অনেক টাকা হলে

আব্দুর রহমান's picture
Submitted by Abdur Rahman [Guest] on Wed, 17/10/2012 - 6:41am
Categories:

অনেক টাকা হলে কি কি করব সেই বিষয়ে আমার সবসময়েই অনেক চিন্তাভাবনা ছিলো। টানাটানির সংসার ছিলো। একখানা ডিম ভেজে, চার ভাগ করে তারপরে আলু দিয়ে ঝোল রান্না। অথবা ডিম সেদ্ধ করে সেটাকে আদ্ধেক করে আলু-ঝোল। যদি কোনোদিন একখানা ডিম পুরো পাওয়া যায় তবে বুঝতে হবে বিশেষ কিছু সেদিন।তখন বুঝতাম না, এখন কেনো যেনো মনে হয় পাতলা আলু-ঝোলের ব্যাপারটাই বেশ গরীবী, বড়লোকে নিশ্চিত ভুনা খায়। অনেক টাকা হলে অনেকগুলো ডিম খাব, এই চিন্তায় মশগুল ছিলাম অনেকদিন।

বড়লোকে কি খায় এই নিয়ে স্পষ্ট ধারণা ছিলো না। বিটিভির রাজা-বাদশা নিয়ে সিরিয়াল দেখে মনে হচ্ছিলো চিতকাইত হয়ে শুয়ে আঙ্গুর এর ছড়া থেকে খেতে হবে। এইযুগে যেহেতু রাজাগজা নাই, অনেক ভেবে বের করলাম হাসিনা-খালেদা এরাই বেশ বড়লোক। কি খায় এরা? প্রতি বেলায় দুই তিনটা ডিম? একটা পুরো মুরগী? কারো সাথে ভাগ না করে আস্ত ইলিশের ডিম? ডাবল ডিমের মোগলাই? সিকি নয় পুরো শিক কাবাব?

শাহবাগে বইপত্রে একবার দেখলাম ছত্রিশখানা বইয়ের সেট। অনেকগুলো ক্লাসিক, চমৎকার বাঁধাই, সেই ১৯৯৮-৯৯ এর দিকে দাম চাইছিলো ছয় হাজার টাকা। পুরো সেট কিনতে হবে, আলাদা বিককিরি হবে না। মনে একটা আশা ছিলো, এতো দাম দিয়ে সেট কেউ হয়তো নেবে না, ওরা শেষমেষ আলাদা বিক্রি করবে। দু’দিন বাদে দেখি সেট হাওয়া।

এখন টানাটানির প্রবাসী ছাত্রজীবনে নিজে রেঁধে খাই। শুরুতে রান্না বেশ উত্তেজনাকর ব্যাপার ছিলো। এখন আর রাঁধতে ভালো লাগে না। খেতে খেতে ভাবছিলাম, অনেক টাকা হলে প্রতি বেলা বাইরে খাবো।

অনেক টাকা আসলে কত টাকা? কত টাকা হলে সব ইচ্ছে পূরণ করা যায়? শৈশবে অনেক টাকা ছিলো দু’খানা আস্ত ডিম, কৈশোরে তা হয়ে গেলো চকচকে বই না পাবার দীর্ঘশ্বাস। জীবনের বাকি পথটুকু স্বপ্নের ডিমে তা দিতে দিতেই পেরোতে হবে বোধহয়।


Comments

ধুসর গোধূলি's picture

আমি আপাতত বিভোর আছি, সৈয়দ সাহেবের পুরো সমগ্র হাতে বাগানোর। অ-নে-ক টাকা হলে আপাতত এটাই করার ইচ্ছে 'সল্ট আনিং ঠাণ্ডারাইস ফিনিশিং' আমার...

মাজহার's picture

সৈয়দ সাহেবকে বগলদাবা করেছি কয়েকমাস হলো, পুরোটাই দেঁতো হাসি

তানজিম's picture

এই জিনিষ কিনতে পরপর ২ বছর বইমেলা গিয়ে ফেরত আসতে হয়েছে বাজেট ঘাটতির কারণে। তারপর নিজেই দেশছাড়া মন খারাপ

আব্দুর রহমান's picture

ধুগোদা,

যদি আপনার সুন্দরী শ্যালিকা থাকে, তাহলে আপনার বিয়ের সময় সৈয়দ সাহেবের সমগ্র উপহার দিতে পারি। সৈয়দ তো দুইজন, আলী না ওয়ালীউল্লাহ? কার কথা কন?

