বাসবো ভালো
একশোয়েরো অধিক বছর
কথা দিলাম।
পাখির মতো
মুক্ত স্বাধীন
ফুলের মতো
রঙে রঙিন
ঝড়ের মতো
ওলট পালট
নদীর মতো
দু-কূল ভাসা
বাসবো ভালো
কথা দিলাম।
দূর আকাশের
নীলের মতো
বিস্তারিত সবুজ ঘাসের
শয্যা যেমন
তেমন করে বাসবো ভালো
তোমায় আমি
কথা দিলাম।
Comments
উনার ফোন নম্বরটা একটু দেবেন?
আমরাও গিয়ে কিছু ভালবেসে আসতাম
অথবা ইমেইল এড্রেস দিলেও চলবে। আমারও ইচ্ছে করছে খুব।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার দরকার নাই। বোঝাই যাচ্ছে অনেক বড় হবেন বয়েসে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমারটা ফুরাক।
উচ্ছিষ্ট কিছু থাকলে বিলাবো নিশ্চিত।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
পাখির মত মুক্তস্বাধীন ভালোবাসা!
ছন্দের জন্য জাঝা
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হা হা হা!
কবিতাটা ভাল লাগল খুব। কেমন গান-গান টাইপ। হাসিটা কমেন্ট পড়ার রিঅ্যাকশান।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
5 !
কবির কবিতার লাইন না হয় পাঠক নিয়ে গেলো,তাই বলে ভালোবাসার জন?
ভালো লাগছে
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বেশ লাগলো!
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
Post new comment