বিবি লজেন্স সঙ্গীতমালা ২

Comments

ফাহিম হাসান's picture

লোড হতে বেশ কিছুক্ষণ সময় নিল, যদিও আমার নেটের লাইন বেশ ভালো।

(নূরজাহান) আঁকাবাকা মেঠো পথ ধরে - গানটা কি জেমসের?

যাই হোক, মূল পোস্ট বিষয়ে বলি। আপনার কারি পাউডার, ভিন্দালু, পাইরেটস - ইত্যাদিসহ আরো বিভিন্ন লেখায় যে উইটের ছাপ থাকে এই অডিও ব্লগে সেটা পাই নাই। রম্যটা সেভাবে ঠিক জমে নাই। আপনার স্ট্যান্ডার্ডটা বেশ উঁচা, প্রত্যাশাটা আরো বেশি ছিল।

তবে সাঈদীকে পচানোর জন্য চলুক

সত্যপীর's picture

জেমসেরই। হারাগাছের নূরজাহান। এক মিনিট চল্লিশ সেকেন্ডের দিকে বলা আছে।

হুমায়ুন বাদশারে নিয়ে লিখতেছিলাম, মাঝে একটু ফাত্রামি করতে ইচ্ছা হইল খাইছে

..................................................................
#Banshibir.

এরিক's picture

গানগুলো সুন্দর লাগলো

সত্যপীর's picture

বিশেষ করে হারাগাছের নূরজাহান আমার খুবই পছন্দের গান।

..................................................................
#Banshibir.

রু's picture

আমার খুব ভালো লেগেছে। "ডিস্কো মাংকি তুমি কোথায়" বলে যেই টান টা দিলেন, একদম মন থেকে বের হলো বলে মনে হলো। ওটা কি সাইদীর সত্যিকারের রেকর্ড? ঘেন্না লাগলো।

সত্যপীর's picture

হ অরিজিনাল সাঈদি। খ্যা খ্যা।

..................................................................
#Banshibir.

বেচারাথেরিয়াম's picture

চুষে খান কিংবা কামড়ে গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
ভালইতো দিলেন দেইল্যারে, গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

সত্যপীর's picture

খাইছে

..................................................................
#Banshibir.

মৃত্যুময় ঈষৎ's picture

বাংলার সাঈদীর অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরা যদি এইবার ভণ্ড সাঈদীর মুখে একটা করে চড় মারত তাইলে ভালো লাগতো! শালা কতবড় লম্পট।

বিভিন্ন মহিলার সাথে ব্যাটার ফোনরঙ্গ একটার বেশি শোনার রুচি হয় নাই। কিন্তু রাজ্জাক-আরো অন্যান্য ব্যক্তিবর্গের সাথে কথোপকথন শুনছি। সেদিন শুনলাম উনার স্ত্রীর সাথে বাকচিৎ। এই কয়টা শুনলেই বোঝা যায় অডিও গুলো অরিজিনাল! শালা কতবড় লম্পট-বাটপার-ঘাঘু! স্ত্রীকে কী পরিমাণ মানসিকভাবে নির্যাতন করতো!


_____________________
Give Her Freedom!

সত্যপীর's picture

খাপো একটা।

..................................................................
#Banshibir.

সাফিনাজ আরজু's picture

সাঈদীকে লুইচ্চাকে পচানোর জন্য চলুক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

খুব হেসেছি। হো হো হো

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সত্যপীর's picture

খাইছে

..................................................................
#Banshibir.

সাফি's picture

সাইদীর অংশটা খুব মজা পেলাম দেঁতো হাসি

সত্যপীর's picture

খি খি চাল্লু

..................................................................
#Banshibir.

প্রৌঢ় ভাবনা's picture

হ্যাঁ, ভালই হয়েছে।

সত্যপীর's picture

কৈতেছেন?

..................................................................
#Banshibir.

পদ্মজা's picture

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
কস্কি মমিন!

সত্যপীর's picture

হ মমিনা এইটাই কই খাইছে

..................................................................
#Banshibir.

সাম্য's picture

আগের পর্বের চেয়ে এটা ভাল হয়েছে।

অটঃ শেষের গানের আগের অংশে এসে একেবারে ভ্যাক ভ্যাক করে হেসে দিলাম

সত্যপীর's picture

আমিও বানাইতে গিয়া হেভি হাসছি, দাঁত বাইর কইরা রেকর্ডিং যারে কয় খাইছে

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি's picture

কমপ্লিট বিনোদন, ফাহিম যেমন বলছে, উইটি হয়ত না সেই লেভেলের, কিন্তু এইটা হল ভ্যাকভ্যাক কইরা হাসার মত জিনিস। সাঈদীর অংশটা জব্বর হইছে।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর's picture

বিবি লজেন্সের দুইটা পর্বই আমি ব্যাপক আনন্দ নিয়া করসি। সময় সংকট না থাকলে লেখালেখি বাদ দিয়া আমি শুধু অডিও ভিস্যুয়াল ব্লগই করতাম।

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি's picture

এইডা কী কইলেন। লেখালেখি ছাড়া পাপ হইব। আপ্নের মত লিখতে কয়জন পারে?

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর's picture

শরম পাইলাম লইজ্জা লাগে

বলতে চাইসিলাম, অডিও ভিডিও ব্লগ করে আমি লেখার চেয়ে বেশি আনন্দ পাই। মানুষ হয়তো লেখা বেশি প্রেফার করে, কিন্তু আমি অডিও ভিডিওই ভালু পাই। সমস্যা হইল অনেক সময় লাগে।

..................................................................
#Banshibir.

