রাতের কবিতা

সাবিহ ওমর's picture
Submitted by Sabih Omar [Guest] on Thu, 11/02/2010 - 10:33am
Categories:

"কবিতা কি? কবিতা অনেক রকম।" সেই ভরসায় আঙ্গুলের ব্যায়াম। এবং যথারীতি, দোয়াই কাম্য। সমালোচকদের জন্য মধ্যাঙ্গুলি...

========================================
রাত, তোমাকে যতই ঘৃণা করি
তুমি ততই আহ্লাদে আমার ঘাড়ে চড়ে বস।
তোমার ক্লান্তির ঘাম আমার গায়ের উপর
টপটপ করে ঝরে আর আমি ঘৃণায় মুখ বাঁকাই।
তুমি দেখেও না দেখার ভান কর, হে জমিদারের বাচ্চা!

রাত, তুমি বিকলাংগ।
তোমার বিচ্ছিরি ঘোলাটে আলো,
তোমার অসুস্থ হলুদ আলো আমাকে অন্ধ করে দিচ্ছে
আমি এখন চোখ বুঁজেও দেখতে পাইনা ছাই কিছুই।
রাত, তুমি বন্ধ কর তোমার একটানা গুণগুণ শব্দ
আমার খুলির ভেতর,
আমি বাস্তব পৃথিবীর নৈঃশব্দ্যে একটুখানি জিরিয়ে নিতে চাই।

কুয়াশা নামুক, আমার চোখে আরও কুয়াশার ঘুম;
সংশয় নাগাল পাবে না, পাবে না কোন নিপাট বিশ্বাসীর খোঁজ।
বাতাস অনেক ভারী আজকের ঝড়ে।
কেউ কি আছেন? কেউ কেউ কেউ?

রাত, তুমি এতই কুৎসিত আর বিরক্তিকর যে
নিজেকে ভাল না বেসে আমার আর কোন উপায় ছিল না।


Comments

হিমু's picture

Quote:
সমালোচকদের জন্য মধ্যাঙ্গুলি...

এই কথাটা একেবারেই ভালো লাগলো না।বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

সাবিহ ওমর's picture

একটু বিতর্কিত-বিতর্কিত ভাব নিলাম আরকি...আসলে ওটা নিন্দুকদের জন্য। আর আপনার ক্ষেত্রে তো খালি মিডল ফিংগার না, পুরা পাঁচ আঙ্গুলের মোকাশাফা, অতঃপর করপল্লব চুম্বন এবং সঙ্গীতঃ আই কিসড আ (সুপার)ম্যান...

ফাহিম's picture

"মোকাশাফা" জিনিসটা কি? অর্থ না বুঝায় হাসিটা গলার কাছে আইসা আটকায় আছে...

=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

সাবিহ ওমর's picture

শব্দটা আসলেই মোকাশাফা কিনা আমার সন্দেহ আছে...তবে যাই হোক, সোজা বাংলায় এর মানে হ্যান্ডশেক, একটু ঘনিষ্ঠ হ্যান্ডশেক আরকি খাইছে

রাফি's picture

শব্দটা যতদূর জানি মোসাহাবা।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

সাবিহ ওমর's picture

মিস্টেক হৈসে...কপিতা কেমন লাগলো ভাইডি?

রাফি's picture

Quote:
রাত, তুমি এতই কুৎসিত আর বিরক্তিকর যে
নিজেকে ভাল না বেসে আমার আর কোন উপায় ছিল না।

লাইনগুলা ভাল্লাগছে। কিন্তু রাতকে ভালা পাই; রাতে ঘুমানো যায় খাইছে
এইজন্য কিঞ্চিত চিন্তিত।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

বালক's picture

কবিতা'টি লাগলো বেশ। হাসি

*************************************************************************
যা সত্যি তা সব সময় আনন্দের নয়!

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.