তোমাকে দেবার মতো

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Mon, 28/09/2009 - 9:20am
Categories:

আমার কিছু নেই আর, তোমাকে দেবার মতো
শুধু নিষ্প্রহ চেয়ে থাকা ছাড়া।
আমি হারিয়ে ফেলেছি সব কথাগুলো দূরে কোথাও ঠিকানাহীন পথে
আর সব ঠিকানাগুলো আমাকে ঘর থেকে ছুড়ে রাস্তায় ফেলে গেছে।

বছরগুলো আমার সব সবুজগুলো নিয়ে পালিয়েছে
পুরনো ক্যালেন্ডারের পাতা হয়ে
নতুন বছরগুলো আমার জন্য কোন উপহার আনেনি
বহুদিন, বহু বহু বছর।

আমি তবু নি:স্ব হয়ে বসে আছি তোমাকে ভালোবাসা দেবার জন্য
যেটা আমি নিজের মাঝেই অনুভব করি না একদমই..
আমার খুব অসহায় লাগছে
আর মনে হচ্ছে, আমি পৃথিবীর কাছে কিছু অহেতুক ভালোবাসা ঋণ চাইছি
যেটা আমি কখনোই ফেরত দিতে পারবো না..

তারপর পৃথিবীটা বরাবরের মত আমার সবকিছু কেড়ে নিয়ে যাবে
আমি পড়ে থাকবো আমার শূণ্য পথে,
আর খুঁজবো ঠিকানা,
আর ভাববো কোথাও কি আসলেই আমার যাওয়ার ছিল?

আমার কিছু নেই আর, তোমাকে দেবার মতো
শুধু নিষ্প্রহ চেয়ে থাকা ছাড়া।
আমার যা নেই, তা আমি তোমাকে দিতে চাইতে পারি না।
তাই আমি চাইতেও পারি না তোমাকে ভালোবাসতে।

পতঙ্গ আর মাকড়শার আগুনের কোন অধিকার নেই।


Comments

মূলত পাঠক's picture

কবির নাম কই?

অতিথি লেখক's picture

অতিশয় চমৎকার------
শূন্য,রিক্ত তথাপি উজার করে ভালবাসা দিতে চাওয়া।
চালিয়ে যাও বন্ধু!
এস হোসাইন

---------------
"মোর মনো মাঝে মায়ের মুখ"

শাহেনশাহ সিমন's picture

বেশ লাগলো।

কবির নাম জানতে চাই

_________________
ঝাউবনে লুকোনো যায় না

গৌতম's picture

বিষয়বস্তু খুব একটা ভালো লাগলো না, তবে ভাষা ও প্রকাশভঙ্গী চমৎকার।

কবির নাম জানতে চাই।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.