দেশের গান: এই সময়, সেই সময়

দৃশা's picture
Submitted by drisha on Mon, 15/12/2008 - 7:23pm
Categories:

বেশী কিছু বলব না । যা বলার তা এখানেই বলা হয়ে গেছে।
এখন শুধু আমাদের এই উদ্যোগটুকু সমাধা করার পালা। আমরা কত কি তো পারি...তবে এটা নয় কেন?
জাগো সচলবাসী জাগো...এবার কোমর বেঁধে লাগো। দেঁতো হাসি

আসুন গড়ে তুলি দেশাত্মকবোধক গানের শক্তিশালী সংগ্রহশালা ।
সচলের সকলে রেখে যান তাদের পছন্দের কিংবা পরিচিত দেশাত্মকবোধক গানের লিঙ্ক,সাথে গানের লিরিক্স এবং যদি জানা থাকে তবে সুরকার ও কন্ঠশিল্পীর নাম।
(বইয়ের নামের জন্য আলবাব ভাইকে এক চিমটি ধন্যবাদ।)


Comments

দৃশা's picture

মুর্শেদ ভাই এসওএস...(ফিক ফিক)
এইটারে একটু ঠিক করেন পিলিয ।

দৃশা

এস এম মাহবুব মুর্শেদ's picture

এই পোস্টটি এখন থেকে ই-বুক। লেখা জমা দেয়ার জন্য একটি নতুন বইয়ের পৃষ্ঠা লিখুন এবং প্যারেন্ট হিসেবে এই বইটাকে সিলেক্ট করে দিন। এই উদ্যোগের জন্য দৃশাকে শুভেচ্ছা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নজমুল আলবাব's picture

আবার আমারে টানে কেন?

শুভকামনা এই সুরহীন মানুষের পক্ষ থেকে। আগে বাড় কমরেড...

ভুল সময়ের মর্মাহত বাউল

দ্রোহী's picture

সাথে আছি, জানিনা কদ্দুর কি করা সম্ভব।


কি মাঝি? ডরাইলা?

হাসান মোরশেদ's picture

যাক,গান শোনা যাবে ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অন্য ট্রলার's picture

বিভিন্ন মিউজিক সাইটে দেশাত্ববোধক গান পাওয়া যায়। মোটামুটি সবাই এই নামে আলাদা ফোল্ডার রাখে। তখন ঘটা করে ব্লগে এসে "দেশাত্মকবোধক গানের শক্তিশালী সংগ্রহশালা" গড়ার দরকার হলো কেনো? যদি লিরিকস সমগ্র জমানোর দরকার হয়, বাজার থেকে গানের বই কিনে টাইপ করে পোস্ট দেয়া যায়।
সামগ্রিকভাবে পুরো উদ্যোগটিকে ঝাপসা মনে হচ্ছে। আমি আহবানকারী ব্লগারের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আপনার পরিকল্পনা নিয়ে সুস্পষ্ট গাইড লাইন দিন। আমার মতো আবাল পাবলিক একটু বুঝুক, আপনি আসলে কি করতে চান।

এস এম মাহবুব মুর্শেদ's picture

দৃশা হয়ত তার ব্যাখ্যা দিবেন। আমার পয়েন্ট অভ ভিউ থেকেও এটা ভালো একটা উদ্যোগ। কারন গুলো বলি:

১। বাজার থেকে বই কিনে পোস্ট দেয়ার কাজটাই কেউ করছে না। তাই নতুন ধরনের ওয়েব মিডিয়ায় এগুলো অপ্রকাশিত থেকে যাচ্ছে।

২। শুধু গান পোস্ট করা আর গানের সাথে তার এমপিথ্রী এবং রিলেটেড অন্যান্য তথ্য পোস্ট করায় ব্যাপারটা অনেক বেশী রির্সোসফুল এবং ইউজফুল হচ্ছে।

