লস্করের বিলাত আবিষ্কার

হীরক লস্কর's picture
Submitted by hirokloshkor on Sat, 31/12/2005 - 9:02am
Categories:

বিলাত সাত সাগর পাড়ের দেশ হলেও শাসক আর শাসিতের সম্পর্কেআমার তো তেমন দূরের কিছু নয়। পিতামহ বা মাতামহরা তো রাণীর শাসনেই মানুষ। তবু জাহাজ চেপে রাণী অব্দি তারা পেঁৗছাতে পারেননি। হাজার হোক তাদের সূত্র তো আমি অস্বীকার করতে পারিনা। তাদের আশাকেও অসম্পূর্ণ রাখতে পারি না। সুতরাং উড়াল জাহাজে সওয়ার হয়ে আমি একদিন হাজির হয়ে গেলাম দাদা-নানার স্বপ্নশহর লন্ডনে।

ঐতিহ্যের ইঁট গাঁথা শহরে হাঁটি। মনে কোনো জোর পাই না। প্রাক্তন প্রভুদের বংশধররা এখনও যে পুড়িয়ে ছাই করে দেবো চোখে তাকায় - তা আমাশয় ঘটিয়ে দেয়ার মত। কিন্তু লন্ডন এসে জানতে পারলাম আমিই একমাত্র লস্কর নই। আরো আগে সত্যিকার লস্কররা এসেছিল এই দেশে। তাদের রক্তে এদেশের মাটিও ভিজেছে। আমাদের ইতিহাস থেকে আমরা এমনিই চোখ ফিরিয়ে রাখি।অতীত খুঁড়ে দেখার তো প্রশ্নই ওঠে না। প্রতিবছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স পাশ করে বের হচ্ছে হাজার হাজার ছাত্র-ছাত্রী। তারা কি নিয়ে গবেষণা করে?


Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.