হিমুর জোৎস্না স্নান থেরাপী

এস এম মাহবুব মুর্শেদ's picture
Submitted by mahbub on Tue, 06/11/2007 - 12:56pm
Categories:

জোৎস্না চিকিৎসা
আজ খবরে দেখলাম ৫২ ফুট উঁচু, ৬০ ফুট চওড়া ২৫ টন ওজনের একটা পাটাতনে কাঁচের আয়তকার টুকরো লাগিয়ে অ্যারিজোনার মরুভুমিতে একটা বিরাট যজ্ঞ বাঁধানো হয়েছে। সেখানে রাতের বেলা চাঁদের আলো ধরে ফেলা হয় সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উপর। চাঁদের আলোতে অবগাহন করে মানুষগুলো সুস্থ হয়ে উঠেন।

একজন জানালেন ব্যাপারটা পানি বিহীন জলাশয়ে সাঁতার দেবার মত। আরেকজন জানালেন বিশাল কফির পাত্রে পড়ে যাবার মতো। একজন এসেছেন অন্য একটি স্টেইট থেকে। একজন এসেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। তার নাকি ক্যান্সারও একটু একটু ভালো বোধ হচ্ছে। প্রতিষ্ঠাতা আশা করছেন এর পিছনে কোন ভালো ব্যাখ্যা আছে নিশ্চয়ই - বিজ্ঞান তাকে হয়ত ব্যাখ্যা দেবে ভবিষ্যতে।

আমি ভাবছিলাম, হুঁ হুঁ বাবা আমাদের হুমায়ু নাহমেদ পড়োনি তো! জানবে কি করে? এসব তো আমরা কবেই আবিষ্কার করে ফেলেছি। কবরে জোৎন্সা চিকিৎসা, গু চিকিৎসা এসব তো তোমরা নামও শোননি!

পরপর মনে হল, এত চিকিৎসা থাকতে আমাদের রাজনীতিবিদদের শোধন করা হচ্ছে না কেন? একটু গু চিকিৎসা চালালে কেমন হয়?


Comments

অফলাইনে সৌরভ's picture

হাহ হা..
হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে।
গু চিকিৎসা জরুরি হচ্ছে নব্য রাজাকারদের। আর পুরনোগুলোরে তো বিষ খাইয়ে মারা উচিত, সেটা বলাই বাহুল্য।

টুটুল's picture

গু চিকিতসায়ও রাজনীতিবিদরা ভালো হইবো না...
___________________________
"LOVE ME... IF YOU CAN"

অছ্যুৎ বলাই's picture

'বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর' থেরাপি।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

প্রকৃতিপ্রেমিক's picture

আচ্ছা এই জিনিস আর আমাদের দেশের মাইকে ফু দিয়ে পানি পড়া নিয়ে তা দিয়ে অসুখ ভাল হওয়া একই জিনিস না? কী বলেন?

মুর্শেদ ভাই, আপনি গেছিলেন নাকি?

এস এম মাহবুব মুর্শেদ's picture

কেন আপনার এক বোতল জোৎস্না ভেজা পানি লাগবো নাকি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সবজান্তা's picture

এর চেয়ে ভালো থেরাপি আমি জানি। অনেকটা একই রকম। সেটাপ পুরাই এক।

শুধু জায়গা টা আরিজোনার বদলে সাহারা মরুভূমি আর গোল্লাটা চান্দের বদলে সুরুয।

আশা করি রোগ ভালো হবেই।
-----------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.