৩। তাছাড়া ওয়েবে একজন তার একাউন্ট থেকে পোস্ট করছেন বলে কারেকশন করার সুযোগ এবং একাউন্টিবিলিটি থাকছে।

৪। গানগুলো ভবিষ্যত প্রজন্মের জন্য অমরত্ব পাচ্ছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ট্রলার's picture

"অন্য ট্রলার" ভাইয়ের সাথে "আসল ট্রলার"ও কিছু যোগ করার অনুমতি চায়।

সংগ্রহশালায় কি শুধু লিরিকস থাকবে?
গান ডিজিটাল সংগ্রহে রাখার ব্যাপারটা ব্যক্তিগত পর্যায়ে অনুমতির দরকার হয় না।কিন্তু কম্যুনিটির ব্যবহারের জন্যে স্বত্বসংরক্ষণ আইনের ভেজালে পড়ে যাবেন।

সেই অর্থে কিন্তু, ওয়েবে বাংলা গানের যেসব ভাণ্ডার, সবগুলিই বেআইনী।
(আইন ব্যাপারটা অবশ্য আপেক্ষিক, কোন পারসপেক্টিভ থেকে আপনি বিচার করবেন, সেটাও জরুরি ব্যাপার।)

শুধু লিরিক রাখতে চাইলে অবশ্য কোন ক্ষতি নেই।

এস এম মাহবুব মুর্শেদ's picture

অনুমতি ছাড়া সচলায়তনে গান রাখতে আমরাও চাইব না। অন্য কোথাও রেখে এখানে লিংক দিতে পারেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দৃশা's picture

বাহ বেশ বেশ এখানে দেখি ট্রলার সমারহ চলছে। দেখে ভাল লাগল।

অন্য ট্রলার ভাইজান, জ্বি ঠিক বলেছেন বিভিন্ন সাইট আছে গান খোঁজার জন্য। নিজেকে দিয়েই বলি অনেক সময়ই অনেক গান আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব হয় না বিভিন্ন সাইট থেকে। সে ক্ষেত্রে আমি তখন বন্ধু-বান্ধবদের সাহায্য চাই তাদের সংগ্রহ থেকে গানখানা দেওয়ার জন্য। যাই হোক, সচলায়তন ধীরে ধীরে নানাদিক দিয়েই সমৃদ্ধ হচ্ছে, নতুন নতুন সংযোজন ঘটছে এবং আশা করি ভবিষ্যতে আরও হবে... এই দিকটাও যদি সচলায়তনকে আরো খানিকটা সমৃদ্ধ করে তবে ক্ষতি কি? আমার পোস্টখানায় একটা লাইন আছে “জাগো সচলবাসী জাগো...কোমর বেধে লাগো”। স্পষ্টতই বুঝতে পারছেন আহবান খানা ছিল আপাতত সচলবাসীর প্রতি...সমগ্র দেশবাসীর প্রতি না। কারন আপনার কথা মত ধরে নিলাম তাদের জন্য আছে বিভিন্ন সাইটের লিস্টেড ফোরাম। এখন জানার বিষয় হল সচলবাসী কারা? আমার মতে বর্তমানে যারা সচলে এ্যাক্টিভ আছেন তা তিনি অতিথি হোন কিংবা রেজিস্টার করা মেম্বারই হোন তারাই, এবং সচলের শুভাকাংক্ষী পাঠকরা। যখন এধরনের একটা উদ্যোগ নিয়ে তা সফল করা সম্ভব তবে কেন নেওয়া হবে না বলতে পারেন ?? যদি সচলবাসী এখানেই মানসম্পন্ন নুতন কিংবা পুরনো দিনের জনপ্রিয় এবং অসাধারন সব গানের ভান্ডারের ঠিকানা পেয়ে যায় তাহলে তো তাদের কষ্ট করে বিভিন্ন সাইট ঘাটার কষ্ট করতে হয় না, তাই না ??

