ইতালির পচা ছেলে

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Wed, 15/07/2020 - 8:37am
Categories:

কেন ওরে ইতালি মনির তুমি আনপড় চিউবাকার মত হট্টগোল করে
বলেছিলে কানট্রি সিষ্টেমকে ফাক কর?
জুলিয়াছ সিজারুদ্দৌলার দেশে এতডি বৎসর গুজরে জীবন
কিছুই কি শিখ নাই ছলাকলা পূর্বরাগ
মেক লাভ, নট ফাকাফাকি?

একেই কি বলে সভ্যতা? উড়ে এসে ফুঁড়ে দিবে পরিযায়ী উটপাখির মত?
কানট্রি সিষ্টেমকে তুমি একদিন সন্ধ্যা বা রাইতে
ডেটে যাইতে ফুসলাইতে
পার না কি?
বগলে আতর ঠেসে ফিনফিনে কুর্তা চুড়িদার কলাপুড়ি চটি কনডম অঙ্গে ধরে
কানট্রি সিষ্টেমকে সাথে লয়ে যেতে কি পার না তুমি আলিয়ান্স ফ্রান্সেসের অডিটরিয়ামে
বঁ বঁ করে কথা বলা কুন আগামাথাহীন হাইফান্ডা নিউ ওয়েব চলচ্চিত্র অবলোকিবারে?
তারপর নাহয় যাও অভিজাত কুন কফিশপে
ঘণ্টাদুই সমাজ সংস্কৃতি আটকালছার লয়ে ধুনফুন বকে
লিয়ে কি পার না যেতে কানট্রি সিষ্টেমকে কুন একঝটিক রেষ্টুরান্টে
বিলুপ্তপ্রায় কুন পাখিপশুর কাঁচা গোস্ত যার নাম ঐ নিউ ওয়েবটির মত বঁ বঁ কুনকিছু
সাথে দুইটা লেটুশ পাতা আর পনিরের গুড়া
সরু গ্লাসে বিজবিজ শেম্পেন
খাইতে?
খাবাদাবা শেষে ভরা পেটে ধুলাধুয়াঢাকা
ঢাকার আকাশ পানে তাক করে অঙ্গুলি পার না দাবাত দিতে
নিজ ফ্লেটের বারিন্দা হতে টেলিস্কুপে দূর কুন চানতারা দেখাইতে?
এইরূপে কানট্রি সিষ্টেমকে ভুলাইয়া তুলিয়া আপন হাভেলিতে
রেশমি চৌধুরীগাউন আচমকা পরে বাধিতে কি পার না তারে আলিঙ্গনে
পুচুপুচু চুম্বনসহ?
মজার্ট বিটোফোন রবিশংকর ভলিউম কমাইয়া ছাড়িয়া নেপথ্যে
গেম অফ থর্নসের ঐ নির্ধন গ্রে ওয়ার্ম পুলাটির মত নিবিড় জজবায়
পার না কি কানট্রি সিষ্টেমকে দিতে প্রাণপণ বেদম ভোদমবুসি?
বদলে একটি রূপক ষ্ট্রবেরি কি চাবাইতে দিতে নাহি পার কানট্রি
সিষ্টেমকে?

এরূপে মেকিতে লাভ কে তুমায় করেছিল মানা?
এইসবে না গিয়া অযথা
ফাল দিয়া চলে গেলে অসভ্যতায়
এজিবিজিসিজিডিজিদের মত কানট্রি সিষ্টেমের হাত পা বেন্ধেফেন্দে অত্যাচারী ফাক
আরে সে ত করে সাহেদ জাহেদ ঐ টিভিচারী বাটপার পলাতক মোটকারা
ঐ পথে তুমি কেন গেলে
ইতালির পচা ছেলে?

==================

নামঃ খেলায়েত
পেশাঃ কবি


Comments

সাক্ষী সত্যানন্দ's picture

Quote:
একেই কি বলে সভ্যতা? উড়ে এসে ফুঁড়ে দিবে পরিযায়ী উটপাখির মত?
কানট্রি সিষ্টেমকে তুমি একদিন সন্ধ্যা বা রাইতে
ডেটে যাইতে ফুসলাইতে
পার না কি?

গুল্লি গুল্লি

খেলায়েত ভাইকে হাচলত্ব দেয়ার অনুরোধ জানিয়ে গেলাম!

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক's picture

আমিও অনুরোধ জানাই। এতগুলি কবিতা ছাপা হল কিন্তু এডমিন দুস্টুটি আমায় মেহমান বানিয়ে রাখল।

ষষ্ঠ পাণ্ডব's picture

করোনার খোঁচা খোঁচা কাঁটার আঘাতে পেশাদার কবির কলমের ধার কমে গেছে বলে মালুম হচ্ছে। তাছাড়া হোসনে বিবি ছাড়া যে কাব্য সেটাতে কি আর রস থাকে!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক's picture

খেলায়েত ভাই এর কবিতা গুলো এত্ত মজার হো হো হো, আর 'ছলাকলা পূর্বরাগ' এই শব্দ গুচ্ছের অনেক ব্যাবহার দেখা যায় কবির সাহিত্যকর্মে

অতিথি লেখক's picture

ভোদমবুসি মানে কি আমি যা সন্দেহ করছি তাই চোখ টিপি ?

অবনীল's picture

যাদের মনে সন্দেহ আছে এখনো তাদের জন্য ফেসবুকের নতুন শব্দ পেজে বদিকাকার উদাহরনসহ সংজ্ঞা প্রদানের আবেদন জানাই। হো হো হো

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

অবনীল's picture

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
বরাবরের মত খেলায়েত ভাই খিলাড়ীর মত দিছে খেইল্লা।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

তারেক অণু's picture

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.