এই হইলো ঘটনা

সুমন চৌধুরী's picture
Submitted by suman on Tue, 01/01/2008 - 2:04am
Categories:

জার্মানীতে নববর্ষ আসতে আর ঘন্টা ছয়েক বাকি। ২০০৭ কেমন ফুরুৎ করে উড়ে গেল। কাজের বস্তার নিচে চাপা পড়ে আছি ঠিক, কিন্তু সেটা মনে হয় ইদানিং লিখতে না পারার কারণ নয়। লিখতে ইচ্ছে করছে প্রবলভাবে কিন্তু হচ্ছে না। বছর ফুরুৎ করে পালাবার মতো আইডিয়াগুলি কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে চল্টা পড়ে গেছে। চাড় দিয়ে তুলে তুলে কোলাজ সাজানো যায় হয়তো । কিন্তু শরিরের গিঁটগুলো থেকে একেকটা নোঙ্গর গালিভারের মতো গেঁথে ফেলেছে ক্যালেন্ডারের সাথে। মনে হচ্ছে লিলিপুট-ব্লেফুসকুরা লড়তে থাক আমি নানাদিক থেকে ডিম ভেঙে খেতে থাকি। তাই খাচ্ছিলাম। মাসের শেষে পকেট খালি বলে তো আর পেট খালি রাখা যায় না। আর মাউরাদের দেশে গরীবের খাবার ম্যানিপুলেটেড ডিম। ক্রিসমাসের আগের দিন থেকে আবার সেই ডিম গায়েব। গত পরশু বাজারে গিয়ে দেখা গেল ডিমের দাম ২৬ সেন্ট বেড়ে গেছে। এখন দিন তিনেক যাবে সেই ডিম আর তার খালা-ফুপু-চাচীর হাড়-মাংস চিবিয়ে।

জার্মানীতে এটা আমার পঞ্চম সিলভেস্টার। এবারই প্রথমবারের মতো কোন প্ল্যান নেই। কোন সমাবেশ হচ্ছে না। কোন বোতলও থাবা পেতে নেই। আজকে আমি ডিফল্ট টাল। দু:খে টাল। আরো একটা বছর গেলগা। আরো এক বছর কম বাঁচুম।

এই দু:খে দেখেন :


Comments

সুজন চৌধুরী's picture

হুম!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সৌরভ's picture

তুই বড় জ্বালারে, পাঞ্জাবিওয়ালা। দেঁতো হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল's picture

জট্টিল!!!
গুল্লি জাঝা (বিপ্লব)

সৌরভ's picture


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল's picture

ইউটিউব ব্যান করা হোক। কোমলমতি বালক-ছেলেদের মাথা খেয়ে ফেললো হাসি জাঝা

সুমন চৌধুরী's picture

খাইছে!!!!!!!



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মুহম্মদ জুবায়ের's picture

Quote:
আজকে আমি ডিফল্ট টাল। দু:খে টাল।

আপনার দুঃখে আমিও টাল হইলাম।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সুমন চৌধুরী's picture

সবাইকে বিরাট কইরা একটা লেইট শুভ নববর্ষ!



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

বিপ্লব রহমান's picture

Quote:
এবারই প্রথমবারের মতো কোন প্ল্যান নেই। কোন সমাবেশ হচ্ছে না। কোন বোতলও থাবা পেতে নেই। আজকে আমি ডিফল্ট টাল। দু:খে টাল।

বেচারা! চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সংসারে এক সন্ন্যাসী's picture

Quote:
এবারই প্রথমবারের মতো কোন প্ল্যান নেই। কোন সমাবেশ হচ্ছে না। কোন বোতলও থাবা পেতে নেই।

আগামী বছরে উশুল করে নিয়েন সুদাসলে হাসি
চমৎকার লাগলো। শুধু একখান আপত্তি: পাঞ্জাবিওয়ালা অতিষ্ট করে দিলো জীবনটা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুমন চৌধুরী's picture

হেহে এইটাই ছিল পাঞ্জাবীওয়ালার শেষ ভার্সন দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সবুজ বাঘ's picture

হয়, এরমই হয়। যাগো বাইত্তে ভাত থাহে তারা ভাত খায় না। আর যারা কচু হিদ্দুর নিগ্যা পাগল, তাগো বাইত্তে ঘেচু হিদ্দুও থাহে না।
ইয়ার মাজেদা জমিলা শামেলারা যেমুন বুজে না, তেমুন আমরাই কি বুজি?

সুমন চৌধুরী's picture




ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.