আপনি কিন্তু একই সময়ে একটা সাইটে গিয়েই আপনার সব কাংক্ষিত গানগুলো খুঁজে পান না, সব সাইটে যে খুব ভাল কালেকশন রাখে তাও না। বরং দেখা যায় অনেকসময় ব্যক্তিগত সংগ্রহে অনেক রেয়ার এবং ক্লাসিক কালেকশন থাকে। সেই কালেকশন গুলাকে একত্রিত করাই এই উদ্যোগের একখান উদ্দেশ্য।

শক্তিশালী সংগ্রহ বলতে আপনি কি বুঝেন ঠিক জানি না...তবে আমার মতে ১০০০ হাজার আপঝাপ গানের থেকে ১০০ টা মানসম্পন্ন গান একটা কালেকশনকে অনেক রিচ করে। আজকাল ব্যাঙ্গের ছাতার মত ব্যান্ড বের হচ্ছে, সবাই আবার একটু আধটু দেশাত্মকবোধক গান করার চেষ্টা করছে, উদ্যোগটা অবশ্যই ভাল তবে কতটা মানসম্পন্ন সেটা দেখার বিষয়। আর আমি এমন একটা কমিউনিটিতে প্রস্তাবটা রেখেছি যাদের রুচি সম্পর্কে আমার অন্তত কোন সন্দেহ নেই। সচলবাসী যদি সর্বাগ্রে এই উদ্যোগে অংশগ্রহন করে তবে একটা রিচ কালেকশন ক্রিয়েট করা খুব কঠিন কিছু কিন্তু না।

মুর্শেদ ভাই কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট তুলে ধরেছে যা আর আমি নতুন করে বললাম না। লিরিক্স নিয়ে আপনে যা লিখলেন পড়ে মজা পেলাম। আমার কোন গানের লিরিক্স প্রয়োজন হলে বই কিনতে ছু্টে যাই না, এমন কাউকে চোখেও পড়েনি। বরং বন্ধুদের কাছ থেকে খুঁজে নি অথবা নিজেই গান শুনে লিরিক্স লিখে নি। এখন সচলবাসী যদি সহজেই এতোগুলো তথ্য সহ গানের ঠিকানা খানা এক জায়গা থেকেয় পেয়ে যায় , তাহলে বিভিন্ন সাইটে ঘুরে বেড়ানর প্রয়োজন আছে বলে মনে হয় না। সচলবাসী নিশ্চয় ১০ মিনিট খরচ করতেই পারে এমন একটা উদ্যোগে যোগ দিতে।

সচলায়তনের পরিধি ভবিষ্যতে আরও বৃহৎ হবে...অনেক নুতন নুতন মানুষদের আমরা এখানে পাবো। পরবর্তীতে তারাও এই উদ্যোগে অংশ নিতে হয়ত আগ্রহী হবে। সর্বোপরি এই উদ্যোগ মনে হয় না সচলের কোন ক্ষতি করবে বরং আমার মত অনেকের মতেই এই উদ্যোগ আমাদের এবং আমাদের ভবিষ্যত সচল প্রজন্মকে খানিকটা হলেও সমৃদ্ধ করবে।

বিষয়ডা কি ভাইজান এখনও ঝাপসা? যদি স্টিল ঝাপসা হয় তাহলে বরং আর এটা নিয়া কথা না কই। কারন ভাইজান আপনার আর চিন্তা কি ...আপনার জন্য আছে বিভিন্ন সাইট এবং বাজারে সাজিয়ে রাখা থরে থরে গানের বই। যদি ইচ্ছা হয় তাইলে গানের সমুদ্রে ডুব দিয়া একটা ঝিনুক রাইখা যাইয়েন। এতে আমার মত আরও কিছু মানুষের উপকার হবে। ভাল থাকুন।