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ধুসর গোধূলি's picture

এইসব বেশরিয়তী কথাবার্তা আর কৈয়েন না। ফেসবুকের জ্বীনের কেরামতি পেজে আমার মন্তব্য-টন্তব্য সব মুছে দিয়ে যোগদান করার আগেই ব্যান মারছে। জয়েন করার সওয়াবটাও আমারে নিতে দেয় নাই! মন খারাপ

তাই সৈয়দ সাব আপাতত বাদ। এখন নতুন টার্গেট। অ-নে-ক টেকা হৈলে আমি হজ্জ্ব করতে যামু। তারপর মাথায় বাহারী জরির কাজ করা টুপি সম্বলিত ফটুক ঝুলাইয়া জ্বীনের কেরামতি পেজে জয়েন করে দোজাহানের অশেষ নেকি হাসিল করুম।

বাপ্পীহায়াত's picture

চলুক

আব্দুর রহমান's picture

হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

মাজহার's picture

একটা কথা মনে পড়ে গেলো

"some people are so poor, all they have is money"

আব্দুর রহমান's picture

যার যেইটা নাই আরকি, বাকিসব আছে মোটামুটি এখন টাকাটা হইলেই হয়।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

শাব্দিক's picture

অ-নে-ক টাকা হলে ভাবছি তারেকানু হব হাসি

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

আউটসাইডার's picture

আম্মো।।

আব্দুর রহমান's picture

তারেকানু হইতে টাকা লাগে আপনারে কেডা কইলো? সুলভে মাত্র তিরিশ দিনে ফটুশপ শিক্ষা করুন, যেখানে যার পাশে যে অবস্থায় চান, নিজের ছবি বসিয়ে দিন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সাফিনাজ আরজু 's picture

গড়াগড়ি দিয়া হাসি

তিথীডোর's picture

হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তারেক অণু's picture

আমার টাকা নাই রে ভাই, থাকলে সবসময়ই ঘুরতাম। ওঁয়া ওঁয়া

পাঠক's picture

ঘুরতে ঘুরতে লাট্টুকে পর্যন্ত চিপায় ফেলে দিলেন, আর কন যে আরও নাকি ঘুরবেন অ্যাঁ

আব্দুর রহমান's picture

হো হো হো

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

স্বপ্নচারীর স্বপ্ন's picture

এক্কেরে হাচা কইচেন ভাই ঃ)
-স্বপ্নচারী

ব্যাঙের ছাতা's picture

"লাট্টাকে চিপায় ফেলা" হো হো হো
চলুক

সাফি's picture

চলুক

ক্লোন৯৯'s picture

চলুক

ব্যাঙের ছাতা's picture

ভালো লেগেছে লেখাটি। আমি এখনো আজিজ এর বইগুলি ঘরে নেবার স্বপ্নতেই আছি। অনেক টাকা হলে ট্রাক ভরে বই নিয়ে বাড়ি যাব। খাইছে

আউটসাইডার's picture

আমার মতো তখন পড়ার সময় পাবেন না, এখন আমার কেনা নতুন বইগুলিতে ধুলো জমেছে, কেবল মা ছিল বলে রক্ষা, নইলে এতোদিনে নষ্ট হয়ে যেতো। আর আমি দেশের বাইরে, বই পড়ার সময় নেই।

আব্দুর রহমান's picture

বাসার ঠিকানা দিয়েন, আমিও গেলাম সাথে।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ব্যাঙের ছাতা's picture

দেঁতো হাসি
স্বাগতম

babunee's picture

সৈয়দ সাহেবের পুরো সমগ্র কোই পাব? মুল্ল কত হতে পারে? তাহলে "অ-নে-ক টাকা " র এক্টা সিমারেখা বুঝ্তাম।