ত্রিমাত্রিক কবি's picture

অডিও কইলে সাঈদির কতা মনে হয়
আর ভিডিও কইলে ___র কতা মনে হয়
ভিডিও আম্মো ভালু পাই চোখ টিপি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সত্যপীর's picture

লাইনে আসুন।

..................................................................
#Banshibir.

অরফিয়াস's picture

মেশিন চলবে !!!! চাল্লু

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

সত্যপীর's picture

খাইছে

..................................................................
#Banshibir.

জোহরা ফেরদৌসী's picture

কলিযুগের পীর কি এমনই হয় ?

অ্যাঁ

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

সত্যপীর's picture

দ্রোহীদার পরামর্শে সত্যপীরালি ছাইড়া বাটপার পীর হৈছি কিছুদিন হইল।

..................................................................
#Banshibir.

জোহরা ফেরদৌসী's picture

দেঁতো হাসি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

রিক্তা's picture

গান আর কথার সিঙ্ক্রোনাইজেশন অনেক ভালো হইছে। আমি তো প্রথমে ভাব্লাম জেমসের নাম করে আপ্নিই গাইতেছেন। দেঁতো হাসি

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সত্যপীর's picture

আমিই এতোদিন জেমসের কন্ঠ নকল করে ক্যাসেট ছাড়সি। সফটওয়্যার দিয়া গলা নকল করা কুনো ব্যাপারই না।

..................................................................
#Banshibir.

চরম উদাস's picture

গড়াগড়ি দিয়া হাসি
সাঈদীর এন্ট্রি জটিল হইছে

সত্যপীর's picture

ঘরে টেবিল কি আসে?

..................................................................
#Banshibir.

আশরাফ's picture

ভাই, চরম হইসে, চরম চরম। হাসতে হাসতে বাচ্চারে ঘুম থেকে তুইলা ফেলসি হো হো হো

সত্যপীর's picture

ইয়াল্লা কিতা কন? বাচ্চারে ঘুম থিকা তুলছেন এইটা কোন বিচারের কথা হইল?

..................................................................
#Banshibir.

চন্দন's picture

ভাই মাঝে মধ্যে এরকম দিয়েন। ইউটিউব খুঁজে খুঁজে গান শুনতে পেইন লাগে। আপনার গানের চয়েস ও ভালো, মাঝখানে বিনোদন ফ্রি।

সত্যপীর's picture

নিচ্চয় দিমু চাল্লু

..................................................................
#Banshibir.

দীপ্ত's picture

দেঁতো হাসি
এই আইডিয়াটা একেবারে সেরাম, ভালো লাগছে অনেক। সেই কবে রেডিও শোনা ছাড়ছি, কত পুরানো কথা মনে করায় দিলেন। আর গানের চয়েসেও চলুক

সত্যপীর's picture

আমিও কইরা ব্যাপক আমোদিত চাল্লু

..................................................................
#Banshibir.

ইয়াসির আরাফাত's picture

মেশিনের ডায়লগ দিয়া কিলিং মিশন খিকজ

সত্যপীর's picture

আইজ্ঞা হ।

..................................................................
#Banshibir.

মোখলেছুর রহমান সজল 's picture

হারাগাছের নূরজাহান - জেমস (অ্যালবামঃ নগর বাউল - ফিলিংস) প্রিয় গানগুলোর একটি। কিন্তু ঠিক পরের গানটার জন্য প্রস্তুত ছিলাম না। তারপরও অপেক্ষায় ছিলাম দেখি কি হয়? অপেক্ষার মাঝামাঝি সাঈদী জিন্দাবাদে অপ্রস্তুত বোধ করেছি। তবে শেষটা দুর্দান্ত। চলুক

সত্যপীর's picture

কে ঐ শোনালো মোরে দেলোয়ারের ধ্বনি। মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর...

আর ডিস্কো বান্দর মজার গান তো। পাঞ্জাবিটা জোস দোপাট্টাও সুন্দর, তাই হইলাম আজকে ডিস্কো বান্দর হাহাহাহাহাহা!

..................................................................
#Banshibir.

কৌস্তুভ's picture

আম্নে বদমাশ!

সত্যপীর's picture

আরে না কে কৈছে?

..................................................................
#Banshibir.

অতিথি লেখক's picture

গড়াগড়ি দিয়া হাসি হাততালি

ফারাসাত

সত্যপীর's picture

খাইছে

..................................................................
#Banshibir.

যুমার's picture

গড়াগড়ি দিয়া হাসি চলুক ,সংগীতমালা ৩ এর জন্য পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

সত্যপীর's picture

অইবো অইবো পপ্পন খান।

..................................................................
#Banshibir.

ধুসর গোধূলি's picture

'ময়না' অংশে এসে আমি আর থাকতে পারি নাইগো পীর বাহাদুর! একেবারে গড়ান দিয়া খাট থাইকা মাটিতে পইড়া গেছি, তারপরেও আমার হাসি থামে নাই। 'ও মোর ময়নাগো' গীত আর সাথে হুজুরের [পেঙ্গুইন পাখির মতো] 'উইড়া' আসার আহ্বান... হো হো হো

সত্যপীর's picture

এহহে পইড়া ব্যথা পাননাই তো ধুগোদা?

..................................................................
#Banshibir.

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.