টিপকথা

জি.এম.তানিম's picture
Submitted by gmtanim on Wed, 02/07/2008 - 11:14am
Categories:

সিজন চেঞ্জের সময় জ্বরে পড়লাম। তিনদিন বাড়িতে বসা, প্রচন্ড বোরড। ভাবছি কালকে থেকে অফিসে যাব, যদি আরেকটু ভালো ফিল করি। এদিকে জ্বরের প্রথম দিন থেকে মাথায় কিছু লাইন ঘুরছে। না লিখে ফেলা পর্যন্ত মাথায় যন্ত্রনা দিবে, তাই লিখে ফেললাম। জ্বরের ঘোরে প্রলাপ ক্যাটাগরির এই লেখা, আজকের টিপকথা...

কেউ টিপসই দিয়ে সব ফেলে খুইয়ে,
ভালো টিপস পায় কেউ কারো হাত ধুইয়ে।
ইনফেকশন করে টিপে টিপে ফোঁড়াটা,
নিশানায় টিপ করে টিপে দেয় ঘোড়াটা।
কলবেল টিপে লোকে আসা দেয় জানিয়ে,
কলমের টিপে কত কথা লেখে বানিয়ে।
এযুগের ছেলেমেয়ে মোবাইলে পিসিতে,
টিপে চলে ওয়ান টু, টিপছে- এ বি সি তে।
রিমোট টিপছি নানা চ্যানেলের ফাঁদেতে,
মাঝরাতে পা টিপে একা হাঁটি ছাদেতে।
নাক টিপে কারো নাকি বের হয় দুগ্ধ,
টিপ পরা উর্বশী দেখে হই মুগ্ধ।
চোখ টিপে ইশারায় বলি যদি, "বাব্বাহ",
গলা টিপে দিতে আসে বালিকার আব্বা।
টিপকলে পানি খেলে তুমি বল কিপটে,
ঠিকই তো বোতাম টেপ জামায় বা লিফটে।
মধ্যবিত্ত তাই এই রোজ কড়চা,
সপ্তাহে সাতদিনই টিপে টিপে খরচা।
তবু ভুলে গোলমাল ভুলে অনাসৃষ্টি,
এসো দেখি বাইরের টিপটিপ বৃষ্টি।

#০২.০৭.০৮


Comments

আকতার আহমেদ's picture

অনবদ্য ছড়া. ! দুর্দান্ত ..

নজমুল আলবাব's picture
কীর্তিনাশা's picture

দুর্দান্ত!
-----------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু's picture

বাহ! হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সংসারে এক সন্ন্যাসী's picture

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দারুণ! সুকুমারীয়!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক's picture

মারহাবা মারহাবা! হাসি

~ ফেরারী ফেরদৌস

জুলিয়ান সিদ্দিকী's picture

চমৎকার লাগলো!

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

হু... আপনার ছড়া পড়লে সুকুমার রায় মনে পড়ে... অসাধারণ লিখেছেন... খুব ভালো লাগলো তানিম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জি.এম.তানিম's picture

অনেক অনেক ধন্যবাদ সবাইকে। হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অচেনা কেউ's picture

হায় হায় !! জ্বর বাঁধিয়ে বসে আছেন দেখছি !!! খুব খারাপ কথা। আপনার ছড়া পড়তে ভালই লাগে আমার।এটাও লাগল।ভাল হয়ে উঠুন তাড়াতাড়ি।

শিশিরকণা's picture

এইরকম কবিতা ভাল। বুঝা যায়!

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

জি.এম.তানিম's picture

হা হা হা... ধন্যবাদ...

কবিতা না তো, ছড়া খাইছে

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

Kuhu Mannan's picture

দারুণ দারুণ...... বাহ... গুরু গুরু

তিথীডোর's picture

জোশ! চলুক

Quote:
টিপ পরা উর্বশী দেখে হই মুগ্ধ।
চোখ টিপে ইশারায় বলি যদি, "বাব্বাহ"।

ছিঃ ছিঃ, আপনি উর্বশীদের চোখ মারতেন?
খুব খ্রাপ কথা! দেঁতো হাসি খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.