আরো নিয়ে আসি ।
গ্যালাকাস । । আইরিশ সাগরের তীর । মাঝরাতের পানশালা । দুস শালা । ববি বার্ন্স, মার্গারিটা, টাকিলা । ক্যাবারে জি স্ট্রিং । ঘটেনা কোত্থাও কিছু ।
শুন্য থেকে পুর্ন হয় । পুর্ন থেকে শুন্যে মেলায় । মদের গ্লাস । তৃষ্ণা মেটেনা । ভাল্লাগেনা ।

সময় নষ্ট । নষ্ট সময় ।


Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.