আসল ট্রলার ভাই খুব ভাল দিক পয়েন্ট করেছেন। যেহেতু আমি নিজে কিঞ্চিত আইন নিয়া গুতাগুতি করি তাই অবৈধ কিছু যে করুম না তা নিশ্চিত থাকেন। মুর্শেদ ভাই যা বলল মোটামোটি আমার চিন্তাটাও এমনি ছিল। আমাদের প্রত্যেকেরই কিন্তু কম বেশী বেশ কয়েকটা গ্রুপ আছে যেখানে আমাদের প্রিয় জিনিস গুলো আপ করে রাখি । এবং বিভিন্ন সময়ে আমরা সে সব লিঙ্ক সচলে দিয়ে এসেছি। এক্ষেত্রেও সচলে থাকবে শুধু গানের লিঙ্ক।

আর বেশি কি বলব বলেন...অনেকেরই অনেক রকম মতভেদ থাকতে পারে। এটা শুধু আমার একটা প্রস্তাব...একে বাস্তবায়ন করতে চাই প্রত্যেকের সহযোগিতা। সহযোগিতা পেলে উদ্যোগটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব...আর না পেলে তো কিছু বলার নেই... অন্য ট্রলার ভাই তো আছেই।

দৃশা

অন্য ট্রলার's picture

দৃশা - আপনি আমার কথাগুলোকে পারসোনালি নিয়েছেন দেখে খারাপ লাগলো। আমি আপনাকে নয়, আপনার উদ্যোগ নিয়ে কথা বলছিলাম। আপনি সচলবাসীর ১০ মিনিট সময় প্রত্যাশা করেছেন। আমিও কামনা করবো - আপনার আহ্বানে সাড়া দিয়ে প্রত্যেকে ১০ মিনিট নয়, ১০টি গান দিক। ১০০ জন সচল মিলে ১০০০টি গানের তালিকা হয়ে যাবে।

বরং শংকাটা জানিয়ে রাখি - এরকম 'জেগে উঠা' কিংবা 'কোমর বেঁধে লাগার' ডাক শুনে শুভাকাঙ্ক্ষী হওয়া যায়, প্রদায়ক হওয়া যায় না।

আমার শংকা আপনাকে ব্যক্তিগতভাবে আঘাত করলে সরি বলে নিচ্ছি।

টুটুল's picture

পল্লীগ্রামের জারী সারী/পালা গান/শরিয়তি মারফতি গান.. এইগুলাকে একত্রিত করা যায় না? আমি হন্যে হয়ে খুজেও পাচ্ছিনা ... সচল এর সহযোগীতা চাচ্ছি...

সৌরভ's picture

এই পোস্ট হঠাত উদয় হইলো ক্যানো? দৃশা কই গেলো?


আবার লিখবো হয়তো কোন দিন

দৃশা's picture

ফুস্ট খোতা তেকে খেমন খরে উধয় হইল এঠা দি থুমার কি ধরকার খুকা? থুমি ঘান ধিচ্চ না খেন- এঠা অলো ঝরুরি ভিষয়। আর ধেরী খরে না ...হোকে?
----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

ভূঁতের বাচ্চা's picture

তোমার উদ্যোগ পছন্দ হইছে দৃশা।
সাহায্যের হাত বাড়াবার জন্য অবশ্যই চেষ্টা করব।
সময় পেলে মজার লেখাটেখা দিও। ভাল লাগে পড়তে।

--------------------------------------------------------

দৃশা's picture

চেষ্টা ফেষ্টা না... বরং যা গান আছে সেইটা নিয়ায় ঝাপায়ে পরেন।
----------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

বিপ্রতীপ's picture

টপিকটি আবার সামনে এনে দেয়ায় সচলায়তনকে ধন্যবাদ... চলুক
বুকমার্ক করে রাখছি, ধীরে ধীরে কিছু লিরিক যুক্ত করে দেব...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সংসারে এক সন্ন্যাসী's picture

আমিই শুরু করি এক ফোঁটা শিশির দিয়ে।
সমবেত কণ্ঠে গাওয়া "ধনধান্য পুষ্পভরা"।
রচনা ও সুর: দ্বিজেন্দ্রলাল রায়

আমার জন্মভূমি

ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা!
কোথায় এমন খেলে তড়িত্ এমন কালো মেঘে!
তার পাখীর ডাকে ঘুমিয়ে উঠি, পাখীর ডাকে জেগে।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়!
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশ তলে মেশে!
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে!