চুপি চুপি বলি আমারও এএই "অ-নে-ক টাকা " বিসয়ক শইশব , কইশরে অনেক অপুরণইয় ইচ্চা আচে যে

আব্দুর রহমান's picture

সৈয়দ মুজতবা আলী না সৈয়দ ওয়ালীউল্লাহ? মুজতবা আলী রচনা সমগ্র আমি কিনছিলাম মিত্র ঘোষ কলকাতা, ১১ খন্ড, ২০০১ সালের দিকে, বাংলাদেশি টাকায় ১৬০০ টাকা। বাংলাদেশে সাহিত্য প্রকাশ না ঐতিহ্য কারা যেন বের করেছে। আন্দাজ ৩০০০-৩৫০০ হবে। শাহবাগ আজিজ সুপার মার্কেট অথবা বাংলাবাজার এ পাবেন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

অতিথি লেখক's picture

অনেক ভালো লিখেছেন। অনেক টাকা হলে দেখি কিছু সুখ কেনা যায় কিনা তার একটা ট্রাই দিমু। হাসি

ভালো থাকবেন।

অমি_বন্যা

আব্দুর রহমান's picture

সুখের কেজি কত করে যাচ্ছে এখন? সস্তায় পেলে জানাবেন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

শামীম's picture

যখন পকেটে কম টাকা ছিল তখন ফাস্ট ফুডগুলো লোভাতুর দৃষ্টিতে দেখতাম। যখন তিনবেলাই সেই ফাস্টফুড খাওয়ার ক্ষমতা হল, তখন শরীর আর সেটা এলাউ করে না -- সেই লোভাতুর দৃষ্টি আর দীর্ঘশ্বাসই সাথে থাকে। মন খারাপ

যখন বই পড়ার জন্য অফুরন্ত সময় হাতে ছিল তখন বই কেনার ক্ষমতা ছিলনা। যখন বই কেনা কোন ব্যাপারই না -- তখন পড়া তো দুরের কথা বইয়ের দোকানের রাস্তা দিয়ে ঘুরে যাওয়ারও টাইম নাই। ইয়ে, মানে...

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

আউটসাইডার's picture

চলুক

সবুজ পাহাড়ের রাজা's picture

দারুন বলেছেন শামীম ভাই।

আব্দুর রহমান's picture

শামীম ভাই,

এই নিয়ে সৈয়দ মুজতবা আলীর একটা লেখা আছে, 'ভগবান সবাইকে সবকিছু দেন, কিন্তু ওনার টাইমিংটা বড্ড খারাপ, বৃদ্ধকে দেন তরুনী ভার্‍্যা।'

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সাফিনাজ আরজু 's picture

চলুক

ক্লোন৯৯'s picture

চলুক

উদ্ভ্রান্ত পথিক's picture

চলুক

---------------------
আমার ফ্লিকার

স্যাম's picture

চলুক

মেঘনাদ's picture

টাকা খুব খারাপ একটা জিনিস। এর অভাবে কত কষ্ট করলাম। এখন কিছুটা আছে হাতে, তাও মাঝে মাঝে শান্তি পাই না জীবনে। ইদানিং মনে হয়, টাকা কিংবা যেকোন একটা কিছুর পেছনে ছোটাই হয়ত জীবন। এই ছুটে চলাটাই উপভোগ করতে হয়। কারণ, যখন জিনিসটা হাতের নাগালে চলে আসে, তখন আর সেই রোমাঞ্চটা আর থাকে না। কি জানি কি লিখলাম। হয়ত আমিও জীবনটা বুঝি নি এখনও।

আব্দুর রহমান's picture

আপনি আপনার মতো করে বুঝেছেন। কেউ জানে না , কার বোঝাটা ঠিক। এই ঠিক বেঠিকের চক্করে ঘুরন্তিস এর নামই হয়তো জীবন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

