প্রার্থনা

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Tue, 28/10/2008 - 11:53pm
Categories:

স্বদেশের অবনতিশীল অবস্থার প্রেখ্খিতে দূর থেকে শুধু হতাশাই বাড়ে। শান্তনা খুজি প্রার্থনায়, মনে মনে ।

মানুষের হীনচেতা,
তুমিই করেছ হেথা ।
তোমারই সৃজিত যত কালফণীদল,
আনন্দ নন্দনে আনে তীব্র হলাহল ।
জগতের যতকিছু মহাপাপে কলংকিত মানুষের মুখ,
সে তোমারই চুক ।
খমা চাও মানুষের কাছে,
খমা করো দোষ তার যতকিছু আছে।
-খৈয়াম
(অনু-এন, দেব)


Comments

কীর্তিনাশা's picture

হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক's picture

'মানুষ(ও) বানাইয়া, খেলছ যারে লইয়া,
সেই মানুষ(ও) কেমনে গুনাহগার-----------'
তুমিই গুনাহগার, ঠিকই বলছেন।

-অপরাজিতা

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.