
প্রায় সাড়ে বেয়াল্লিশ বছর বয়সে এসে মানুষ জমি কিনে, ফ্ল্যাট বুকিং দেয়, গাড়ির ইন্সটলমেন্ট দেয়, দুইতিনটা এফডিআর ফিক্সড ডিপোজিট করে, হার্টে রিঙ বসায়, একটা বা একাধিক পরকীয়া শুরু করে, ধর্মকর্মে মন দেয়, বাবামায়ের আইসিইউ বেডের জন্য দৌড়াদৌড়ি করে।
আর আমি আপাতত চিন্তা করছি আমার প্রস্তাবিত ভ্রমণকাহিনীর নাম কি হবে-
ক. মেরু মহাতঙ্ক
খ. হিমশৈলের হুহুঙ্কার
গ. অ্যান্টার্কটিকায় অন্তর্ঘাত
ঘ. কুমেরুর কুম্ভিপাক
ঙ. শিকলভাঙ্গা শ্যাকলটন
চ. আলবাট্রসের আর্তনাদ
ছ. পৈশাচিক পেঙ্গুইন
ঝ.
*ক্রমশঃ
প্রচ্ছদ এর ছবিঃ তারেক অণু
Comments
তারপর?
..................................................................
#Banshibir.
Post new comment