আমি তাকে দেখিনি কোনদিন আগে

সৈয়দ আখতারুজ্জামান's picture
Submitted by Syed Akhteruzzaman on Thu, 29/05/2008 - 1:03am
Categories:

আমি তাকে চিনি না তবুও
শুকতারার মতো এতো পরিচিত
উচ্ছ্বাসে হাসিতে একান্ত যেমন জানালার রোদ।
সপ্তর্ষীমণ্ডলের শেষ তারাটির কোল ঘেঁষে
সে দাঁড়িয়ে ছিলো আনমনে
আমি ঠিক চিনে গেছি তার শাশ্বত ভঙ্গিমা
বা হাত চিবুকে রেখে সে চোখ রেখেছিলো দিগন্ত রেখায়
গোলাপী গ্রীবার নিচে একটা বাদামী তিল
আমি ঠিক জানি নিঃশ্বাসের কতটা কাছাকাছি।

আমি তাকে দেখিনি কোনদিন আগে
তবু তার অবয়ব অনিবার্য হয়ে ভেসে ওঠে অনুভবে
মনেহয় অনাদিকাল অমাবস্যার পর
পৃথিবীর মেরুপ্রান্ত হতে উঠেছে নতুন চাঁদ এক
চিরতপ্ত সাহারাকে ভাসিয়ে নিয়ে গেছে
তিনশ ফুট উঁচু জলোচ্ছ্বাস
আর আমি বাঁশপাতা হয়ে
পড়ে আছি তার মসৃন জোছনা শরীরে।

আমি তাকে চিনি না তবুও
নীলাম্বরী মেঘ-ভাসা ঐ চোখের সরোবরে
মনেহয় অবগাহনের উন্মুখ আহ্বানে
জন্মান্তর ভেসে ছিলাম তার জলজ শরীরে
আমি চিনি তার ঢেউয়ের গভীরতা
পৃথিবীর আদিকাল থেকে ঝরা শেফালীর মতো
আমি তাকে কুড়িয়েছি সকালের ভেজা রোদে
আমি জানি তার সুগন্ধ কতটা মদির
মনেহলো - এই সেই হারানো ফনীমনসা
স্কুল থেকে ফেরার পথে যাকে হারিয়েছিলাম
মুন্সীবাড়ির বাগানের ভিতর।
আরো কতো স্মৃতি ভিড় করে খরা রোদ্দুরের মাঠে -
মনেপড়ে যায় কতো ভুলে যাওয়া সুর ...

সমস্ত পুর্ণতা শূন্য করে
এক সময় সে হারিয়ে গেলো নিরব গোধূলীর আড়ালে
অস্তিত্বের পরমাণু জুড়ে রয়ে গেলো নিবিড় কম্পন।

আমি তাকে দেখিনি কোনদিন আগে
তবু মনেহয়েছিলো শুকতারার মতো কতোটা আপন।


Comments

মাহবুব লীলেন's picture

না দেখেই বিরাশি লাইন
দেখলে না জানি কত লাইন হতো

বাপরে
চোখে এতো ধার

সৈয়দ আখতারুজ্জামান's picture

যা দেখছিলাম তার তেমন কিছুই এইখানে লিখি নাই। মূল কবিতার এইটা ‍‍মুখবন্ধ' বলতে পারেন। মুখবন্ধ লেখার পর আর মুখ খোলার সাহস হয় নাই। যা বড় হইছে, এমনিতেই লজ্জায় আছি, তারপর আর লজ্জা দিয়েন না।

শাহীন হাসান's picture

সে দাঁড়িয়ে ছিলো আনমনে
আমি ঠিক চিনে গেছি তার শাশ্বত ভঙ্গিমা
বা হাত চিবুকে রেখে সে চোখ রেখেছিলো দিগন্ত রেখায়
গোলাপী গ্রীবার নিচে একটা বাদামী তিল
আমি ঠিক জানি নিঃশ্বাসের কতটা কাছাকাছি।

আমিও স্মৃতিকে টানছি কাছাকাছি ...

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

তীরন্দাজ's picture

বেশ ভাল লাগলো আপনা কবিতা।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

s-s's picture

আপনার কবিতায় প্রভাব দেখলাম আরো এক কবির , আমার প্রিয় কবি, মার্জনা করবেন স্মৃতি থেকে লিখছি -

একদা এমনি বাদলশেষের রাতে
সে এসে সহসা হাত রেখেছিলো হাতে
চেয়েছিলো মুখে সহজিয়া অনুরাগে ... ....
... ... ... ... ...
... ... ... .... ... ...

