বিবিধ গান,প্রথম প্রহরে

সুমন সুপান্থ's picture
Submitted by SHUMON SHUPANTHO on Fri, 14/12/2007 - 7:01am
Categories:

আজ তবে নীল ।
আজ সঞ্চিত বেদনা ; ফের যৌথ গানের পরে
এই রেখেছি পুষ্প ও বিহঙ্গপুরান
বহুকাল পর রেখেছি নিজস্ব চোখ তোমার বাতিঘরে ।


Comments

হাসান মোরশেদ's picture

যাক,প্রহর শুরু হলো তাহলে ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল's picture

খোঁজ করেছিলাম বেশ কয়েকবার।
সচলায়তনে দেখে ভালো লাগলো।
স্বাগতম।

শেখ জলিল's picture

স্বাগতম।
....কবিতার পাঠক আমি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নজমুল আলবাব's picture

স্বাগতম।

কিন্তু বাবা আইসাই আমার জমি দখল কেন? আমার বইয়ের ভেতর হাত ঢুকায়া দিলা? মানে মানে বাইরইয়া যাও...

মলইবাজারি মানুষ রাবা সব ছইফুর রহমান ওই যাইরায়... খালি দখল... সেন্ট্রাল রোড হোক আর আলবাব'র ই-বুক হোক, সবি দখল।

বালা আছনি?

ভুল সময়ের মর্মাহত বাউল

কনফুসিয়াস's picture

সুমন সুপান্থ-কে সচলায়তনের পক্ষ থেকে স্বাগতম জানাই।
লিখতে থাকুন মনের খুশিমতন।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আহমেদুর রশীদ's picture

চেনা চেনা লাগে....

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

নজমুল আলবাব's picture

এই বেটার হইল কি? আইসাই আমার বাড়িতে যে হান্দাইল আর বাইরে যায়না!!! গেল কই? ও মিয়াভাই, কি হইল? খবর কি?

ভুল সময়ের মর্মাহত বাউল

সুমন সুপান্থ's picture

এ যাত্রা তো তোর সৌজন্যে প্রাপ্ত মোরশেদ , আমাদের কতো যাত্রা-ই অমন যৌথ হবার কথা ছিলো !!

ধন্যবাদ, শিমুল । ভালো লাগাছে আ-বা-র 'দেখা ' হয়ে ।

কনফুসিয়াস, শেখ জলিল আরো কথা হবে , আরো কবিতা ও ।

টুটুল ভাই , চশমা বদলান । ভালো করে চেনা যাবে ।

অপু , আ - ছি ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

অতিথি লেখক's picture

অনেকদিন পর আপনার লেখা পড়ার সুযোগ হলো!
নতুন কোনও গল্প লিখছেন কি?
আর আপনাদের স্রোতচিহ্ন,- সেটার খবর কি?
আপনার নতুন লেখার প্রত্যাশায়...

নিঘাত তিথি's picture

শুকরিয়া।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

এস এম মাহবুব মুর্শেদ's picture

সুমন সুপান্থ দা,
আপনার বইয়ের পৃষ্ঠাটি নজমুল আলবাবের একটি বইয়ের সংকলনে ঢুকে গিয়েছিল। নজমুল আলবাব ভাইয়ের অনুরোধে এটাকে সরিয়ে একটি সতন্ত্র বইয়ে পরিনত করলাম। আপনার কোন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন সুপান্থ's picture

ধন্যবাদ এস এম মাহবুব মুর্শেদ । এবঙ অরুপ । আপনাদের শুভেচ্ছা । আর তিথি , তোর জন্য সকল গোলাপ ও শুভাষিস ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.