আছে শুধু ছদ্ম একটা বেশ

আহমেদুর রশীদ's picture
Submitted by AhmedurRashid on Tue, 30/09/2008 - 12:39pm
Categories:

পত্রিকার পাতায় মানুষের হুমড়ি খেয়ে বাড়ি যাওয়ার ছবি দেখে সখটা ভেতর থেকে চাগাঢ় দিয়ে উঠে।ঈদের দিনের সকালে সাধু বাবুর পুকুরে গোসল করার স্মৃতি তির তির বেদনার মত করে শিরার মধ্যে দিয়ে বয়ে যায়।কেওয়াপাড়ায় এসে আস্তে আস্তে ভেঙ্গে পরে সেই সব আনন্দের অনুভব।জড়িয়ে গিয়ে ছড়িয়ে যায় সবাই।ভেঙ্গে যায় বৃত্ত।এইসব ভাঙ্গাভাঙ্গি দেখতে দেখতে একসময় টের পাই নিজের ভাঙ্গন।ভাঙ্গতে ভাঙ্গতে ঐকুলে নেই ঠাই।
কে একজন জিজ্ঞেস করলো-দেশে যাবেন না?দরোজা খুলতে খুলতে আমার মুখ দিয়ে বের হয়ে এলো-আমাদের দেশ নাই, কেস(কুটুম) নাই,আছে শুধু ছদ্ম একটা বেশ।


Comments

আবু রেজা's picture

জীবনখাতার উল্টে যাওয়া পাতার জন্য হাহাকার-
মনটা খুব পোড়ায়।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

অমিত আহমেদ's picture

কোনটা ছদ্ম আর কোনটা আসল তা-ই বুঝিনা ইদানিং।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নিঝুম's picture

টুটুল ভাই, মন খারাপ ??
--------------------------------------------------------
কারা যেন চলে গেছে দূরে...বহুদূরে..আর ফিরবে না জানি । কোন কারন ছাড়াই , কোন যুক্তি ছাড়াই চুপচাপ হয়ে গেছে সারিবদ্ধ প্রাণ গুলো । জানি , আমাকেও আসতে হবে এই বিষন্ন নগরীতে..একদিন.. কোনদিন --মলাগোফরুমা

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

পরিবর্তনশীল's picture

Quote:
আমাদের দেশ নাই, কেস(কুটুম) নাই,আছে শুধু ছদ্ম একটা বেশ।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত's picture

যায় দিন ভাল, আসে দিন খারাপ মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

মাহবুব লীলেন's picture

মুখ বিক্রির টাকায় মুখোশ কেনা...

মাহবুব লীলেন's picture

..

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

Quote:
জড়িয়ে গিয়ে ছড়িয়ে যায় সবাই।ভেঙ্গে যায় বৃত্ত।এইসব ভাঙ্গাভাঙ্গি দেখতে দেখতে একসময় টের পাই নিজের ভাঙ্গন।ভাঙ্গতে ভাঙ্গতে ঐকুলে নেই ঠাই।
কে একজন জিজ্ঞেস করলো-দেশে যাবেন না?দরোজা খুলতে খুলতে আমার মুখ দিয়ে বের হয়ে এলো-আমাদের দেশ নাই, কেস(কুটুম) নাই,আছে শুধু ছদ্ম একটা বেশ।

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুমন সুপান্থ's picture

দাউদ হায়দারের একটা কবিতা খুব প্রিয় আমার । তার একটা অংশ ও সচলায়তনে আমার সিগন্যাচারে ব্যবহার ও করেছিলাম ।
আমার কোনও ঘর নেই
আছে ঘরের দিকে যাওয়া...!!

---------------------------------------------------------

'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

রণদীপম বসু's picture

এক অর্থে মানুষ তো শেকড়হীনই...!
যার শেকড় গেড়ে যায় সে কষ্ট পায় শেকড়ের বন্ধন ছেড়ে উড়তে পারে না বলে।
আর যে শেকড় গাড়তে পারতে পারে না, সে কষ্ট পায় তিষ্ঠানোর ঠাই নাই বলে।
আহা, মানুষের কতোরকম দুঃখ ! দুঃখগুলোও আসলে শেকড়হীন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জুলিয়ান সিদ্দিকী's picture

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

তানবীরা's picture

কারোই কেউ নেই আসলে, মূলত মানুষ সবাই একা। এসব বিশেষ দিনে শুধু সেটা বিশেষভাবে অনুভূত হয়।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হাসান মোরশেদ's picture

অনেক কিছু পেতে গিয়ে বোধ হয় আমরা সবকিছুই হারালাম ।
-------------------------------------
সমুহ শোকেরা এলো ঝাঁক বেঁধে;
বিদায় জুবায়ের ভাই...

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.