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখী;
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে -
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ!
ও মা, তোমার চরণ দু'টি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

বিপ্রতীপ's picture

সন্ন্যাসীদা,
মন্তব্যে না দিয়ে উপপৃষ্টা হিসেবে যুক্ত করে দিন ...তাহলে আরোও ভালো হবে চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সংসারে এক সন্ন্যাসী's picture

করে দিলাম। লক্ষ্য করিনি ব্যাপারটা।
ধন্যবাদ, বিপ্রতীপ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

s-s's picture

দৃশা, আমি প্রতিটি বিশেষ দিনে দেশকে স্মরণ করি যে গানটি দিয়ে, আমার হৃদয়ের খুব কাছের আজি বাংলাদেশের হৃদয় হতে গানটি আপনার এই উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে লিখে দিলাম। অসাধারণ এই কাজটি আপনি করছেন, আপনাকে স্যলুট, আর অন্য সবাইকেও, যাঁরা এতগুলো ভালো গান শুনবার সুযোগ করে দিলেন। বিঁভুইয়ে এইই আমার বিজয় দিবস পালন, এইই আমার বাংলাদেশ। শুভাশীষ।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

এস এম মাহবুব মুর্শেদ's picture

চমৎকার একটা কালেকশন হয়ে যাচ্ছে পোস্টটা! দারুন!! দারুন!!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

s-s's picture

কেউ সোনা সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি আব্দুল লতিফের এই অমর গানটি কারো কাছে থাকলে দিন প্লীজ।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

সংসারে এক সন্ন্যাসী's picture

আছে। দিচ্ছি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

s-s's picture

আমি এটা পেলাম, তবে উচ্চারণ নিয়ে আমি সন্তুষ্ট নই, তাছাড়া পুরো লিরিকস আছে কি'না তাও জানিনা।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

বিপ্রতীপ's picture
s-s's picture

দারুণ! কি যে দারুণ!
****ধন্যবাদ অনেক অনেক। তারপরেও বারবার শোনার জন্য কিন্তু নতুন রিমিক্স ধরণের চেয়ে সন্ন্যাসীর আপলোড করা ভার্সনটিই বেশী ভালো লাগছে। এখানে মধ্যে মধ্যে কি রকম একটা মিউজিক দিয়ে গানটাকে আধুনিক করে ফেলেছে, সেটা দ্বিতীয়বার শুনতে তেমন জুত পেলাম না। ****

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

স্নিগ্ধা's picture

দৃশা - কি যে অসম্ভব চমৎকার একটা উদ্যোগ !!! নাহ্‌, আপনি মানুষটা মনে হয় বেশ হাসি

দৃশা's picture

কেনগো আপা...আগে কি ভাবতেন আমি মানুষটা অ-বেশ!! দেঁতো হাসি
-------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

আহমেদুর রশীদ's picture

ভালো উদ্যোগ

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

দৃশা's picture

প্রত্যেকটা মানুষকে জানাই বিজয় দিবসের বিজয়ী শুভেচ্ছা। আর অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগকে সফলতার দিকে নিয়ে যাবার জন্য। তবে আরো অংশগ্রহন আশা করছি প্রতিটি সচলবাসীর।
-------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

খেকশিয়াল's picture

জটিল উদ্যোগ খালা! দেঁতো হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দৃশা's picture

ভাইগ্না কেলাইছ কেলা? সাড়াশি দিয়া টাইন্না দাঁত সব ফালাইয়া দিমু গান না দিলে। এইবার কেলানি থামা আর কামের কাম কর অর্থাৎগান দে।
-------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

