একদিন আমিও বিলাসি হবো
পা’য়ে দলাবো সূর্যমল্লিকা
দু’চাকার বাইকে চড়ে থাকবে
বুকে’র গাঢ় স্পর্শে আস্ত এক রূপসী
পূর্ণিমার চাঁদ জড়াবো আধ ভাঙা শিমুলের ডাল আর
এগারো কেভি বিদ্যুতের জালে
শেষে রাস্তার পাশে’র নর্দমাজলে ডুবোডুবি
আমিও হবো স্বপ্নবিলাসি, স্পর্শবিলাসি
ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে
শরীরের নৈর্ব্যক্তিক ভালবাসায় চুর হবো।
তাই(ভালো হয়)আজ আমাকে কাছে রেখে দাও।
রিকশার হুডে’র ভেতর জমাট ভালবাসায়
দূর দূর দূর তর্জন গর্জন নেই তবু
টিম টিমে জ্বলা
উড়ন্ত প্লেন এর ইশারায়
(চা’য়ের দোকানে)
বৃদ্ধের ঘন কাঁচে ঢাকা চোখে
কে জানে কে বেশি মায়াবী করে রাত
সোডিয়াম বাতি নাকি
পাশেই
তার ঝুলন্ত হারিকেন এ!
[স্হান: রামপুরা থেকে বনশ্রী'র পথে হেঁটে যেতে যেতে।
১৮ই ফেব্রুয়ারী,২০১১ রাত আনুমানিক নয়টা।]
কাঠপেন্সিল
------------------------------------------
ভিড় ঠেলে আয়...সামনে দাঁড়া..
Comments
ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই :)
আমি লেখাটায় কিছু কিছু প্যারা ব্যবহার করেছিলাম। কিন্তু পোস্ট করার পর দেখছি প্যারা গুলো আসে নি!
- কাঠপেন্সিল
------------------------------------------
ভিড় ঠেলে আয়...সামনে দাঁড়া...
বাহ!
(ছবিটার সূত্র দেন নাই যে! )
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এই 'এগারো কেভি' নিয়ে একটু চিন্তিত ছিলাম যে টার্ম টা 'আরোপিত' মনে হচ্ছে কিনা! আপনার মন্তব্যে নিশ্চিন্ত হয়ে গেলাম! অনেক ধন্যবাদ যাযাবর।
[ছবিটা গুগলামি করে বের করা...তাই সুত্র দেই নি !]
কাঠপেন্সিল
----------------------------------
ভিড় ঠেলে আয়...সামনে দাঁড়া..
বাহ, কল্পনা তো অপরূপ পাখা মেলেছে!
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
অনেক অনেক ধন্যবাদ ...অনেক অনুপ্রাণিত হলাম।
পুরোটাই পথে যেতে যেতে যা দেখেছি তাই লেখা
তুই তো বিড়াট কবি হইয়া গেছস!
কাঠপেন্সিল
----------------------------------
ভিড় ঠেলে আয়...সামনে দাঁড়া..
ভাল্লাগসে।
তবে ছবি বুঝি নাই।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আসলে এই ছবিটার সে অর্থে কোন মানে নাই। এই লেখাটা'র জন্য ছবি খুঁজতে গিয়ে গুগল ছবিটা পেয়েছিলাম...ছবিটা'র শিরোনাম ছিলো...লং ওয়ে হোম...নামটা খুব ভাল লেগে গেলো তাই দিয়ে দিলাম।
অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য
কাঠপেন্সিল
----------------------------------
ভিড় ঠেলে আয়...সামনে দাঁড়া..
Post new comment