দূরের থেকে দ্যাখা

পলাশ দত্ত's picture
Submitted by polashdatta on Sat, 05/07/2008 - 1:12pm
Categories:

দূ রে র থে কে দ্যা খা

বজ্রসহ বৃষ্টি
আভাস দিচ্ছে আকাশ
পাখি তার ঘরে
পৌঁছুতে পারবে তো?

এমন অনেক সম্ভাবনা
ঝড় হয়ে গেছে
মানুষের প্রাণে
তারপর মানুষ
নিহত ঝাঁকঝাঁক
ডানাখোলা প্লেন আর
তার গোলায়
পাখি বৃষ্টিতে ভিজেভিজে দেখছে
পিছল পাহাড়ের তলায়
মানুষ মরে মরে যাচ্ছে

বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস
আর আবহাওয়া অফিস
পাখির দুই চোখ খুঁজতেছে
মানুষের ঘরে রাখা যায় এমন খড়

পরিবেশে ভয়
পাখির নাই
আকাশ আর মাটি
মাঝখানে উড়েউড়ে
দেখে নিচ্ছে

আসন্ন ঝড়ে
মানুষের মরণ
এমন সমূহ নিশ্চয়তায়

পাখির মন খারাপ

যদিও পৃথিবী ছাড়ছে
ভাসতেছে বাতাসে


Comments

আহমেদুর রশীদ's picture

স্বাগতম।
এত দিন কোথায় ছিলেন?

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

ফারুক ওয়াসিফ's picture

স্বাগতম পলাশ দত্ত।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মাহবুব লীলেন's picture

সচলায়তনে স্বাগত পলাশ

পলাশ দত্ত's picture

যা সব লিখতেছি তা সব খুজতেছিলাম।
ধন্যবাদ।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

তীরন্দাজ's picture

সুস্বাগতম!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নজমুল আলবাব's picture
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

প্রথম যখন পড়লাম... ভালো লাগে নাই... মন্তব্যগুলায় চোখ বুলায়ে আরেকবার চোখ রাখলাম কবিতায়... এইবার ধীরে ধীরে খোলাসা হইলো... দারুণ লাগলো... ধন্যবাদ কবি। আপনার লেখা এই প্রথম পড়ার সুযোগ পেলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পলাশ দত্ত's picture

একবার পড়ায় কি কবিতা ভালোলাগা-মন্দলাগার দরোজায় যাওয়া যায়? পুরো বইটা পড়লে হয়তো অন্য কোনো দিগ্ন্ত উন্মোচিত হতেও পারে।

ভালোলাগার জন্য ধন্যবাদ।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

জুলিয়ান সিদ্দিকী's picture

উদ্ধৃতি
বজ্রসহ বৃষ্টি পূর্বাভাস
আর আবহাওয়া অফিস
পাখির দুই চোখ খুঁজতেছে
মানুষের ঘরে রাখা যায় এমন খড়

চিন্তিত
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

হাসান মোরশেদ's picture

মানুষের সমুহ মরণে পাখীর মন খারাপ'- চিত্রকল্পটা ভালো লাগলো বড় ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

পলাশ দত্ত's picture

আমরাই সেই মন-খারাপ-করে-থাকা পাখি না তো!

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

কীর্তিনাশা's picture

ভালো লাগলো।
স্বাগতম পলাশ ভাই।
------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুজিব মেহদী's picture

স্বাগতম।

................................................................
দৌড়ের উফরে আছি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নিঝুম's picture

এমন অনেক সম্ভাবনা
ঝড় হয়ে গেছে

কে যেন অইদিন বলছিলো, কবিতা কি পারে গল্প বা উপ্ন্যাসের মত এত ডিটেইলস করে বলতে ???

শুধু এই লাইন দুটিই তার তীব্র আর সুচারু উত্তর । অসাধারণ কবি !!
---------------------------------------------------------
পৃথিবীর সব সীমান্ত আমায় বিরক্ত করে। আমার বিশ্রী লাগে যে, আমি কিছুই জানিনা...

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

পলাশ দত্ত's picture

উদ্দীপিত বোধ করতেছি।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.