কালের ছড়া - ১৫

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Thu, 24/04/2008 - 11:43pm
Categories:

তোদের কথা ভেবেই করা
তা'তেও দেখি সায় নাই
"ফ্যাক্ট" না বুঝে কথা বলার
স্বভাব তোদের যায় নাই !

আরে বোকা ঠান্ডা মাথায়
একটুখানি ভাব.. দেখ
জামিন দেয়া বন্ধ হলে
কাদের বেশী লাভ.. দেখ

নিম্ন আদালতে না হয়
জামিন পেলি মামলায়
কত্তো টাকা খরচ লাগে..
খরচটা কে সামলায় !

তা'ও যদি রায় থাকতো বহাল
তখন না হয় বুঝতাম
জনগণের জন্য "বেটার"
বিকল্প কী খূঁজতাম !

উচ্চ আদালতে এসে
হবে তোদের হারতেই
তাইতো এখন জামিন দেয়া
বন্ধ জনস্বার্থেই !

২৪ এপ্রিল ২০০৮
জনৈক "বেক্কল ছড়াকার"


Comments

স্বপ্নাহত's picture

টিপিক্যালি "সেইরকম"

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

হিমু's picture

আপনার নিবন্ধন নাম আর ইমেইল ঠিকানাটি দয়া করে জানান।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী's picture

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কী আর বুইলবো?
যথারীতি দুর্দান্ত!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু's picture

আপনার নিবন্ধনে ব্যবহৃত ইমেইল ঠিকানা বরাবর একটি বার্তা গেছে সচলায়তনের পক্ষ থেকে। অনুগ্রহ করে দেখুন।


হাঁটুপানির জলদস্যু

অতিথি লেখক's picture

ইমেইল পেয়েছি
আমাকে কি কোন কিছু ইনস্টল করতে হবে মেইলটা পড়ার জন্য ?

aa_bd@yahoo.com

হিমু's picture

আপনার ব্রাউজারের এনকোডিং কি UTF-8 সেট করা আছে?

ইয়াহুতে মাঝে মাঝেই মেইলে বাংলা পড়তে সমস্যা হয়। আপনার কোন জিমেইল ঠিকানা আছে কি?

আর একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি, আপনার কম্পিউটারে সম্ভবত ইন্ডিক ল্যাঙ্গুয়েজ সাপোর্টের ফাইলগুলি ইনস্টল করা নেই। সেক্ষেত্রে আপনি অভ্র কীবোর্ড ইনস্টল করে নিতে পারেন (www.omicronlab.com)।


হাঁটুপানির জলদস্যু

হিমু's picture

আপনার জিমেইল ঠিকানাটি চেক করে দেখুন প্লিজ।


হাঁটুপানির জলদস্যু

রায়হান আবীর's picture

সচল হওয়ায় অভিনন্দন...
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।

ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।

অতিথি লেখক's picture

বেক্কল ছড়াকার ভাই, সচল হওয়ায় অনেক অভিনন্দন।
কিন্তু আপনি তো ভাই অচল থেকে সচল হওয়ার মানদন্ডটা অনেক উঁচুতে নিয়ে গেলেন...এখন আমার সচল হওয়ার কি হবে ইয়ে, মানে...
~রেনেট

স্বপ্নাহত's picture

ভাগ্যিস এই বেক্কল ভাইজান আমার টাইমে সচলে লেখালেখি স্টার্ট করেনাই!!

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

অতিথি লেখক's picture

আসলেই স্টান্ডার্ড অনেক হাই হয়ে গেল ইয়ে, মানে...

-------
স্পর্শ

আকতার আহমেদ's picture

ধন্যবাদ রায়হান আবীর ও রেনেট
রেনেট শীঘ্রই সচল হোক .. এই দাবী এবং শুভকামনা

সবাইকে অনেক অনেক ধন্যবাদ - যারা এই অচল "বেক্কল ছড়াকার" এর লেখা পড়তেন, মন্তব্য করতেন, আমাকে সচল করার জন্য মডারেটরের দৃষ্টি আকর্ষণ করতেন..
কিছু কিছু ঋণ শোধ হয়না.. আর কিছু ঋণ শোধ করতেও হয়না..
আমিও না হয় ঋণীই থেকে গেলাম ঋণ শোধের চেষ্টা না করেই
সবাইকে আবারও কৃতজ্ঞতা...
সচলায়তনের জয় হোক

জনৈক "বেক্কল ছড়াকার"

অতিথি লেখক's picture

আপনার "বেক্কল ছড়াকার" নিক টা খুব ভাল লাগতো! 'আকতার আহমেদ' সেই হিসেবে একটু সদামাটা! খাইছে

আপনি দারুন লেখেন! সচল হওয়ার শুভেচ্ছা!! হাসি

-----------
স্পর্শ

অচল আনি's picture

অভিনন্দন!! এইবার আর অতিথি নন এক্কেবারে ঘরের লোক...

স্বপ্নাহত's picture

আপনিই বা আর কয়দিন অচল আনি থাকবেন চিন্তিত

সচল আনি হবার জন্য একটু গা ঝাড়া দিন না...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

খেকশিয়াল's picture

ইয়াহু! বেক্কল সচল! রইল বাকি রেনেট, বেক্কল ছড়াকার ভাই, অনেক অভিনন্দন দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্বপ্নাহত's picture

অভিনন্দন!!

"স্পর্শ" এর সাথে আমিও একমত। বেক্কল ছড়াকার নিকটা অনেক cute!! হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ক্যামেলিয়া আলম's picture

হাই ছড়াকার --- মিয়া ব্যাক্কল বানাইলেন তো -------- ভাল হইছে-------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

বিপ্লব রহমান's picture

রে বেক্কল! শাবাশ! গুল্লি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল's picture

জনৈক "বেক্কল ছড়াকার" এর শেষ ছড়া চোখ টিপি

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.