রানা মেহের's picture

চমতকার উদ্যোগ
সফল হোক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দৃশা's picture

আপু আপনারা অংশগ্রহন করলেই একমাত্র উদ্যোগ সফল হবে। হাসি
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সুবিনয় মুস্তফী's picture

সাবিনা ইয়াসমিনের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবদিকে এক ব্রক্ষ্মচারী গানটা কি দেশাত্মবোধক ছিল? ছোটবেলায় বিটিভিতে দেখতাম, খুব ভাল্লাগতো, কিন্তু মাজেজা পুরা বুঝতাম না।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

দৃশা's picture

মুস্তফী ভাই গানটা দেশাত্মকবোধকই। কিন্তু কোন জায়গায় ভালো কোয়ালিটির ভার্সন খুঁজে পেলাম না। পেলেই ই-বুকে যুক্ত করা হবে। আর আপনি পেয়ে গেলে শুভ কাজটা আপনি করে ফেলতে পারেন। হাসি
---------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

আলাভোলা's picture

ব-e তে পৃষ্ঠা যোগ করে কিভাবে ?
আমি অনেক খুঁজেও কোন অপশন পেলাম না।

বিপ্লব রহমান's picture

অনেক দেরীতে বলছি, পোস্টটা ভালো লাগলো। গানগুলো সময় করে শুনতে হবে। ধন্যবাদ। চলুক


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

যাযাবর ব্যাকপ্যাকার's picture

আরে বাহ্‌! কী চমৎকার জিনিস খুঁজে পেলাম আজকে! দৃশাপা, মুর্শেদ ভাই, সচলায়তন আর জড়িত সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগের জন্যে। হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

তানিম এহসান's picture

কি অদ্ভুত এই উদ্যোগ। আজকে এই শনিবার সকালটা অনন্য হয়ে েগলো! শেয়ার দিলাম! কি অদ্ভুত!

আয়নামতি's picture

এমন অসাধারণ একটা উদ্যোগ নিয়ে দৃশা আপু কোথায় গেলেন জানিনা। তাকে উত্তম জাঝা!
দেশের আরো অনেক অনেক গান আছে কিন্তু! আসুন আমরা এই পোস্টটাকে আরো সমৃদ্ধ করি।
এই মুহূর্তেই আমার অন্তত পাঁচটা গান মনে পড়ছে যেগুলো দৃশা আপুর লিস্টে নাই।
কিন্তু কথা হচ্ছে গানগুলো লিরিকসহ ইবুকে কিভাবে সংযুক্ত করতে হয় আমার জানা নাই।
মুর্শেদভাইকেও তো দেখিনা সেভাবে। এ ব্যাপারে কেউ সাহায্য করবেন কী???
স্মৃতি ঝলমল সুনীল নদীর কাছে আমার অনেক ঋণ আছে শিল্পী: রুনা লায়লা
নদীর মাঝি বলে এসো নবীনশিল্পী: রুনা লায়লা
আমার মন পাখিটা যায় রে উড়ে যায় রুনা লায়লা
আমি দাম দিয়ে কিনেছি বাংলা মূল শিল্পী(সম্ভবত) আব্দুল লতিফ
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আপেল মাহমুদ
ছোটবেলায় শাকিলা জাফরের একটা গান শুনেছিলাম কথাগুলো ঠিক মত মনে নেই তবে কিছুটা এমন
প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে? ফেব্রুয়ারির দুপুর বেলা তারপর টিং টিং(ভুলে গেছি) বৃষ্টি কোথায় বৃষ্টি কোথায় এতো বরকতেরই রক্ত । দারুণ একটা গান! আরো অনেক অনেক দেশের গান রয়েছে। সেগুলো এই পোস্টে যোগ করার ব্যাপারে সেচ্ছাশ্রম দিতে ভীষণ আগ্রহী। কী করতে হবে একটু বলবেন কেউ প্লিজ???

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.