নানা বয়েসি লেখকদের সমাহার আমাদের ব্লগ জগতে।
দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে বেড়ে ওঠা এই লেখকদের ছেলেবেলার গল্প শুনাতেই এই ই-বইয়ের উদ্যোগ।
আপাতত:ব্লগাররা লেখা জমা দিন।
বাকিটুকু ধীরে ধীরে হয়ে যাবে।
ইতি
আরিফ জেবতিক
সম্পাদক
1498 reads
Comments
১ | Submitted by ArifJebtik on Thu, 06/09/2007 - 12:48pm.
সার্কুলার দিয়ে যে পোস্ট দিয়েছিলাম,সেটি নতুন নতুন পোস্টের ধাক্কায় ক্রমাগত পিছিয়ে যাচ্ছে।
তাই এই সেই পোস্টটিকে সহজে খুজে বের করার স্বার্থে এখানে লিংক দিয়ে গেলাম।
১১ | Submitted by mahbub on Wed, 12/09/2007 - 12:49pm.
কাহিনী বুঝলাম। বস আপনে সংরক্ষনে গিয়ে সেইভ করলে আপনার নামে চলে আসবে।
ঘটনা হইল বই সম্পাদক যেকোন বই সম্পাদনা করতে পারে। সে সুবাদে শোহেইল ভাই একবার সম্পাদনা ক্লিক করে সংরক্ষন করে ফেলেছিলেন। এবার আমি উদভ্রান্ত নামে লগইন করে সংরক্ষন করে দেখলাম ঠিক তাই ঘটে। এই ব্যাপারটা পরিবর্তন করা যায় কিনা দেখি।
১৩ | Submitted by ArifJebtik on Wed, 12/09/2007 - 1:44pm.
হ,এইবার বুঝলাম।
আমিও তো কই,আমার পোস্টে একটা ভয়ংকর লাইন (সম্পাদকই আগে লেখা জমা দেবেন)কথাটি আইলো কই থাইকা?আমি তো লিখছি না এই বইয়ে,তাইলো পোস্টে এই কথা লিখছিলাম কেন?
১৬ | Submitted by hasan_murshed on Wed, 12/09/2007 - 6:37pm.
বিগ সি'র বিরুদ্ধে রেপিড একশন কাম্য ।
দেশ ও জাতি যখন দুর্নীতির বিরোধী জোর কদমে এগিয়ে যাচ্ছে,এরকম মাহেন্দ্রক্ষনে বিগ সি' এ হেন চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাই ।
এ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অপশক্তির চক্রান্ত ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
Comments
সার্কুলার দিয়ে যে পোস্ট দিয়েছিলাম,সেটি নতুন নতুন পোস্টের ধাক্কায় ক্রমাগত পিছিয়ে যাচ্ছে।
তাই এই সেই পোস্টটিকে সহজে খুজে বের করার স্বার্থে এখানে লিংক দিয়ে গেলাম।
ই-মেইলটা যেন কি?
এক পিস নামিয়েছি...পাঠাবো!
লেখতে চাই ..কিন্তু কি লিখবো?
jebtik@gmail.com
হায় হায়,শোহেইল ভাইয়ের নামে এই পোস্ট গেল কেমনে?
পোস্ট ছিনতাই মানবো না ,মানবো না।
হাঃহাঃহাঃ
এতো ভারী মজার ব্যাপার!
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...
ঠিক করলাম। এইবার কন কি আকামটা করছিলেন?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি কিছু করি নাই।নিশ্চয়ই বিগ সি একটা বিগ হ্যাকিং করেছিলেন।
আমি দুদকে খবর দিয়েছি।
ঘটনাটা ঘটল কেমনে জানা খুব জরুরী।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কিছু্ই করি নাই। সকালে আমার কীর্তিকলাপে গিয়ে বইয়ে ক্লিক করতেই বলে "আপনার কোন বই নাই।"
তখন প্রথম পাতায় পোস্টে ক্লিক করে দেখি বইটা শোহেইল ভাইয়ের !!
হাঃহাঃহাঃ
খেলা জমছে! আইজ পাশা...
যায় ভেসে যায় স্বপ্ন বোঝাই, নৌকা আমার কাগজের...
কাহিনী বুঝলাম। বস আপনে সংরক্ষনে গিয়ে সেইভ করলে আপনার নামে চলে আসবে।
ঘটনা হইল বই সম্পাদক যেকোন বই সম্পাদনা করতে পারে। সে সুবাদে শোহেইল ভাই একবার সম্পাদনা ক্লিক করে সংরক্ষন করে ফেলেছিলেন। এবার আমি উদভ্রান্ত নামে লগইন করে সংরক্ষন করে দেখলাম ঠিক তাই ঘটে। এই ব্যাপারটা পরিবর্তন করা যায় কিনা দেখি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আপনে আপনার নামে পরিবর্তনের পর এই ক্ষমতা রহিত করা হবে। সো হারি আপ।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ,এইবার বুঝলাম।
আমিও তো কই,আমার পোস্টে একটা ভয়ংকর লাইন (সম্পাদকই আগে লেখা জমা দেবেন)কথাটি আইলো কই থাইকা?আমি তো লিখছি না এই বইয়ে,তাইলো পোস্টে এই কথা লিখছিলাম কেন?
পরে বুঝলাম,এটা বিগ সি'র কান্ড!
বই সম্পাদকের সব বই এডিট করার ক্ষমতা রহিত হল। যে যার নিজের বই এডিট করতে পারবে। আর সম্পাদক আউট লাইন করতে পারবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
বাচাঁইলেন।
বিগ সি'র বিরুদ্ধে রেপিড একশন কাম্য ।
দেশ ও জাতি যখন দুর্নীতির বিরোধী জোর কদমে এগিয়ে যাচ্ছে,এরকম মাহেন্দ্রক্ষনে বিগ সি' এ হেন চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাই ।
এ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অপশক্তির চক্রান্ত ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
মজা পাইলাম এবং বুঝলাম, আমার মতো ট্রলারদের সচলায়তনে দরকার।
জরুরি ভিত্তিতে।
অতএব,বিগ সি র কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও।
কিন্তু, সম্পাদক লিখবে না কেনো? এরকম নিয়ম আছে নাকি কোথাও?
কাজেই শ্ল্রোগান বদল।
আরিফ ভাইর নীল নকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না।
বেশ কিছু লেখা ঝুলিতে ভরেছি।তা দিয়ে চলে যাবে।
আরো যারা লেখা পাঠাবেন ,তার ২৫ তারিখ শেষ সময় কথাটা মনে রাইখেন।
এই পোস্টটি আবার আমার হাত থেকে ছিনতাই হয়ে কোন এক অতিথির নামে চলে গেছে ।
কর্তৃপক্ষের এহেন ষড়যন্ত্রের মাধ্যমে বই প্রকাশে দেরী করিয়ে দেয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
প্রথম আলোর ঈদ সংখ্যা নাকি ২টা । প্রকাশিত - অপ্রকাশিত।
সন্দেহ হচ্ছে, সচলায়তনের কেউ হয়তো ছোটবেলার স্মৃতি লিখতে গিয়ে (বেড়াল) নিয়ে কামড়াকামড়ির ঘটনা লিখে ফেলেছে, তাই আমাদের সম্পাদক সাহেবও শংকায় আছেন!
এই বিড়ালটা কিন্তু আমার।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
প্রোফাইলের পিচ্চিটা কে? চেনা চেনা লাগে!
হিহি..
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
ব-e টার নাম "আমার ছেলেবেলা" থেকে "ফেলে আসা ছেলেবেলা" করার অনুরোধ করছি।
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
Post new comment