আউটসাইডার's picture

এইটা কী লিখলেন ভাই! মানুষের সাথে মানুষের এতো মিল হয় ক্যামনে? পড়ে মনে হলো আমার জীবনের কথাই লিখেছেন, যদিও খাওয়ার কষ্ট কখনোই সেভাবে পাইনি তবে হুবহু একই কাহিনী। আমি ও আপনারি মতো রান্না করে খাই বিদেশে বসে আর ভাবি স্টাইপেনের টাকাটা একটু বেশী হলে প্রতিবেলা বাইরে খেতাম মন খারাপ

ভাল থাকুন, শুভকামনা, আমাদের প্রায় সবার ইতিহাসই এক।

আব্দুর রহমান's picture

আপনিও ভালো থাকুন। টাকা একেবারে যে নাই তা না। কিন্তু খুব বেশিও না যে যেমন ইচ্ছা ওড়াবো। একটু এদিক ওদিক হলেই মন খচখচ করে।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তানজিম's picture

এক লিটার আইসক্রিম কিনে দরজা বন্ধ করে পুরোটাই সাবাড় করার শখ ছিল। এখন সামর্থ্য আছে ঠিক কিন্তু শখটা মরে গেছে মন খারাপ
আসলে কষ্ট করে হলেও সময়ের শখ সময়েই মিটাতে হয়। এখন তাই কষ্ট করে হলেও একটা লেন্স পছন্দ হলেই কিনে ফেলি। এসব ক্ষেত্রে ভবিষ্যতের ভাবনা না ভাবাই জ্ঞানীর কাজ দেঁতো হাসি

ফাহিম হাসান's picture

কী কী লেন্স কিনছেন? তালিকা দেন দেখি হাসি

আব্দুর রহমান's picture

এরকম কিছু শখ পূরণ করার চেষ্টা করেছি। ২ লিটার আইসক্রীম ২-৩ জনে এক বসায় শেষ করেছি। ভাতের বদলে আইসক্রীম। একসাথে বেশি খেলে আর ঐ মজাটা থাকে না, কেমন যেন অত্যাচার মনে হয়।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

গৃহবাসী বাঊল's picture

এক দফা, এক দাবি
তালিকা চাই, দিতি হবি
তালগাছটা আপনাকে দিলাম তালগাছটা আপনাকে দিলাম তালগাছটা আপনাকে দিলাম

সবুজ পাহাড়ের রাজা's picture

যা চাই তা পাই না, যা পাই তার চেয়ে ঢের চাই...
মানুষের জীবনটা এমনই।
দারুন টপিক নিয়ে লিখেছেন, ভাল লাগল।

আব্দুর রহমান's picture

হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

titas's picture

অনেক টাকা হলে আমি পেলেন চালানো শিখব ।।।। অার একটা ডি এসেলার কিনব

আব্দুর রহমান's picture

নিজের একটা পেলেন কিনে ফেলেন, সাথে মাস মাইনে দেয়া পাইলট। সকালে দাঁত মাজতে মাজতে বললেন যে পেলেনটা বাইর করো, আর দেখো তেল পুরা ভরা আছে কিনা।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

titas's picture

লইজ্জা লাগে দেঁতো হাসি

ক্রেসিডা's picture

অনেক টাকা হলে মেয়ে আর ভাগনীদের জন্যে একটা শিশুপার্ক বানিয়ে দেব!

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

আব্দুর রহমান's picture

হাততালি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

শিশিরকণা's picture

অনেক টাকা হইলে আমি একটা টাইম মেশিন বানাবো। তাইলে টাকা আছে কিন্তু সময় নাই এই আপসুস আর থাকবে না। টাকা ফুরায় গেলে চুপি চুপি মোগল বাদশার রাজকোষ বা সুইস ব্যাংকে গিয়ে কিছু কিছু করে হাপিশ করে দিয়ে আসবো। মুহাহাহাহাহা! শয়তানী হাসি

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

আব্দুর রহমান's picture

বুদ্ধি খারাপ না।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সাফিনাজ আরজু 's picture

হো হো হো

অচল's picture

আমার কাছে আরও ভাল বুদ্ধি আছে, তাইম মেশিনে কইরা পিছনে গিয়া বড় বড় লটারির প্রাইজ জিতছে ওই নম্বরের টিকিট কিনবেন, তাইলে আর চুরি করন লাগব না । দেঁতো হাসি

