এইসব ধূলিকণা

তুলিরেখা's picture
Submitted by tuli1 on Thu, 25/09/2008 - 10:30pm
Categories:

ধূলাপায়ে চলতে চলতে সমুদ্রতীরের বালিতে। সেখানে ঝাঁকে ঝাঁকে সীগাল নিজেদের মতন উড়ছে আর নিজেদের ভাষায় কথা বলছে। আকাশ খুব নীল আজ, সমুদ্র আরো নীল। বালির ঢিবির উপরে দাঁড়িয়ে দেখতে পাই দূর, দূর, কত দূর! সমুদ্রের নীল শরীর মিশে গেছে আকাশের নীল বুকে। অন্তহীন মিলন তাদের।

এইসব ধূলিকণা পদচিহ্নময়
সময়ের রোদ্দুরে অভ্রকুচি ঝলকিয়ে-
কী কথা কয়?

এ পুরানো সিন্ধুনীর ইতিকথাময়
সারাবেলা আনমনে ফেনামাখা ঢেউ দিয়ে
কী কাহিনী কয়?

এ পুরানো পাথরেরা বহুসাক্ষ্যময়
সময়ের রোদে পুড়ে, জলে ভিজে
কী কথা কয়?

ভুলে যাওয়া সে গোধূলি রক্তমেঘময়,
সুদর্শন উড়ে চলা বাতাসের ফিসফিসে
কী কাহিনী কয়?

ওই জল, এই স্থল সুখদুঃখময়-
ও চাঁদের মায়াটানে ঢেউ তুলে ঢেউ ভেঙে
কী কথা কয়?


Comments

ভূঁতের বাচ্চা's picture

সবকিছু বোবাই থাকে
কারন নীরবতা নাকি বলে দেয় অনেক কথা !
ভাল লাগল।

--------------------------------------------------------

তুলিরেখা [অতিথি]'s picture

পিচ্চি ভুত,
অনেকদিন বাদে খাতায় খাতায় ঘুরতে ঘুরতে দেখি এই একলা কমেন্ট টা।
তোমায় অনেক ধন্যবাদ।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.