আমি টাকডুম টাকডুম বাজাই

দৃশা's picture
Submitted by drisha on Fri, 23/01/2009 - 11:06am
Categories:

গানঃ আমি টাকডুম টাকডুম বাজাই
শিল্পী/সুরকারঃ শচীন দেব বর্মন
গীতিকারঃ মীরা দেব বর্মন

টাকডুম টাকডুম বাজাই
আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল।।
সব ভুলে যাই, সব ভুলে যাই
তাও ভুলি না বাংলা মায়ের কোল।

বাংলা জনম দিলা আমারে।।
তোমার পরান আমার পরান
এক নাড়ীতে বাঁধারে।
বাংলা জনম দিলা আমারে।
মা-পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।

মা তোমার মাটির সুরে সুরেতে।।
আমার জীবন জুড়াইলা, মাগো আমার জীবন জুড়াইলা
বাউল ভাটিয়ালীতে,
মা তোমার মাটির সুরে সুরেতে।
পরান থুইয়া মেঘনা তিতাস পদ্মারই গান গাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।

বাজে ঢোল নরম-গরম তালেতে।।
বিসর্জনের ব্যথা ভুলায় আগমনীর খুশিতে,
বাজে ঢোল নরম-গরম তালেতে।
বাংলাদেশের ঢোলের বোলে ছন্দপতন নাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।

014. Aami Takdum T...

আমি টাকডুম টাকডুম বাজাই


Comments

পরিবর্তনশীল's picture

Quote:
মা-পুতের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই
সব ভুলে যাই, তাও ভুলি না
বাংলা মায়ের কোল।

আহা! কী মধুর একটা গান!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রায়হান আবীর's picture

এই প্লেয়ারটা বাজাইতে পারি না ক্যান? ~x(

আফা অন্য একটা প্লেয়ার দেন পিলিজ।

=============================

দৃশা's picture

হয় কি না দেখেন তো
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

রায়হান আবীর's picture

না মানে আমি প্লেয়ারটার কথা বলছিলাম- প্লে বাটন পাইনা। গানটা নামায়ে ফেলছি। আপনারে ধন্যবাদ।

=============================

ধুসর গোধূলি's picture
ভূঁতের বাচ্চা's picture

খুব পছন্দের গান এইটা আমার।
দৃশাপুকে আবার ধইন্যবাদ।

-------------------------------

--------------------------------------------------------

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.