প্রৌঢ় ভাবনা's picture

মদের নেশা একদিন থিতিয়ে আসবে, যৌনতার নেশা বয়সের সাথে শেষ হয়ে যাবে কিন্তু টাকার নেশায় একবার পেয়ে বসলে তার পিছনে ছুটতেই থাকবেন। যারা টাকাওয়ালা তারা কিন্তু টাকাটা ভোগ করতে পারেনা। টাকার পিছে ছুটতে ছুটতে সময়ই পাননা। এভাবে একদিন দেখবেন, বৃদ্ধ বয়সে ঐ টাকা বাতের মালিশ কেনা ছাড়া আর কোন কাজে লাগছেনা। কাজেই যা আছে সেটাই হিসাব করে কাজে লাগান এবং এখনই। শখ না মিটিয়ে টাকা জমিয়ে রাখার ধারনাটাও বোকামি।
লেখা ভাল লেগেছে। চলুক

আব্দুর রহমান's picture

ছোটাছুটি না করে টাকা পাবার কোনো পথ নাই? আমি প্রায়ই ভাবি যে দুম করে আকাশ থেকে দুই-তিন মিলিয়ন ডলার পড়লে মন্দ হয় না।

পড়ার জন্যে ধন্যবাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ব্যাঙের ছাতা's picture

তখন দেখা যাবে আপনি ছাগল কিনে তারে কাঁঠাল পাতার বদলে ডলার খাওয়াচ্ছেন। নইলে এত ডলার কী করবেন। চিন্তিত

তারেক অণু's picture
ফাহিম হাসান's picture

প্লেনের টিকেট কেটে সোজা আমাজন জঙ্গল - মাঝামঝি কোন কথা নাই।

আব্দুর রহমান's picture

যাত্রা শুভ হোক।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

হিমু's picture

অনেক টাকা হলে আনিসুল হকের "মা" কিনবো এক কপি।

আব্দুর রহমান's picture

গড়াগড়ি দিয়া হাসি

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

গৃহবাসী বাঊল's picture

প্রার্থনা করি আপনার যেন অবশ্যই অনেক টাকা হয় হিম্ভাই খাইছে । একটা লোক এত কষ্ট কইরা নিজের প্রোডাক্ট এত নির্লজ্জভাবে মার্কেটিং করে, আপ্নে এক কপি না কিনলে কেম্নে? চোখ টিপি

হিমু's picture

অনেক টাকা হলে আমি আনিসুল ভাইয়াকে তসলিমা নাসরিন লিখিত "লজ্জা" বইটার এক কপি কিনে গিফট করবো।

উদ্ভ্রান্ত পথিক's picture

গুল্লি

---------------------
আমার ফ্লিকার

উদ্ভ্রান্ত পথিক's picture

গুল্লি

---------------------
আমার ফ্লিকার

সাফিনাজ আরজু 's picture

অনেক টাকা হলে আমি বসে বসে টাকা গুনব কত টাকা হল দেখার জন্য হাসি

আব্দুর রহমান's picture

শীর্ষেন্দুর উপন্যাস 'মনোজদের অদ্ভুত বাড়ি' তে এরকম একটা চরিত্র আছে, কোনো কারনে মন খারাপ হলে বসে বসে টাকা গোনেন। মন খারাপ বেশি হলে বেশি টাকা গুনতে হয়, কম হলে কম। এই টাকা গোনার ঝোঁকে তার হুঁশ থাকে না যে এসব টাকা বহু বছর আগেই অচল হয়ে গেছে।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

তিথীডোর's picture

নাসিরউদ্দীনের 'লেবু মামার সপ্তকাণ্ড' মনে আছে? হাসি
ওখানে একটা গল্পে লেবুকে রচনা লিখতে বলা হয়েছিল-- পাঁচশ টাকা পেলে কীভাবে খরচ করবে?
উনি লিখেছিলেন-- 'অল্পকিছু হইলে নাহয় চিন্তাভাবনা করিয়া খরচ করিতাম। পাঁচশত টাকা পাইলে পায়ের ওপর পা রাখিয়া খাইব।' খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

আব্দুর রহমান's picture

আমিও সেই ধান্ধায় আছি, কিন্ত ঠিক কত টাকা হইলে পায়ের ওপর পা রেখে খাওয়া যাবে সেটা জানি না।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

কড়িকাঠুরে's picture

টাকা হইলে গান শুনমু- "টাকা তুমি সময় মতো আইলানা..."

