নীতা: তমালের বউ। মধ্যবিত্ত সংসারেরসব রকম গন্ডি থেকে বেরিয়ে আসার সর্বতোভাবে চেষ্টা করে। স্বামীকে পছন্দ করেনা। নিজের জীবনটাকেও না। পাল্টে ফেলার আমূল চেষ্টা করে, ভালো গান করে।
তমাল: টিপিক্যাল মধ্যবিত্ত বাঙ্গালী। বউয়ের প্রতি চাপা বিদ্বেষপ্রসূত ঈর্ষা কারণ সে বিশ্বাস করে বউ তার থেকে বেশী কোয়ালিফায়েড। মনের কোণে গোপন ইচ্ছে প্রতি বছর বউকে প্রেগন্যান্ট বানিয়ে এ ন গেজ করে রাখা।
শারমিন: খুবই কনফিউজড চরিত্র। নিজের তুমুল আবেগের রাশ টেনে ধরতে না পেরে শেষ অবধি একলা থাকার সিদ্ধান্ত নিয়েছে। বাচ্চা খুব পছন্দ, কিন্তু বাচ্চা জন্ম দেয়ার পদ্ধতি একেবারেই নয়। আ্যডাপ্ট করার কথা ভাবছে।
রেহানা বেগম: নীতা, নাঈম, শামীম, সোহেলের মা। ছেলেমেয়েদের সম্পর্কে খুব পজেসিভ। ধার্মিক। ছেলের বৌ দের কে বাচ্চা না হবার অপরাধে প্রায়শ:ই বকাবকি করেন।
রাজীব: মারকাটারি সুদর্শন। টল, ডার্ক আ্যন্ড হ্যান্ডসাম। যৌনাবেদনময়। নীতা মনে মনে ফ্যান্টাসাইজ করে রাজীব কে। রাজীবের পছন্দ পারমিতাকে। কিন্তু পারমিতার মা রাজীবের "হাইলি আনআ্যকসেপ্টেবল" জীবনযাত্রা স হ্য করতে পারেন না ।
Comments
Post new comment