মুক্তিযুদ্ধের ছড়া :: সচলায়তনের নতুন বই

হাসান মোরশেদ's picture
Submitted by hasan_murshed on Sat, 10/11/2007 - 7:48pm
Categories:

.

উদ্যোগটা আমার নয় ।
কবি শেখ জলিল,সচলায়তনের জলিল ভাই মুক্তিযুদ্ধের ছড়া সংকলনের উদ্যোগ নিয়েছেন । ভাবলাম এটা বই হোক না কেনো?
আমি পারিনা একেবারেই,কিন্তু সচলদের অনেকেই চমৎকার ছড়া লিখেন ।
শেখ জলিল ছাড়াও মাশিদ,আরশাদ রহমান,গীতিকবি,বিবাগিনী ইতিমধ্যেই ছড়াকার হিসেবে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন । আর ছড়া সাহিত্যের দিকপাল লুৎফর রহমান রিটন-প্রিয় রিটন ভাই তো আছেনই ।

শেখ জলিলের কয়েকটি ছড়া দিয়ে যাত্রা হলো শুরু । বাকী ছড়াকারেরা নিজেদের ছড়া নিজেদের দায়িত্বে বইয়ের পৃষ্ঠা হিসেবে জুড়ে দিন ।

সবার লেখা যুক্ত হয়ে গেলে প্রচ্ছদ,অলংকরন সহ প্রিন্টযোগ্য পিডিএফ ভার্সন তৈরী করা যাবে ।
ভালো থাকুন ।

ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিন জন্মযুদ্ধের গান ।

***সম্মানিত অতিথি লেখকগন ও নিজেদের নাম উল্লেখ করে এই উদ্যোগে অংশ নিন ।


Comments

হাসান মোরশেদ's picture

:)জলিল ভাই সম্পাদক । আমি কেউনা ।
কিছু ছড়া যুক্ত হয়েছে । ওগুলো দেখুন । বইয়ের মুল পাতায় গিয়ে 'উপপৃষ্ঠা' হিসেবে জুড়ে দেবেন ।
-----------------------------------------
'প্রিয়তম পাতাগুলো ঝরে যাবে মনে ও রাখবেনা
আমি কে ছিলাম,কি ছিলাম--কেন আমি
সংসারী না হয়ে খুব রাগ করে হয়েছি সন্ন্যাসী
হয়েছি হিরন দাহ,হয়েছি বিজন ব্যথা,হয়েছি আগুন'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল's picture

অনেক অনেক ধন্যবাদ হাসান মোরশেদ-কে।
ব্লগের সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধের উপর ছড়া লেখার প্রচেষ্টা সফল হোক।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

বিপ্লব রহমান's picture

শুভ উদ্যোগ। এগিয়ে যান, সফল হোন!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অছ্যুৎ বলাই's picture

ছন্দ মিলানো বহুৎ ঝামেলার কাজ। মুড আইলে ছড়ার মান নিয়া কোনোরকম হীনমন্যতা ছাড়াই কাকুর বইয়ে যোগ করুম।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আরশাদ রহমান's picture

উদ্যোগ অবশ্যই শুভ কিন্তু ছড়াকার হিসাবে আমার নামটা উল্লেখ না করলেই কি নয়? রাগ এবং অসহায়তা মাঝে মাঝে ছড়া কবিতা নামক কিছু একটা লিখে কমতা চেষ্টা করি মাত্র। রাজপথে নামার সময় যদি হয় তবে অবশ্যই নামব আর তখন ছড়া লেখার চেষ্টা করে রাগ কমানোর প্রয়োজন হবেনা হাসি ধন্যবাদ হাসান মোরশেদ এবং জলিল ভাই।

শেখ জলিল's picture

আরশাদ রহমানের বেশ ক'টি ছড়া সংযোজন ভালো লেগেছে। ধন্যবাদ তাঁকে।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আরশাদ রহমান's picture

রিটন ভাই এখনো কোন লেখা যোগ করেনি। বড়ই দুঃখ পাইলাম।
বিবাগিনী, মাশিদ সহ অন্যদের লেখা চাই।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.