একটি কথার দ্বিধা থরথর চূড়ে
ভর করেছিলো সাতটি অমরাবতী
একটি নিমেষ দাঁড়ালো সরণী জুড়ে
থামিলো কালের চির চঞ্চল গতি
(শাশ্বতী - নীরেন্দ্রনাথ চক্রবর্তী)

লিখতে থাকুন, অভিনন্দন।

প্রীতিসহ -
ss

নুশেরা তাজরীন's picture

এডিট, এডিট প্লীজ!!!

নীরেন্দ্রনাথ না, সুধীন্দ্রনাথ হবে।

s-s's picture

স্যরি , হ্যাঁ অবশ্যই সুধীন্দ্রনাথ - স্মৃতি বয়স হলে প্রতারণা করে । আপনাকে অশেষ ধন্যবাদ।

নুশেরা তাজরীন's picture

তবু তো কবিতাটা এটুকু মনে রেখেছেন বলে কতবছর পর পড়লাম... জানেন, দু'দিন আগেই ভ্রমণকাহিনীতে সাতটি অমরাবতীর কথা লিখলাম...

অতিথি লেখক's picture

দোস্ত জব্বর হইছে। এক্কেবারে হৃদয়টা আনচান বানাইয়া দিল।
তবে ৪৪-এর মন্তব্যে নীরেদ্রনাথের আসল দুইটা লাইনই বাদ পইড়া গেছে ঐগুলা আমি কইয়া দিলাম :
সে দিনও এমনই ফসল বিলাসি হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে
অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া বুঝেছিল তার আনতো দিঠির মানে।

মনে পড়ে দোস্ত..... সেই যে সেই দিনগুলো?

কীর্তিনাশা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর's picture

হু... এই তাইলে অবস্থা?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আকতার আহমেদ's picture

Quote:
আমি তাকে দেখিনি কোনদিন আগে
তবু মনেহয়েছিলো শুকতারার মতো কতোটা আপন।

হ !
কবিতা ভালৈছ !

অতিথি লেখক's picture

আরে আমিও তো সুধিন্দ্রনাথের জায়গায় নিরেন্দ্রনাথ লিখছি। কি হইবো অখন?

কীর্তিনাশা

সৈয়দ আখতারুজ্জামান's picture

'সুধিন্দ্রনাথ' এবং 'নিরেন্দ্রনাথ' দুটোই লিখেছিস হ্রস্ব 'ই'কার দিয়ে। দুটোই হবে দীর্ঘ 'ই'কার। কি হইবো অখন?

মুজিব মেহদী's picture

নাম মুছে দিলে জীবনানন্দ দাশের 'ঝরাপালক'-এর কবিতাগুলোকে নজরুলের লেখা বলেও ভ্রম হতে পারে। ক্রমশ তিনি প্রভাব কাটিয়ে সম্পূর্ণ নিজের ভাষা আয়ত্ত করে নিয়েছিলেন। ওই ভাষা এখনো আমাদের শাসন করে।

অগ্রজের ভালো লাগা কবিতার দ্বারা প্রভাবিত হতে পারা কবি হবারই লক্ষণ। লিখতে লিখতেই আপনারও নিজের ভাষা অর্জিত হবে। সে পর্যন্ত না পৌঁছালে সিদ্ধি নেই।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সৈয়দ আখতারুজ্জামান's picture

মুজিব ভাই, একবার হিসেব করে দেখেছিলাম ২০/৩০টা শব্দ জীবনানন্দ দাশএমনভাবে এবং এতবার তার কবিতায় ব্যবহার করেছেন যে ওর একাধিক শব্দ কোনো কবিতায় চলে আসলেই একটা জীবনানন্দীয় সুবাস ছড়িয়ে পড়ে চারদিকে। কী যে মুশকিল! ভীষণ চেষ্টা করছি, কবে যে সিদ্ধি হবে!

নুশেরা তাজরীন's picture

বাহ্

অতিথি লেখক's picture

বাংলা বানান নিয়া তো দেখি ভালোই ক্যাচালে পড়লাম সবাই খালি ভুল ধরে। দোস্ত একটা বাংলা অভিদান গিফট করিস তো।

কীর্তিনাশা

সৈয়দ আখতারুজ্জামান's picture

মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.