গানঃ এই দেশ এই দেশ আমার এই দেশ
শিল্পীঃ সমবেত
কথা ও সুরঃ সলিল চৌধুরী
এই দেশ এই দেশ আমার এই দেশ
এই মাটিতেই জন্মেছি মা
জীবন-মরণ তোমার চরণ
তোমার চরণধূলি দাও মা
কতো অশন কতো বসন
কতো রঙিন ভাষায় ভাষণ
তবু আসন একই সমান
তোমার চরণতলে গো মা
নানান ধরন নানান ভরণ
আলাদা হোক - একই বরণ
একই সাধনা
হিমালয়ের শীর্ষ যেমন
এ দেশ উঁচু রবে তেমন
সাধের সাধন স্বাধীনতা
সামনে সফল হবে গো মা
কতো না যুগ ধরে ধরে
ছিলে গো মা শিকল পরে
তা কি জানি না
লাখো ছেলে লাখো মেয়ে
দিলো জীবন অবহেলে
তারা রক্ত ঢেলে জন্মভূমি
পূণ্যভূমি করেছে মা
Ei desh.mp3 |
Comments
শেষ আভোগে 'লাখো লাখো' আগে 'তোমার' শব্দটি হবে কিনা কেউ জানালে বাধিত হব।
"তোমার লাখো লাখো" হবে।
Post new comment