আব্দুর রহমান's picture

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সাফি's picture

ভাই আপনার অনেক টাকা হলে আমায় কিছু দিয়েন।

আব্দুর রহমান's picture

সাফি ভাই,

' বড়লোকেরা শেষ পর্‍্যন্ত গরীবই থেকে যায় মনে মনে"-সবুজ বাঘ

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

দ্রোহী's picture

অনেক টাকা হলে আমি পিথিমির সব জাইঙ্গা কিনে পুড়িয়ে দেব। যা শালারা খাইটা খা, নিজের জাইঙ্গা নিজে বানায়া নে। দেঁতো হাসি

আব্দুর রহমান's picture

ছোট্ট এক টুকরো কাপড়ের প্রতি আপনার এহেন আক্রোশের কারণ কি জনাব? জাইঙ্গা না থাকলে খারাপ না, বেশ স্বাধীনতার স্বাদ।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

সবজান্তা's picture

অনেক টাকা হইলে সকল ভাতই গুড় দিয়া মাখাইয়া খাইবো দেঁতো হাসি

আব্দুর রহমান's picture

আমিন।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ব্রুনো's picture

অনেক টাকা হইলে আমি এক মাস ধইরা তিনবেলা ইলিশ মাছ খাবো, অনেক দিনের শখ ইয়ে, মানে...

কালো কাক's picture

চলুক আমারও

আব্দুর রহমান's picture

সপ্তাহখানেক পরে আর গলা দিয়ে নামার কথা না, দেখেন তবু চেষ্টা কইরা।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

দাদারাকিব's picture

অনেক টাকা হলে একদিন ওর বাপরে দাওয়াত করে খাওয়াতাম! চিন্তিত

আব্দুর রহমান's picture

কার বাপরে? কি খাওয়াবেন? কেন খাওয়াবেন?

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

ওডিন's picture

Quote:
কৈশোরে তা হয়ে গেলো চকচকে বই না পাবার দীর্ঘশ্বাস।

আমার শৈশবে খুব যে টানাটানি ছিলো তা না, কিন্তু ওই শেলফের চকচকে বই বা নতুন আসা খেলনাটা হুট করে কিনে দেয়ার সামর্থ্য কখনো আসে নাই।

আচ্ছা, আমাদের সবার শৈশব কৈশোরের গল্পগুলোই কি একরকম?

আব্দুর রহমান's picture

এইখানে দুইখান কথা আছে।

প্রথম কথা, গল্পগুলো একরকম দেখে তাড়াতাড়ি লিখে ফেললাম, নাহলে অন্য কেউ লিখে ফেলত।

এর পরের কথা, এটা আমার ধারণা, আমাদের যাদের শৈশব কৈশোরের গল্প গুলো কাছাকাছি তারাই সচলায়তন এ ঘুরঘুর করে। একেবারে পড়াশোনার সুযোগ যার হয়নি, সে এখানে আসবে না। আবার খুব টাকাপয়সা থাকলে, তার না পাবার বেদনা গুলো আমাদের মত হবে না।

------------------------------------------------------------------
এই জীবনে ভুল না করাই সবচেয়ে বড় ভুল

babunee's picture

সৈয়দ মুজতবা আলী। ধন্নবাদ জানানর জন্ন।

"আমাদের যাদের শৈশব কৈশোরের গল্প গুলো কাছাকাছি তারাই সচলায়তন এ ঘুরঘুর করে। একেবারে পড়াশোনার সুযোগ যার হয়নি, সে এখানে আসবে না। আবার খুব টাকাপয়সা থাকলে, তার না পাবার বেদনা গুলো আমাদের মত হবে না।" চলুক

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.