মন্তব্যের মন্তাজ-৯

অনিকেত's picture
Submitted by Aah on Thu, 16/10/2008 - 4:47am
Categories:

কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। এর কিছু আপনাদের জানা, কিছু হয়ত অজানা। কিন্তু আমি নিশ্চিত, জানা-অজানা যাই হোক না কেন, নীচের তথ্য কোন ভাবেই স্বস্তিদায়ক নয়ঃ

১) ঠিক এই মুহুর্ত্তে সারা পৃথিবীতে ৮০০ মিলিয়নের বেশি মানুষ অপুষ্টিতে ভুগছে।

২) মার্কিন যুক্তরাষ্ট্র তার বাজেটের ০.১৬% ব্যয় করে গরীব দেশগুলোর উন্নয়নের পেছনে, যেইটা আর সকল উন্নত দেশ কর্তৃক প্রদত্ত অনুদান গুলোর মাঝে দ্বিতীয় নিম্নতম।

৩) বাংলাদেশের একজন গার্মেন্ট শ্রমিক যিনি যুক্তরাষ্ট্রের ডিজনী ওয়ার্ল্ড এর জন্য নানান পোশাক তৈরি করে যাচ্ছেন, তাঁকে কম করে হলেও টানা ২১০ বছর কাজ করে যেতে হবে---শুধুমাত্র ঐ ডিজনীর একজন CEO একঘন্টায় যা উপার্জন করেন, তার সম পরিমান অর্থ উপার্জন করার জন্যে।

৪) প্রতিটি দিন ৩৫০০০ শিশু অপুষ্টির কারনে প্রান হারাচ্ছে----গড়ে প্রতি ২ সেকেন্ডে একটি করে নতুন শিশুর লাশ আমাদের দেখতে হচ্ছে।

৫) তিন বিলিয়নের মত লোক (অর্থাৎ পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি) দৈনিক দুই ডলারের নীচে আয় করে।

৬) ২০০০ সালে CEO রা তাদের একজন সাধারন কর্মীর চেয়ে গড়ে ৪৭৫ গুন বেশি আয় করেছেন।

৭) মার্কিনীরা তাদের ময়লা ফেলার ছালা (Trash bag) এর পেছনে যা খরচ করে সেটা ৯০টি দেশ অন্যসব কিছুর জন্যে যা খরচ করে তার চাইতে বেশি।

৮) আর এইটা নিশ্চয়ই কম বেশি সকলের জানাঃ মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর মাত্র ৫% জনসংখ্যা ধারন করে কিন্তু সারা পৃথিবীর ৪০% এর বেশি গ্যাস/তেল ব্যবহার।

৯) একজন গড়পরতা মার্কিনী একজন গড়পড়তা মেক্সিকানের চেয়ে ৫ গুন বেশি, একজন গড়পড়তা চাইনিজের চেয়ে ১০ গুন বেশি, আর একজন ভারতীয়ের চাইতে ৩০ গুন বেশি খাদ্য গ্রহন করে।
আমরা সবাই যদি মার্কিনিদের মত খাওয়া শুরু করি তাহলে আমাদের ক্ষুধা মেটানোর জন্যে এই পৃথিবীর মত ছয়টি গ্রহের প্রয়োজন পড়ত।

এবার অন্যদিকটাও দেখা যাকঃ

১০) প্রতিটি রাতে ৭৫০,০০০ জন মার্কিনী ঘুমোতে যায় খোলা আকাশের নীচে, শখ করে নয় অবশ্য----আশ্রয়হীন বলে।

১১)প্রতিটি দিন প্রায় ১০ মিলিয়ন মার্কিনী অভুক্ত থাকে যার ৪০%-ই হল শিশু।

আর কিছু 'আপাত' পারম্পর্যহীন তথ্যঃ

১২) ২০০৩ থেকে শুরু হওয়া ইরাক যুদ্ধে এখন পর্যন্ত মোট খরচের পরিমান ৫২৫ বিলিয়ন।

১৩) সামনের দিন গুলোতে আমেরিকার প্রতি মাসের যুদ্ধ-ব্যয় দাঁড়াবে ১৬ বিলিয়ন ডলার।

১৪) মার্কিন সংসদ সদস্য বা গুরুত্বপুর্ন ব্যক্তিবর্গের সুরক্ষার দায়িত্ব পেয়েছেন Blackwater সহ আরো কিছু বেসামরিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর একেকজন রক্ষী বছরে ৪০০০০০ ডলার মাইনে পান যা এক আমেরিকান যোদ্ধার মাইনের ১০ গুন।

১৫) টাকা বাঁচানোর জন্য অবশ্য তারা চমৎকার কিছু পদক্ষেপ নিয়েছেনঃ যদি কোন সৈন্য আহত হয়ে পড়েন তাহলে নিয়োগকালীন সময় বেচারা যে বোনাস পেয়েছিলেন, সেটা ফেরৎ নেয়া হবে। মাথার হেলমেট হারিয়ে ফেলার জন্য মস্তিষ্কে গুরুতর আঘাত প্রাপ্ত এক মার্কিন সৈন্যের কাছে ১২,০০০ ডলার ক্ষতিপূরন চাওয়া হয়েছে।

দূর্মুখেরা বলেন--মিথ্যা হল তিন প্রকারের, মিথ্যা, ডাহা মিথ্যা আর পরিসংখ্যান।

এই তথ্যগুলো কোন গোত্রভুক্ত--সেটার বের করার দায়িত্ব নাহয় আপনি নিলেন।

একদিনে যতগুলো 'খারাপ সংখ্যা' দেখা যায়---আমি তার কোটা আজকে অতিক্রম করে ফেলেছি।

নিঃশ্বাস ফেলতে কি শুধু আমারই কষ্ট হচ্ছে?

তথ্যসুত্রঃ
ক)আন্তর্জাল ঠিকানা এইখানে

খ) এবং এইখানে

গ) আর এইখানে


Comments

স্নিগ্ধা's picture

সবগুলো কৌতুকের মধ্যে ১৫ নাম্বারেরটা সবচাইতে মজার!

হাসান মোরশেদ's picture

Quote:
১০) প্রতিটি রাতে ৭৫০,০০০ জন মার্কিনী ঘুমোতে যায় খোলা আকাশের নীচে, শখ করে নয় অবশ্য----আশ্রয়হীন বলে।

এই তথ্যটা আগে ও শুনেছি । আমেরিকাবাসী কেউ কি নিশ্চিত করবেন এই বিষয়টা আসলেই কতদূর সত্য?
সরকার কি নিম্নআয়ের নাগরিকদের জন্য বাসস্থান নিশ্চিত করেনা?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কীর্তিনাশা's picture

অদ্ভুত !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ's picture

নয় নম্বরটা পড়ে বলছি, রাক্ষসের দল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রেনেট's picture

দিনকে দিন কেমন জানি অনুভূতিশূণ্য হয়ে পড়ছি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

s-s's picture

তো?
কি হবে?
কিছুই না!
কিছুতেই আর হবার নেই কোনো হিত... ..... ....

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

অতন্দ্র প্রহরী's picture

ধুর, এইসব আর ভাবায় না! দিন দিন মনে হয় রোবট হয়ে যাচ্ছি! মন খারাপ

টাকাপয়সা সংক্রান্ত ব্যাপারে একটা আইরনি মনে হয়, যার দরকার তার কাছে নাই, যার অত দরকার নাই, তার কাছে ভুড়ি-ভুড়ি! এমনে চললে, ক্যামনে কি!
___________
বোকা মানুষ মন খারাপ

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.