'ইয়াহইয়া ফজল' --- হাসিন সাহেবকে মেইল করুন, এডমিন গন-- নতুন ব্লগারদের সমস্যাগুলো দেখুন দয়া করে ....

হাসান মোরশেদ's picture
Submitted by hasan_murshed on Wed, 20/12/2006 - 8:09am
Categories:

জনাব ইয়াহয়া ফজল,
হোম পেজের বাম পাশে 'কোন সমস্যা' লিংকে ক্লিক করে , এডমিনদেরকে আপনার সমস্যা জানান ।
আমার কোন একপোষ্টের মন্তব্যে আপনি আপনার সমস্যা জানানোর পর আমি হাসিন সাহেবকে ব্যপারটা মেইলে জানিয়েছিলাম ।
মেইল আই.ডি দিচ্ছি, আপনি আবার মেইল করে দেখতে পারেন ।

প্রিয় হাসিন ও অন্যান্য এডমিন গন ,
ইদানিং দেখা যাচ্ছে অনেক নতুন ব্লগারেরই এই সমস্যাটা হচ্ছে । সম্ভবত: রেজিস্ট্রেশনের সময় তারাই কোন ভুল করছেন । যা হোক, এই ভুলটা যেহেতু 'কমন' হয়ে যাচ্ছে, সেহেতু আপনারা নতুন ব্লগারদের জন্য রেজিস্ট্রেশনের নিয়মক ানুনটা আরো স্পষ্ট করে দিতে পারেন । কোথায় ভুল হতে পারে, সেটা উল্লেখ করা যেতে পারে ।
রেজিস্ট্রেশনের পর পরই এরকম অসুবিধায় পড়লে একজন নতুন ব্লগার উদ্যম হারিয়ে ফেলতে পারেন ।

মাগনা খাওয়াবেন যখন, মোরগ পোলাওটাই খাওয়ান হাসি

কৃতজ্ঞতা আপনাদের প্রতি । ।


Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.