দাঁড়াও।

কর্ণজয়'s picture
Submitted by কর্ণজয় on Fri, 05/07/2024 - 11:26am
Categories:

এত ছুটলে; হারিয়ে ফেলবে নিজেকে।
বুঝতে পারবে না- তুমি এখন কোথায়;
ভুলে যাবে- কোথা থেকে এসেছিলে;
খুঁজে পাবে না
কোথায় যাচ্ছো;
তাই নিজের কাছে এসে
একটু স্থির হযে বসো।
এবার বলো,
কে তুমি?

তিনি আবার কহিলেন;
“বলো, তুমি কে ?”

এই অসীম নীল আকাশ,
রাতের অন্ধকারের ভেতর জ্বলে থাকা ঐ তারাদল,
তার নীচে এই পৃথিবী, সেখানে— এই যে আমি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিভ্রমণ করছি
কে সে?

আমার সামনে এসে দাঁড়ালে যে-
যাকে তুমি বলে ডাকছি
যে তুমি আমাকে আমার নাম ধরে ডাকছো
কে তুমি?

এই জগতে
তুমি আমি মিলে আমাদের যে সংসার, সেটা কি?
সেখানে আমিই বা কী, তুমিই বা কে?
কী আমাদের সন্মন্ধ্য?

কী সম্পর্ক আমার ঐ উড়ে চলা পাখির সাথে,
মেঘের সাথে, ফুলের সাথে
যার ঘ্রাণ বাতাস বয়ে নিয়ে এসেছে আমার কাছে?

দশদিকে প্রসারিত এই জগত, এই ব্রহ্মান্ড
আমি যা দেখছি, যা ভাবছি— আসলে কি তাই?
না কি অন্য কিছু?

এই যে জীবন, কী এটা?
কেন এই জন্ম আমার? কোন উদ্দেশ্যে?
কী কর্ম আমার, এই জীবনে?
কোথায় এর স্বার্থকতা?


Comments

ষষ্ঠ পাণ্ডব's picture

আমি কে, আমার কাজ কী, আমার জীবনের সার্থকতা কীসে - এসব না জানলেও জীবন কেটে যায়। মানুষ অনাদি কাল থেকে এসব প্রশ্ন ক্রমাগত করেই গেছে কিন্তু ঠিকঠাক উত্তর আর পায়নি।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.