ড্রপলেট

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Tue, 04/06/2013 - 8:44pm
Categories:

তুমি জানো, তোমার নাম একটা হঠাৎ উচু জায়গা?
সা‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মনে পড়লেই অপ্রস্তুত, হোচট্ খেতে হয়

তোমার নামটা - শহর, বাড়ি, জন্জালের মধ্যে
আচমকা গাঢ় সবুজ!
থমকে যেতে হয়

তোমার নাম যেন এক মধ্যরাতের পুলিশ
পাশ কাটিয়ে যেতে যেতে আড়চোখে তাকাতেই
হুইসেল বাজিয়ে থামিয়ে দিয়ে চেকিং
দাঁড়া!

চুপচাপ নিঃশর্ত স্যারেন্ডার
কিছু নাই স্যার!
বাম পাশে ধুকপুকে
নষ্ট মাল টা ছাড়া

আর..

(সবুজ ফোঁটাটা তোমার নামের পাশে
জোনাকি পোকার আলো
জ্বলে জ্বলে থাকে, চোখে চোখে রাখি
চোখের জলেই
টুপ করে নিভে গেলো!)

- অপ্রকৃতিস্থ


Comments

অতিথি লেখক's picture

Quote:
সবুজ ফোঁটাটা তোমার নামের পাশে
জোনাকি পোকার আলো
জ্বলে জ্বলে থাকে, চোখে চোখে রাখি
চোখের জলেই
টুপ করে নিভে গেলো!

চলুক

--------------------
সুবোধ অবোধ
---------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

একলহমা's picture

বা: ঝকঝকে আর ঠান্ডা-ঠান্ডা হাসি

ঘুমকুমার's picture

ভাল লাগলো। লেখা -গুড়- হয়েছে

ষষ্ঠ পাণ্ডব's picture

কবিতার শিরোনাম ও ভেতরে ইংরেজি শব্দের ব্যবহার অদরকারী মনে হলো। কবিতায় ব্রাকেটের ব্যবহারও বেশ চোখে লাগলো।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মাসুম's picture

সুন্দর কবিতা

অতিথি লেখক's picture

ধন্যবাদ মাসুম!!

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.